একটা ছোট গল্প দিয়ে শুরু করছি। মেরুদন্ডী প্রানীর প্রাচীনতম পূর্বপুরুষ হচ্ছে সেলা। বেচারাদের অবশ্য পৃথিবী নিয়ন্ত্রন করা বর্তমান কর্ডেট দের তুলনায় কিছুই ছিল। স্পাইনাল কর্ডের সামান্য উর্ধ্বাংশই ছিল তাদের সম্বল। ছোট, কয়েক সেন্টিমিটারের প্রানীগুলো ছিল প্রচন্ড বিপদে। তখন রাজত্ব চলছে বিশাল বিশাল আর্থোপোড প্রিডেটরের। সাত আট ফুট লম্বা এই সব কিলিং মেশিন সমুদ্র দাবড়িয়ে বেড়াত। সেলা লুকাত বালির নীচে।
এখন কি ভাবা সম্ভব? প্রাথমিক ভাবেই ভাবা যায় এই সেলা ব্যাটাদের কোন অনন্য বৈশিষ্ট্য ছিল যাতে তারা হতে পেরেছে সবচেয়ে শক্তিধর মেরুদন্ডী দের পূর্বপুরুষ। আর আর্থোপোডেরা হতে পেরেছে তেলাপোকা। কিন্তু বাস্তবে তাদের কোন বিশেষ ছিল না সেই আর্থোপোডদের ডেজার্ট হওয়া ছাড়া। স্পাইনাল কর্ডের অর্জন একটি ব্যার্থ প্রাকৃতিক নির্বাচনের উদাহরন হয়ে যাবারও যথেষ্ঠ সম্ভাবনা ছিল।
কিন্তু হঠাতই শুরু হয়ে গেল বরফ যুগ। কততম বরফ যুগ আমার সঠিক মনে নেই। কিন্তু বরফ যুগের শুরুতে বিপুল সামুদ্রিক প্রানী ডাঙ্গায় চলে আসল। ডাঙ্গায় দেখা গেল অন্য সমস্যা। যে প্রথিকুল গ্যাস এবং ম্যাগমা ভস্মের হাত থেকে বাচার জন্যে আর্থোপোডদের অর্জিত বহি:কংকাল অসম্ভব রকম এফিসিয়েন্সির প্রমান দিয়ে আসছিল, তুলনামুলকভাবে শান্ত পৃথিবীর বায়ুমন্ডলে তারা যখন এক্সপোজ হয়ে গেল তখন সেটা একটা বাড়তি বোঝায় পরিনত হল। স্পাইনাল কর্ড অর্জনাকরী সেলার বংশধরেরা বাড়তে লাগল আকৃতিতে তাদের অন্ত:কংকাল কাঠামোর সুবিধায়। আর আর্থোপোডেরা তাদের বহি:কংকাল কাঠামোর জন্যে সীমাবদ্ধ বৃদ্ধির জন্যে কপাল চাপড়াতে চাপড়াতে শুড়ওয়ালা তেলাপোকায় পরিনত হবার প্রস্তুতি নিল।
হয়ত আর কিছুদিন পর বরফযুগ শুরু হলে বুদ্ধিমান হিসেবে ইভোলভ করত আর্থোপোডেরাই, আর ভাড়ার ঘরে মেয়ে আর্থোপোডেরা মানুষ দেখে চিতকার চেচামেচি করত।
গল্পের মরাল হচ্ছে আকস্মিকতা। কোইনসিডেন্স।
মহাবিশ্ব অত্যন্ত জটিল একটি তন্ত্র। এখানে কোন সাড়বস্তু আউটপুট হিসেবে পেতে হলে কিছু আকস্মিকতার সাহায্য দরকার। আবার সেই আকস্মিকতা কোন দৈববলে হয় না। যেকোন সিস্টেমের প্রোবাবিলিস্টিক ন্যচারের জন্যেই হয়।
মহাবিশ্বের প্রধান সুত্রগুলি তাই অত্যন্ত সার্বজনীন, যেখান থেকে পার্টিকুলার সলিউশান পেতে গেলে আক্ষরিক সমাধানের ভান ত্যাগ কররতে হয়। আমরা এখনও অসংখ্য আসন্নীকরনের সাহায্য নিয়ে জেনারেল রিলেটিভিটির ফিল্ড ইকুয়েশান গুলি সমাধানের চেষ্টা করি।
তাই কোন তত্ব স্ট্যাটিক নয়, যেকোন তত্ব নির্ভর করে তার ইনিশিয়াল পর্যবেক্ষন, প্রাথমিক হাইপোথিসিসের উপর। তাই হাজার বার সঠিক প্রমানিত হওয়া তত্ব হাজার একবারে অসাঢ় প্রমানিত হতে পারে। তাতে কিছু যায় আসে না। কারন বুদ্ধিবৃত্তিক প্রানী হিসেবে যৌক্তিক সিদ্ধান্তই নেয়ার চেষ্টা করে যাব। সেই সিদ্ধান্ত ভুল হতে পারে। কিন্তু তাও অপ্রমানিত সুপার স্ট্রিং থিওরীতে আমার আস্থা থাকবে পৃথিবীকে কোন কচ্ছপের পিঠে ভাসমান থালা বলে কল্পনা করার চেয়ে। কারন অতিতন্তু তত্ব দাড়িয়ে আছে কিছু সাহসী হাইপোথিসিসের উপর, সেই হাইপোথিসি থেকে এসেছে সৌন্দর্য মন্ডিত এক গানিতিক মডেল। কোয়ান্টাম ফিল্ড থিওরীর কুৎসিত ইনফিনিটি প্লেগে আক্রান্ত তত্ব গুলোর চেয়ে এটি গাণিতিক ভাবে সুসংহত। যদি এটি ব্যার্থ হয় তবেও এটি মানুষকে দিয়ে যাবে মহাবিশ্বকে দেখার নতুন কিছু দৃষ্টিকোন। এজন্যেই কোন বৈজ্ঞানিক তত্বই ব্যার্থ নয়, কারন তার পথ ধরেই নতুন তুলনামুলকভাবে সম্পূর্নতর নতুন তত্ব।
অন্যদিকে কছ্ছপতত্ব মানুষকে নতুন কোন আলো দেখাবে না। বরং অজানা সম্পর্কে যৌক্তিক ধাপগুলোতে মানুষকে অনুৎসাহিত করে পেছনে ঠেলে দেবে।
মানব সভ্যতার ইতিহাস একবিশাল আরোহ পদ্ধতি যা ধাপে ধাপে এগিয়ে যাবে যুক্তি এবং মানবতা দিয়ে। এই এগিয়ে যাওয়ায় কোন শেষ কথা নেই। যারা দাবী করে শেষ কথা আছে তারা সত্য জানতে আগ্রহী নয়, অথবা সাহসী নয়।
মানুব সভ্যতার ইতিহাসে মানুষ যতটা অধিবিদ্যিক ধারনার পেছনে সময় নষ্ট করেছে তাও কিন্তু অস্বাভাবিক নয়। এর পেছনে রয়েছে নিজের অস্তিত্ব সম্পর্কে ইনসিকিউরিটি। প্রতিমুহুর্তে মৃত্যুকে ভয় পাওয়া। মহাবিশ্বের মাঝে নিজের গুরুত্বহীনতাকে অস্বীকার করা। কিছু একটা থেকে যাবে সেই আশা প্রথম মানুষের মাঝে ঢুকিয়েছিল পৌরাণিক পুরহিতরা। অনেকটাই পলিটিক্যাল কারনে। কিন্তু এই আশায় ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত, আর দলবদ্ধতার সিকিউরিটির প্রতি তাদের তীব্র আকাঙ্খাই তাদের অবচেতন ইনসিকিউরিটিকে প্রমান করে। প্রতিমুহুর্তেই নিজেদের দলকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর চেষ্টা, কিংবা কি হারে বিশ্বে তাদের নিজেদের সংখ্যাবৃদ্ধি তা প্রমানের জন্য অসংখ্য পরিসংখ্যান উপস্থাপন সবকিছুই প্রমানকরে দাবী কৃত ঐশ্বরিক আধ্যাত্নিকতার অসাঢ়তাকে। এই তীব্র নিরাপত্তাহীনতাই জন্ম দেয় হিংসার, ক্রোধের। আমি দিকে দিকে তার চিহ্ন খুজে পাই।
ঐতিহাসিক ভাবে যার অস্তিত্বেই প্রশ্নবিদ্ধ সেই মোজেস এর প্রতিশ্রুত ভুমির কথা বলে পশ্চিম উপত্যকায় ,গাজায় চলে সেটেলমেন্ট, অকুপেশনের যাতাকলে নতুন হলোকাস্ট, কিংবা মার্কিন মুলুকে শ্বেত আধিপত্য বাদীদের মদদ দেয় যাযকরা, ইভানজেল(উচ্চারন নিশ্চিত নই) খ্রীষ্ঠান এক যাযক ঘোষনা দেয় বারাক ওবামার রক্ত পবিত্র ভুমিকে আরো পবিত্র করবে , কিংবা আমার দেশের বাংলাভাই, সৌদির বিন লাদেন!!
প্রান্তিক মানুষেরা ধর্মপালনে উৎসাহী হয় না। দারিদ্র্য টিকে থাকা এসবের সাথে লড়াই করতে করতে তাদের উপর স্বর্গ নরক একাকার হয়ে যায়। অনকে দুর থেকে দেখলে যেমন খুব ভিন্ন দুটি রং কেও আলাদা করা যায়। আর উচ্চবিত্তের মাঝেও রিচুয়াল পালনের হার কম, ধর্ম চিরকাল পালিত হয় মধ্যবিত্ত সমাজ দ্বারাই।
আমি লোভের সাগরে ডোবা মানুষ দেখতে পাই, অতিলৌকিক পুরস্কারের আলোয় জ্বলজ্বলে চোখ দেখতে পাই। অসংখ্য স্তুতি দেখতে পাই । কোন এক স্বৈরাচারের প্রতি। তার পরাক্রমশালী ক্রোধ, বালকসুলভ আবেগ, গভীরতাহীন চিন্তাশক্তি, আর অদ্ভুত “ন্যায়বিচার” দেখে তাকে আমার কমবয়সে সিংহাসনে ওঠা কোন মিশরীয় ফারাও মনে হয়। উচ্চারিত স্তুতি আর অর্থহীন রিচুয়ালের প্রতি তার তীব্র আগ্রহ দেখে তাকে আমার সম্ভ্রান্ত পরিবারের বখে যাওয়া একমাত্র সন্তান মনে হয়। প্রতিমুহুর্তে তার নিজস্ব সৃষ্টির কাছ থেকে নিজের নাম শুনতে চাওয়ার মত হাস্যকর হীন্মন্যতার কারনে আমার মনে হয় তার শৈশব খুব ডিস্টার্বেন্সের মধ্য দিয়ে গেছে। তার মাঝে আমি অসংখ্য অস্তিত্বের সংকটে ভোগা মানুষের ছাপ দেখতে পাই। যুগে যুগে মানুষহের সকল কষ্ট স্তুপ হয়ে জমে যেন তার অবয়ব তৈরী হয়েছে। মানুষের সামাজিক পরিমন্ডলে সকল সমস্যার যে স্থুল সমাধান মানুষের মাঝে আসে সেই সমাধান গুলো এক্সিকিউট করতেই যে স্বত্বা দরকার তাকে তেমনই দেখতে পাই। ডুবে যাওয়া মানুষের শেষ চেষ্টার প্রধানতম উধাহরন হিসেবে যুগে যুগে ধর্মবেত্তারা তাকে তৈরী করেছে।
ঈশ্বর কি এই মহাবিশ্বের অনুকুলে যতগুলো আকস্মিকতা দরকার ছিল তার সংকলন হতে পারে? তাহলে মহাবিশ্বের সাথে ইশ্বরের ইন্টারএকশান খুবই সীমাবদ্ধ এবং নৈর্ব্যত্তিক।
অসংখ্য পবিত্র বই দেখতে পাই । অনেক মনোযোগ দিয়ে পড়েও সেগুলো থেকে কোন মহিমান্বিত শব্দগুচ্ছ পেলাম না। ওল্ড টেস্টামেন্ট পড়ে মনে হল কোন প্রাচীন যুগের ত্যারেন্তিনোর মুভির স্ক্রিপ্ট। এত বর্বর মানুষের বর্ননা পবিত্র ভাবা হতে পারে আমার ধারনা ছিলনা। সুসমাচারে দেখলাম অসংখ্য স্ববিরোধী এবং পরিবর্তিত ঈশপের গল্পের সমাহার। দেখলাম কুরানে অদ্ভুত সব আদেশ। দেখলাম যাদুতে আক্রান্ত হচ্ছেন নবীজি আর তার প্রতিকার নাযিল হচ্ছে।
আমি ক্লাস ত্রি এর বিজ্ঞান বইতে হাজার বছরের পুরাতন এইসব বই এর থেকে উন্নত সত্যের কথা দেখেছি।
আমি নিরাপত্তাহীনতায় ভুগি না। আমি মানুষ। প্রতিটি ইকুয়েশন আমাকে আনন্দ দেয়, ইলেক্ট্রোডাইনামিক্সের যে সমীকরনটা সেদিন কম্পিউটারের সাহায্য ছাড়া সমাধান করে ফেললাম সেটা আমায় আনন্দ দেয়, সার্ভার স্ক্রিপ্টিং এ যে সোজা থ্রেড যোগ করতে পেরে একটা ভুল বানানের হ্যালো ওয়ার্ল্ড রিডিরেক্ট করতে পারলাম তা আমাকে আনন্দ দেয়, সেদিন ফাইনম্যানের ক্যারেক্টারইসটিকস অফ ফিজিক্যাল ল বই টা খুজে পেয়ে শিশুর মত নেচেছিলাম, ভালোবাসার মানুষটির হাতে হাত রাখতে এখনও প্রথম দিনের মত আমার মন খুশিতে ভরে যায়, আমি আনন্দিত হই। আমার অনুভুতি , সুখ দু:খ সবকিছুই বাস্তব এবং জান্তব। আমার খুশি হতে কিংবা এ পৃথিবীতে আমার খুশি ছড়িয়ে দিতে ,কিংবা সমস্য জর্জরিত পৃথিবীতে অন্তত একটি সমস্যার আংশিক সমাধানের ইচ্ছা, সবই তীব্র বাস্তব। কোন অলৌকিক ইশারায় নয়।যদি ভালোবাসা, হেসে উঠা , নতুন বইয়ের পাতার যৌবনের গন্ধ নেয়ার জন্যে আমার মৃত্যুর পর আমার মিশে যাওয়া কোষ থেকে কোন অতিলৌকিক স্বত্বা ক্লোন তৈরী করে আমাকে আজন্ম অক্সিডেশনের জন্যে নরকে নিক্ষেপ করতে চান তাহলেও আমি দু:খ করব না, বরং তার অবিচারের জন্য প্রতিবাদ করব। আমাকে চিন্তা শক্তি দেয়ার পর সেটার স্বাধীন ব্যাভারে যদি আমি অপরাধী হই, তাহলেও মাথা নত করব না।
আমি গর্বিত আমি মানুষ। আমি আনন্দিত আমি পেয়েছি জ্ঞানের স্বাদ, ভালোবাসার সৌরভ, ঘাসের উপর পড়ে থাকা শিশিরে আলোর পূর্ন আভ্যন্তরীন প্রতিফলন। আমি কোন আঙ্গুর রস বয়ে যাওয়া হুর পরী বেষ্টিত অজানা যায়গার আমাকে লোভ দেখায় না। আমি এই মাটিতেই সুখপাই , কবিতা পড়ে সুখ পাই, কথা বলে সুখ পাই।
র্যাঙ্কিংতে ১ 🙂 😀 হইছি আবারো!!
অংগন কিন্তু তোর নামে খারাপ কথা কয় :grr: :grr: :grr:
ছাত্রীর নামটা যেন কি?
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
কিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই? 😮 😮
অইটা অংগনের।আমি শান্তা ভাবি ডাকি 😀 😀
মাম্মি কয়া দিছে,শান্তা ভাবীর বাসার আশেপাশে দিয়াও আমারে না যাইতে না যাইতে :grr:
অসাধারণ ।
ধন্যবাদ আমিন ভাই।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
শুধু ধন্যবাদে কাজ হবে না। আমার মত বিজ্ঞানে অজ্ঞান লোকদের জন্য এই জাতীয় পোস্ট আরো দে।
আর ভালো কথা পোস্টের প্রথম প্যারা রিলেটেড সহজ লিংক থাকলে দিস ।
লিংক তো দিতে পারবো না, ডিসকভারীতে দেখছি। সেলার ফসিল দেখাইছিলো ঐখানে আবার তখনকার আর্থোপোডের ফসিলও দেখাইছিল।
তবে ওদের সাইটে দেখতে পারেন
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
ঠিক আছে।
সাক্ষাতে কথা হবে নে।
ভালো লিখেছো হোসেন। পড়ে অনুপ্রেরণা পেলাম। কয়েকটি লাইন বিশেষভাবে ভালো লেগেছে।
কাররল সেগানের কসমসের কথা মনে পড়িয়ে দিলে। ভয়েজার বৃহস্পতি পেরিয়া যাওয়ার সময় নাসার কি মনে চাইলো তারা পিছন দিকে একবার তাকিয়ে ছবি তুললেন একটা পৃথিবীর ছবি। একটা বিন্দু শুধু। এটা না দেখলে বোঝার উপায় নেই কতটা গরিব আর অসহায় যে আমরা। ইতিহাসের সব রাজ-প্রজা, প্রেমিক-প্রেমিকা, ধর্ম, আদর্শ, যুদ্ধ সব হয়েছে ঐ একটা বিন্দুতে। আমাদের কাছে যা সভ্যতা, মহাবিশ্বে তা একটা বিন্দু। তারপরও ভাবো আমাদের কতো তাপালিং। আমাদের ক্ষমতা রয়েছে আমরা যদি এই পুরা পৃথিবীকে আগামী পাঁচ মিনিটের মধ্যে ধুলা বানাতে চাই আমরা তা পারি। এবং ঐ একটি ছোট বিন্দুর বাইরে কোথাও থেকে কোন সাহায্য বা আমাদের বাধা দেওয়ার জন্য কেউ আসতে পারছে না যদি আমরা এমনকি এটা করিও।
এবং আলস্যও আমি বলবো। আলস্যকে প্রায় সব মানুষই কম-বেশী ভালোবাসে। আসলেই কি ধারণাটা মজাদার না, যতটা জটিল এই জগত তুমি দেখছো তা আসলে এতটা জটিল কিছুই নয়। সবই একজন স্কাই-ড্যাডির কেরামতি। এটাকে তুমি কখোনই পুরোপুরি বুঝে উঠতে পারবে না। বা বুঝলেও কি, সবকিছুত নিয়ন্ত্রনকর্তা তো ঐ স্কাই-ড্যাডিই। আর তোমার জন্য সুখবর এই আলস্যের পুরষ্কারস্বরূপ তোমার পরজীবনে তুমি পেত যাচ্ছ হুর-পরী, হালুয়া ইত্যাদি ইত্যাদি। মজা না?
খুবই সত্যি কথা। কার্ল সেগানের কসমসের কথা মনে পড়ে গেল। কোন এক অজানা কারণে মানুষ ঠাওরে বসে আছে মহাবিশ্বে তাদের অবস্থান যেন একটু বেশী প্রিভিলেজড। প্রকৃতিতে টিকে থাকতে হলে একটা প্রজাতির কিছু না কিছুতে শ্রেষ্ঠ হতেই হবে। চিতাবাঘের মতো দৌড়ানোতে শ্রেষ্ঠ না হয়ে, হাঙ্গরের মতো সাঁতারে শ্রেষ্ঠ না হয়ে, হাতীর মতো আকারে শ্রেষ্ঠ না হয়ে ভাবার জন্য শ্রেষ্ঠ হতে পারাটা হয়তো মানুষের ভাগ্য, তবে তার এই সৌভাগ্য কি করে তাকে এমন একটা ভ্রমে ফেলতে পারে যে সে নিজের মৃত্যুকে অস্বীকার করবে- এমনকি দোজখের আগুনের হাস্যকর উৎপাত সহ্য করে হলেও- আমি বুঝে পাই না।
সম্পুর্ণই একমত। রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে গেল- যে বউ হয়ে যত মার খায়, শ্বাশুড়ী হয়ে মারেও তত বেশী। অনেকটা ক্যাডেট কলেজ সিস্টেম বলতে পারো। মিলিয়ন মিলিয়ন মানুষ মহামারীতে মরে যাচ্ছে, দিনের প্রায় পুরোটাই ব্যয় করতে হচ্ছে শুধুমাত্র হাতে-মক্ষে বেঁচে থাকার জন্য, হিংস্র পশুতে খাচ্ছে, দুর্ভিক্ষে খাচ্ছে এমন একটা আচানক পরিস্থিতিতে পড়ে পুরোহিত বাবাজীরা যেন মতৈক্যে পৌছে গেল যে- পৃথিবীর একটা মানুষকেও তারা শান্তিতে থাকতে দিবে না। fantastic fantasy!
মুসাকে আমি সোজা-সাপ্টাভাবে অভিহিত করি একটা পশু বলে। মানুষের জীবনের প্রতি বিন্দুমাত্র সন্মান তার ছিলো না।। হয়তো জেনে থাকবে সে মানসিক ভারসাম্যহীন ছিলো। আমাদের গাজীপুরে ফসিবাবার মাজার নামে এক তীর্থ আছে। ফসিও পাগল ছিলো, কাপড়-চোপড়ে অনীহাসম্বৃদ্ধ পাগল। পাগল-ছাগল লোকজনের পীর বা নবী হয়ে যাওয়ার ফলাফল কতটা খারাপ হতে পারে এর উদাহারণ বোধহয় হতে পারে মুসা। মুসার চেয়ে বাংলাভাই ভালো নবী হইতো বলে আমি মনে করি।
হ্যা, সর্টকাটের প্রতি মানুষের মোহ চিরকালের। বিশ্ববিদ্যালয়ের এসাইনমেন্ট কপি করবে, প্রোজেক্ট মাইরা দিবে, রিসার্চ পেপার চুরি হবে। ঘরে বসে যাচাই না করে টিউবের সব কথাকে দৈববানী মনে করবে। সেবার প্রোগ্রামিং কোর্সে কিছু পোলাপান বই কিনলো "সি প্রোগ্রামিং ইন ২৪ আওয়ার্স"। আরে নলেজ যদি এতই সোজা হইত, সত্য অনুসন্ধান এত সোজা হইলে হাইপেশিয়া/জিওর্দানো ব্রুনোকে মানুষ পুড়িয়ে মেরে উল্লাস করত না। খালি স্পিড কম দেখে পোলাপানরে কুবরিকের মুভি দেখাইতে রাজী করতে পারি না। ২০০১ স্পেস অডিসির ফার্স্টের ডায়লগ ছাড়া গরিলা শিম্পান্জী দেখেই ভাগে।সুতরাং খুবই স্থুল এবং সোজাসাপ্টা কিছু বানানো কথা মেনে নেয়া আমাদেরই মানায় 🙁
মোজেস এই জাতীয় ছিল দেখেই ইহুদীদের ঈশ্বর সবচেয়ে কঠোর, দয়ামায়াহীন। অন্যদিকে জেসাস নরম মানুষ ছিলেন তাই তাদের ঈশ্বরও অনেক সোজা। নবীজি ছিলেন জটিল পলিটিশিয়ান, তাই ইসলামের আল্লাহও অনেক ডিপ্লোমেটিক।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
তোরও দেখি স্ট্যানলি কুবরিক ভাল লাগে। আমার ফেভারিট ডিরেক্টর কুবরিক। প্রথম দুইটা ছাড়া তার সব সিনেমা দেখা শেষ। তার প্রত্যেকটা সিনেমা অসাধারণ লাগছে। আমার কাছে কুবরিক ই সর্বকালের সেরা চলচ্চিত্রকার।
অসাধারণ লাগলো... :hatsoff:
ধন্যবাদ ভাই
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
অসাধারণ হোসেন।
অনেকদিন পর লিখলি। আরও নিয়মিত লেখ...
স্ট্রিং থিওরি আমারও চরম লাগে। অবশ্য কোয়ান্টাম গ্র্যাভিটি সম্পর্কে বেশি কিছু জানি না। এসব নিয়ে তো কিছু লেখা দিতে পারস। স্ট্রিং থিওরি নিয়ে সহজ বাংলায় কিছু লেখা শুরু কর না! আমার মত আরও অন্তত বেশ কয়েকজন মনোযোগী পাঠক পাবি।
ঈশ্বর বিষয়ক চিন্তা অনবদ্য। আমি নিজেও অনেকটা এরকম চিন্তা করি। তোর অনেক কথাই বেশ নতুন লাগল, সেগুলা জমা করে রাখলাম...
অলসতার জন্যে লেখা হয় না। লিখতে কষ্ট লাগে। তবে কোয়ান্টাম গ্র্যাভিটি আর স্ট্রিং থিওরী নিয়ে কিছু একটা লেখার ইচ্ছা আছে। দেখি ঈদের পর পোস্ট করার চেষ্টা করব।
তোদের সাথে কোন যোগাযোগ নাই, এটা ভালো লাগে না। আমি আমার পূর্বের সব ইমেইল এড্রেস ত্যাগ করেছি আর ফেসবুকে একমাসেও একবার ঢোকা হয় না। আমার অফিসের ইমেইল এড্রেস দিতেছি। এটা প্রতিদিন চেক করা হয়। ইমেইল করিস। নতুন কোন লেখা লিখলে পাঠিয়ে দিস। আর বিজ্ঞান, যুক্তি নিয়ে কিছু করতে চাইলে ডাক দিস।
hossain@finder-lbs.com
phn no: 8801673301175(এই নাম্বার চেন্জ হবে না। যোগাযোগ রাখিস।)
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
ওকে. যোগাযোগ করমু নে।
আমি লোভের সাগরে ডোবা মানুষ দেখতে পাই, অতিলৌকিক পুরস্কারের আলোয় জ্বলজ্বলে চোখ দেখতে পাই। অসংখ্য স্তুতি দেখতে পাই । কোন এক স্বৈরাচারের প্রতি। তার পরাক্রমশালী ক্রোধ, বালকসুলভ আবেগ, গভীরতাহীন চিন্তাশক্তি, আর অদ্ভুত “ন্যায়বিচার” দেখে তাকে আমার কমবয়সে সিংহাসনে ওঠা কোন মিশরীয় ফারাও মনে হয়। উচ্চারিত স্তুতি আর অর্থহীন রিচুয়ালের প্রতি তার তীব্র আগ্রহ দেখে তাকে আমার সম্ভ্রান্ত পরিবারের বখে যাওয়া একমাত্র সন্তান মনে হয়। প্রতিমুহুর্তে তার নিজস্ব সৃষ্টির কাছ থেকে নিজের নাম শুনতে চাওয়ার মত হাস্যকর হীন্মন্যতার কারনে আমার মনে হয় তার শৈশব খুব ডিস্টার্বেন্সের মধ্য দিয়ে গেছে। তার মাঝে আমি অসংখ্য অস্তিত্বের সংকটে ভোগা মানুষের ছাপ দেখতে পাই। যুগে যুগে মানুষহের সকল কষ্ট স্তুপ হয়ে জমে যেন তার অবয়ব তৈরী হয়েছে। মানুষের সামাজিক পরিমন্ডলে সকল সমস্যার যে স্থুল সমাধান মানুষের মাঝে আসে সেই সমাধান গুলো এক্সিকিউট করতেই যে স্বত্বা দরকার তাকে তেমনই দেখতে পাই। ডুবে যাওয়া মানুষের শেষ চেষ্টার প্রধানতম উধাহরন হিসেবে যুগে যুগে ধর্মবেত্তারা তাকে তৈরী করেছে।
এই লাইনগুলা অসাধারণ।
থ্যাংকস দোস্ত
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হুসেন মাথা নষ্ট পোস্ট হইছে। কয়েকটা জিনিস এতো পছন্দ হইছে যে নিজেরও কিছু কথা কইতে ইচ্ছে করতেছে। মাগার আজকে এতো ক্লান্ত, ভাবছিলাম কোথাও কমেন্টামুনা কিন্তু এই লেখাটায় না পাইরা থাকতেও পারলাম না...
যাই হোক, এই পোস্টটার জন্য হোসেন একটা ধন্যবাদ পাবে...
ইকবালের কাছে শুনলাম তোদের জয় নাকি ঢাকা আইছিল। আহা পোলাডারে কত দিন দেখি না, বিয়া করার পর লাস্ট দেখা হইছিল। এখন নাকি ডিভোর্স হইয়া গেছে?
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
হে হে হে। ঐ হালার কথা আর কইস না ...
😮 😮 😮 এই বয়েসে বিয়া কইরা ডিভোর্স ও দিয়া ফালাইছে?কস্কি মমিন!
জয় সেই পাব্লিক, সিগারেট খাইয়া ধরা খাইছিল এডজুটেন্ট মারতে আসছে তখন জয় কয়কি "মারবেন না স্যার" 😀 😀
কইয়া অবশ্য দ্বিগুন মাইর খাইছে।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
অসাধারন লেখা হোসেন :hatsoff: আরো চাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চরম সঠিক পর্যবেক্ষণ। ঈশ্বর বলে যদি কেউ থাকেন, তাহলে সে একটা বাচ্চা- কাজ কাম দেখে তাই মনে হয় আমার ...
পবিত্রগ্রন্থগুলোয় জীবন যাপনের নিদর্শন কীভাবে খুঁজে পায় মানুষ ... হিংসা, হানাহানি, আদেশ, আদেশ পালন না করলে কঠিনতম শাস্তি, পালন করলে পুরষ্কার। আর কোরান পড়ে আমার তো মনে হয়েছে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। এটা সবযুগের জন্য ভ্যালিড কীভাবে হতে পারে ...
আমার মনে হয় যুগে যুগে ধর্মের কাঠামো গভীরভাবে পর্যবেক্ষন করলে বা তার রিচুয়াল গুলো নিয়ে স্টাডি করলে তৎকালীন মানুষএর মনস্তত্ব ভালো বুঝা যাবে। আমি সবসময়ই ভাবি ধর্ম গুলো নৃবিজ্ঞানের অসাধারন সম্পদ। মানব চেতনার আবর্তন,পরিবর্তন ধর্মের মাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে, ইতিহাস বা শিল্পেও তার প্রকাশ এত প্রকট নয়।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
তোমার লেখা, চিন্তা, এবং পরিবেশনা খুব খুব ভালো লাগলো।
এই ব্লগে, এ পর্যন্ত, এ রকম পোস্ট (নট এরোগ্যান্ট) আর নেই মনে হচ্ছে।
তোমার সংগে দেখা এবং কথা হলে খুব ভালো লাগবে আমার।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিয়া লই 😀 😀 😀 😀
ধন্যবাদ ভাই। অনেক অনুপ্রেরনা পেলাম।
দেখা আশা করি হবেই।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
লেখা ভাল লেগেছে আপাতত এই জানিয়ে গেলাম।
হোসেন কে অভিনন্দন, কেউ নিজের চিন্তাভাবনা কে এতো সুন্দর এবং বৈজ্ঞানিক ভাবে শব্দে রুপ দিতে পারে আমার জানা ছিলো না। খালি একটু অবাক লেগেছে কিছু জায়গাতে, আমি অনেক আগে একজনের কাছে শুনেছিলাম, যেকোনো জিনিশ কাছে থেকে দেখলে একরকম লাগে, দুর থেকে দেখলে পুরো ভিন্ন রকম লাগে।আপনার কিছু দ্রিশ্টিভংগি অনেক দুর থেকে নেয়া। আশা করি আরও ডিটেইল্ড কিছু লেখা পাওয়া যাবে ।
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দেখতে পাচ্ছি, দুর্দান্ত সব জ্ঞানগর্ভ ব্লগিং চলতো এইখানে একসময়!!!
তারপর কি যে কোপাকুপির কাল এলো, সব কিছু হারিয়ে গেল কোথায়......
বড়ই দুর্ভাগ্য!
বড়ই দুর্ভাগ্য!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ছোট মুখে বড় কথা বলবো না ।
ঈশ্বর আছেন, থাকবেন । আমরা আপনা আপনি বাতাসের বেগে বড় হতে পারছি না । আমরা নিশ্চয়ই নির্ভরশীল । । ।
https://www.facebook.com/shamsul.shakti