ঘণ্টাখানেক আগে মস্কো বিমানবন্দরে নামলাম। অপেক্ষা করছি পরবর্তী বিমানের জন্য, জার্মানীর ডুসেলডর্ফে যাবো। সময় কাটানোর জন্য নেটে গিয়ে স্তব্ধ হয়ে গেলাম ছবিটা দেখে-
ছবির এই মানুষগুলোও আমার মতো বাংলাদেশী, এরাও গন্তব্যের অপেক্ষা করছে। অথচ আমাদের মাঝে কত পার্থক্য!
আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা আমাকে এই মানুষগুলোর মতো জীবনের কঠিন পরীক্ষায় পড়তে হয়নি।
অন্তরের অন্তঃস্থল থেকে দোওয়া করি এদের কষ্ট দ্রুত লাঘব হয়ে যাক।
🙁 🙁 🙁 🙁
শুনেছি ওখানে প্রচুর রোহিংগাও রয়েছে। ফলে মানবতার প্রকাশে কিঞ্চিৎ সমস্যা হচ্ছে।
আমাদের মনুষত্বে ক্রমান্বয়ে থাবা বসাচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, উপজাতি, গোত্র, মত ও বিশ্বাসের ধারা উপধারা... ক্রমান্বয়ে অনু-পরমাণুতে বিভাজিত হয়ে চলেছে মনুষত্বের সংজ্ঞা।
আজকের এই বৈশ্বিক যুগে সীমান্তবিহীন বিশ্ব চাই।
আজকের পত্রিকা দেখে ওদের জন্যে আরও খারাপ লাগছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান