ছোটবেলায় একদিন অপু অংক পরীক্ষা দিতে গিয়ে দেখল যে সে একটা অংক বাদে সব অংক পারে। শুধু ৯ এর নামতা পারছিল না সে। ৮ এর নামতা পর্যন্ত সে পারত তখন, অথচ পরীক্ষায় এল ৯ এর নামতা। কিন্তু মা বলেছে কোন প্রশ্ন ছেড়ে আসা যাবেনা। তাই নামতাটি না জানলেও মনে যা আসলো, তাই লিখে দিয়ে আসল সে। আশ্চর্য্যের বিষয়, রেজাল্টে দেখা গেল তার সব উত্তর সঠিক হয়েছে এবং সে পূর্ণ নম্বর পেয়েছে। অপু অবশ্য একটা নিয়ম মানার কারনে নামতাটি না জেনেও শুদ্ধ করে লিখতে পেরেছিল। বলুন তো অপু কিভাবে ৯ এর নামতাটি শুদ্ধভাবে লিখল?
উত্তরঃ প্রথমে অপু নামতার প্রাথমিক কাজটি করে নিল এভাবে-
৯x১=
৯x২=
৯x৩=
৯x৪=
৯x৫=
৯x৬=
৯x৭=
৯x৮=
৯x৯=
৯x১০=
তারপর সে সব গুলো = চিহ্নের পাশে উপর থেকে নিচে ক্রমানুসারে লিখল ০,১,২,৩…৯ পর্যন্ত। অর্থাৎ-
৯x১=০
৯x২=১
৯x৩=২
৯x৪=৩
৯x৫=৪
৯x৬=৫
৯x৭=৬
৯x৮=৭
৯x৯=৮
৯x১০=৯ এভাবে
তারপর সে এই সংখ্যা গুলোর পাশে একই ভাবে নিচ থেকে উপরে ক্রমানুসারে লিখল, অর্থাৎ এবার সে নিচ থেকে ০ দিয়ে শুরু করে উপরের দিকে উঠল এইভাবে –
৯x১=০,৯
৯x২=১,৮
৯x৩=২,৭
৯x৪=৩,৬
৯x৫=৪,৫
৯x৬=৫,৪
৯x৭=৬,৩
৯x৮=৭,২
৯x৯=৮,১
৯x১০=৯,০
এবারে সে সব কমা(,) গুলো মুছে দিল। দেখুন তো ঠিক আছে কিনা ???
(বিঃদ্রঃ এখানে অপুর গল্পটি কাল্পনিক। ৯ এর নামতার এই অদ্ভুত বিষয়টি দেখানোর জন্য গল্পটি দিলাম। অনেকেই হয়তো ৯ এর নামতার এই মজার ব্যাপারটি আগে থেকেই জানেন। যারা জানতেন না এই পোষ্টটি শুধু তাদের জন্য।)
রহমান তোমাকে অনেক ধন্যবাদ একটা দারুন জিনিষ শেখানোর জন্য
আপনাকেও ধন্যবাদ স্যার। এখন আছেন কেমন? সাবধানে চলাফেরা করবেন। হাতের উপর প্রেসার কম দিবেন। আশা করি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।
হায় আল্লাহ আমি পেরথম নাকি!
আচ্ছা ১৩, ১৪, এইগুলোর কোন নিয়ম আছে নাকি? ১২ ঘর পর্যন্ত মুখস্ত আছে।
আমি ও ১২ পর্যন্ত পারি, বাকিগুলা যোগ করে মিলায় দেই।
আরে দূর এখন এই জামানা আছে নাকি, আমি তো ক্যাল্কুলেটর টিপি,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবারো ১ম :clap:
কি ব্যাপার এতক্ষন তো কোন কমেন্ট ছিল না । কেমনে কি 😡
যাদু !!
খবর কিরে তোর আছিস কই ? মেইল করিস ।
আছি ভাই ভালোই, আপনের খবর কি ??
এখন আছি ফ্লোরিডায়, মাস্টার্স করি।
মেইল এ্যাড্রেস দিয়েন, নাইলে ফেসবুকএ এ্যাড কইরেন, sayed iftekhar ( sayed.iftekhar@gmail.com) এ সার্চ দিলে পাইবেন।
পাইছি 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এত্ত তাড়াতাড়ি এ্যাড করলেন কেমনে?????? 😮 😮
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আবার কইলাম, যাদু !! 😀 😀
যাদুকর ইফতেখার =))
:(( :(( :(( :((
এ্যাড করে ফেলসি ...
:awesome: :salute: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রহমান, ধন্যবাদ তোমাকে।
এরকম মজা করে গনিত শেখালে কি আর আমার অংক-ভীতি হত?
সংখ্যাতত্ব যদি তোমার স্পেশালিটি হয়, তাহলে আমাদের বাচ্চা-কাচ্চাদের জন্য লিখতে থাক....
