সিসিবিয়ানদের আড্ডার ভিডিও ব্লগ

আড্ডার আইডিয়াটা এসেছিল অরূপের সাথে আলাপচারিতার ফাঁকে।

ডিবেট ফোরামের কয়েকজনা একবার একসাথে বসলাম আড্ডায়।
ব্যাক্তি জীবনে সবাই অপরিচিত বা প্রায় অপরিচিত।
অথচ খুব অল্প সময়ের মধ্যেই যে খুব কাছাকাছি চলে এলাম, সে আমাদের একই প্ল্যাটফর্মে চলা ফেরার কারনেই।

অদ্ভুত এক অভিজ্ঞতা!!!
চোখের দিকে তাকালে যাকে অপরিচিত লাগে, পিছন ফিরে বসলেই তাঁকে মনে হয় কত দিনের চেনা!!!

ঐ আড্ডাটা শুরু করতে দেরী করে ফেলেছিলাম।

বিস্তারিত»

জিতু-মাজেদের আর্ট এগজিবিশন নিয়ে আপডেটেড রিপোর্ট: ডে-৩

ভাবছি, আর খুব বেশী আপডেট দিয়ে এই লিখাটিকে তেমন একটা ভারাক্রান্ত করবো না।
আমার লিখালিখিতে যতটা উৎসাহ, পাঠকগনের মনে হয় না ততটা উৎসাহ আছে তা পড়ায়।
কারো উপর অকারন চাপ সৃষ্টি করতে চাইছি না।
তবে,
ইসিএফ-এ দেয়া এই পোস্টটা এখানে আর্কাইভ করার ইচ্ছা দমন করতে পারছি না।
কারো বিরক্তির উদ্রেক হলে আগাম দুঃখ প্রকাশ করে রাখলাম……
*** *** ***
দুই এক্সক্যাডেট সৌখিন চিত্রশিল্পী সাবিহা জিতু ও ম্যাক্স মাজেদ-এর ৫-দিন ব্যাপী যৌথ চিত্র-প্রদর্শনি হচ্ছে ধানমন্ডি (রোড-১৩,

বিস্তারিত»

সিসিবি-তে কবিতা পাঠ

সাবিনা চৌধুরী অনেকদিন ধরেই পিছনে লেগে আছেন একটা ভিডিও ব্লগ যেন নামাই, সেইজন্য।
নানা অজুহাত দিয়ে অনেক সময় পার করলাম। কিন্তু শেষমেষ বুঝলাম, ফিতা না কাটা পর্যন্ত এই অবস্থা থেকে পরিত্রাণ নাই।
যদিও প্রধান অজুহাতই ছিল, “আমি তো ফটোজনিক না” – কিন্তু সাবিনা ওটা মানতে রাজী না।
অনুরোধের ঢেকি গিললাম কিন্তু তা যে ভবিষ্যতেও হবে সেই গ্যারান্টি কিন্তু নাই।

আমি তো পারি কেবলই “পাঠ-প্রচেষ্টা”

বিস্তারিত»