কেমন হতো যদি এমন হতো ????

কিছু কিছু দেখা না হলেই বুঝি ভাল হতো ……………
কিছু কিছু কথা না বললেই বুঝি ভাল হতো ………………
কিছু কিছু স্পর্শও না ছুঁলেই বুঝি বেশি ভাল হত…………

সেসব এর অভাব কি তবে এতটা মরমে মরমে মারতো ????

কিছু কিছু দিন না আসলেই বুঝি ভাল হতো ……………
কিছু কিছু ঘটনা না ঘটলেই বুঝি ভাল হতো ……………
কিছু কিছু অ্যাডভেঞ্চার না করলেই বুঝি বেশি ভাল হতো ……

সেসব এর অভাব কি তবে এতটা মরমে মরমে মারতো ????

কিছু কিছু পরিচয় না হলেই বুঝি ভাল হতো ……………
কিছু কিছু সম্পর্ক না হলেই বুঝি ভাল হতো ……………
কিছু কিছু রসায়ন বিক্রিয়া না করলেই বুঝি বেশি ভাল হতো ………

সেসব এর অভাব কি তবে এতটা মরমে মরমে মারতো ????

কিছু কিছু একাকীত্ব না থাকলেই বুঝি ভাল হতো ………
কিছু কিছু সঙ্গী না পেলেই বুঝি ভাল হতো ………
কিছু কিছু প্রেম না হয়ে গেলেই বুঝি বেশি ভাল হতো ………

সেসব এর অভাব কি তবে এতটা মরমে মরমে মারতো ????

৪,৯৯২ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “কেমন হতো যদি এমন হতো ????”

  1. পারভেজ (৭৮-৮৪)

    সুপার ডুপার লাইক......
    :hatsoff: :hatsoff: :hatsoff:

    ফিলিং অনারড টু বিকাম দ্যা ফার্স্ট ইন কমেন্টিং দিস ওয়ান্ডারফুল পিস......
    🙂 🙂 🙂 🙂 🙂 🙂

    আমি নিশ্চিত যে তুমি এই কবিতায় অনেকেরই মনের কথা বলে দিয়েছো!!!
    😉 😉 😉

    শেয়ার তো করবই, প্রিয়তেও নিয়ে রাখলাম... (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. ঝুমুর (মগকক ৯১-৯৭)

    পারভেজ ভাই, শুনলাম..... পরপর তিন বার। নিজের কবিতাও পড়িনি এখনো তিনবার......

    একজন শিক্ষক, একজন বাবা, একজন ভাই কিংবা একজন বন্ধু যদি থাকে আপনার মতো...... তবে সেই অন্য পক্ষ যে কত টা পজিটিভ ভাইব পেতে পারে আপনার কাছ থেকে সেটা প্রকাশ করার ভাষা আমার নিজের কাছে নেই। কিন্তু যারা সেই ভাইব এর ছায়া পেয়েছে তারা নিশ্চয় বুঝতে পারবে আমি কি বোঝাতে চেয়েছি।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      ধ্যাৎ, কি যে বল না? চোখ ভিজে যায় না বুঝি!

      দেখো, আমি এভাবে দেখি।
      একটু চেষ্টা করলেই, ইন্সপায়ার করতে বা ভাইব ক্রিয়েট করতে সবাই পারে। কিন্তু সবাই সেটা নিতে পারে না।
      আবার পারলেও অনেকেই সেটা নিতে ইচ্ছুকও হয় না।
      এগুলা যখন হয় পরিস্থিতি, শত চেষ্টা করেও কারো কোন উপকারে আসা যায় না, বুঝেছো?

      যদি কেই আমার কাছ থেকে কখনো কোন ইন্সপিরেশন বা ভাইব পেয়ে থাকে, সেটায় আমার কৃতিত্ব ১০০-তে ১।
      আর বাকি ৯৯-ই হলো তার, যে এই অধমের কর্মকান্ড ছুড়ে ফেলে না দিয়ে তার উপরে আস্থা রেখে কিছু একটা করে দেখিয়েছে...

      তোমার কমেন্টটা পড়ে অবশ্য খুবই ইন্সপায়ারড ফীল করলাম।
      তাই তোমার জন্য :clap: :clap: :clap:

      বাই দ্যা ওয়ে, মাত্র দু'ঘন্টার মধ্যে "বেস্ট টার্নড আউট পোস্ট"-এর প্রথম অবস্থান অধিকার করা ও এখন পর্যন্ত সেটা ধরে রাখার জন্য তোমাকে আবারও অভিনন্দন...
      :boss: :boss: :boss: :boss: :boss:


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ভালো লাগসে, আপা। সিসিবিতে স্বাগতম।
    পারভেজ ভাই, আপনার আবৃত্তিটাও চমৎকার :boss:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. লুৎফুল (৭৮-৮৪)

    হুমমম ...
    হবার আগে তা হবার জন্য মরি।
    হলে পরে অচিরেই তা নেহায়েত মরুভূমি।
    অবশ্য এমন না হলে জীবন নদীতে ঢেউ থাকতো না মানুষের জীবনটাও তরঙ্গায়িত হতো না।
    তবে সেই দ্যোতনাটাকে তুলে আনায় মুনশিয়ানাটাই মানুষকে একবার হলেও সাগর ঢেউওয়ের দোলা দিয়ে যায় পাঠে।
    সেখানেই সম্ভবত লিখিয়ের আনন্দ আর সার্থকতা ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।