ধন্যবাদ বস্ 🙂 । সংখ্যাতত্ব আমার কোন স্পেশালিটি না :no: । দু একটা ছড়া ট্রাই করতে পারি শুধু 😛
মজার এই জিনিসটা জানতামই না! রহমান ভাইকে ধন্যবাদ
হুমমমমমম :ahem:
অনেক কিছুই আমরা জানতাম না এবং এখনো জানিনা। এসব জানা এবং সবার সাথে শেয়ার করার জন্যই তো এই ব্লগ। তুমি যা জান তাই ছেড়ে দাও, আমরা শিখি। জানার কোন শেষ নাই, শেখার কোন বয়স নাই
তোমাকেও ধন্যবাদ
৯x১=০৯
৯x২=১৮
৯x৩=২৭
৯x৪=৩৬
৯x৫=৪৫
৯x৬=৫৪
৯x৭=৬৩
৯x৮=৭২
৯x৯=৮১
৯x১০=৯০
কমা তুইলা দিয়া দেখলাম। আরে ঠিক আছে তো। কি আচানক...
৯ টা আসলেই বেশ মজার।
৯x১=০৯ --> ০+৯=৯
৯x২=১৮ --> ১+৮=৯
৯x৩=২৭ --> ২+৭=৯
৯x৪=৩৬ --> ৩+৬=৯
৯x৫=৪৫ --> ৪+৫=৯
৯x৬=৫৪ --> ৫+৪=৯
৯x৭=৬৩ --> ৬+৩=৯
৯x৮=৭২ --> ৭+২=৯
৯x৯=৮১ --> ৮+১=৯
৯x১০=৯০ --> ৯+০=৯
কেমনে কি ঘুইরা ফিরা সব দেখি খালি ৯
৯ এর ব্যাঞ্চাই
😀 😛
হে হে হে...... আমি ভাই জানতাম না। যাই হোক খুউউউউউব ই দারূন নিয়ম......।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
হে হে হে...... অনেকেই জানতো না বলে মনে হচ্ছে এখন। যাই হোক অনেএএএএএক ধন্যবাদ 🙂
দারুণ মজার :clap:
ধন্যবাদ 🙂
খুব সম্ভবত আব্দুল্লাহ-আল-মুতি'র লেখা একটা বই পড়েছিলাম সংখ্যা নিয়ে সব মজার মজার খেলা'র বিষয়ে। বইটা মেরে দিয়েছিলাম, এবং কলেজে নিয়ে গিয়েছিলাম, এবং জনৈক মার্ক টোয়াইনের সাক্ষাতও পেয়েছিলাম :grr: :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
পোয়েটিক জাস্টিস... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আর তোমারটা ইমোটিক জাষ্টিস... 😛
জুনার জন্য 😛 এবং :-B এই দুই ইমোর ব্যান চাই
🙁 🙁 🙁
:(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাহমুদ ভাই, এইবার সেই সাক্ষাতকারটা নিয়া একটা ব্লগ লেইখা ফেলেন তো দেখি 🙂
অংকে আরও অনেক মজার মজার খেলা আছে,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্, তাইলে তাড়াতাড়ি দেন দেখি
রহমান ভাই এবং তপু দু জনরেই থ্যঙ্কু অঙ্কের ম্যাজিকের জন্য। জানতাম আগেই তাও ভালো লাগলো।
আর অপু গাধাটার জন্য কষ্ট হয়। আরে বেকুব, নামতা না পারলে যোগ করে করেই তো লিখা যায়............
আমিন, অপু তো তোমার আমার বয়সী না :no: , সে হলো বাচ্চা ছেলে।
মাসুম বাচ্চা অপুকে 'গাধা' বলার জন্য আমিনের ব্যান চাই 😡
আমারে ব্যান খাওয়ানোর জন্য মাসুম বাচ্চা অপুর ব্যাঞ্চাই।
ওরে বাপস, অংক??? :(( :(( :((
তুহিন কি অংকে আমার মতো দূর্বল ছিলা নাকি :-/ ?
জিনিসটা জোস লাগসে!! ঃ)
থ্যাংকস্ 🙂
মজা পাইসি :clap: :clap: ।
Life is Mad.
উৎসাহ পাচ্ছি 🙂 🙂
নামটা পরে মনে হচ্ছে গনিতের উপর ব্লগ!! : :(( :(( গনিতে আমার চিরন্তন দুর্ব্লতা। তাই বুঝতেছি না এই ব্লগটাতে কি বোঝানো হয়েছে? কেও একটু বাংলায় বুঝায় দিবেন?
ঈশশিরে, রহমান ভাইএর সাথে আগে পরিচয় থাকলে, অংকভীতি কবেই চলে যেত।
ভাইয়া, শেয়ার করার জন্য ধন্যবাদ ।। 🙂