আর ফয়সাল, বানান চেক করতে বলার চেয়ে ভালো হচ্ছে কোথাও সন্দেহ হলে নিজেই চেক করে ভুল ধরিয়ে দেয়া। তাতে আমাদের সবারই সুবিধা হয়।
বানান নিয়ে সন্দেহ প্রকাশ করে চলে গেলে কী করে হবে!
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই,
আপনি কোথায় চেক করলেন তা একটু জানাবেন?
আমার কাছে বাংলা ডিকশনারি নাই, এইটা একটা সমস্যা। এইজন্য মাঝে মাঝেই সন্দেহ করে চলে গেছি আগে। একটা সোর্স জানায়া দিলে উপকার হইত। এরপর চেক করে কনফার্ম হয়ে তাইলে নক করতাম। চেকিং জিনিসটা অবশ্য আমার বোরিং লাগবে না...
সরি ফয়সাল,
আজ সারাদিনে এই এলাম।
শিরোনাম বানানটা ঠিক-ই আছে।
তবে ভুল বানান ক্যান যে কোন কিছু নিয়াই সন্দেহ
প্রকাশ করাতে সমস্যা নাই (বিশেষত আমার ক্ষেত্রে)।
সন্দেহ না থাকলে "শিখবো" কেমনে? 😉
খাঁটি কথা বলেছেন নূপুর ভাই! 🙂
আহারে! আমার কতকিছুই শেখা বাকি থেকে গেল!!!
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
নূপুর ভাইয়া :clap: অল্প কথায় চমৎকার। শেষ হয়েও শেষ হলোনা। 🙂
নূপুরদা...এমন অসধারণ করে কেমনে যে লিখেন বুঝি না! :boss: :boss:
আপনার কবিতাগুচ্ছ নিয়ে একটা ই-বুক করা হোক।
ঐ
ঐ
ধন্যবাদ তানভীর!
তোমার মন্তব্য আমাকে সমসময় অনুপ্রাণিত করে।
:just: চরম!! :gulli2: :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
নিলাম প্রিয়তে।
ইয়ে মানে, আমিও ভালবাসা শিখতে চাই।
শিক্ষিকা পাইতেছি না! 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀
=)) =)) =)) =))
=)) :khekz: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
ইস!! কত্ত কিছু শেখার আছে। কি করলাম এই জীবনে... x-( x-( x-(
আসাধারন কবিতা... :salute: :salute:
নারী সঠিক জিনিসই তো শেখালো, কিন্তু কবি আরও কি শিখতে চাচ্ছেন বুঝতে পারছি না 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😛 😉
জোশ লাগলো । :thumbup:
কী যে শিখা বাকি থাকলো সেইটাই তো বুঝলাম না 😛 😛
সবই তো শেখা হইলো...... ওই তিনটা জিনিসই তো ভালোবাসা বইলা জানতাম 😕 😕
কবিতাটা তে ৫ তারা দিলুম 🙂
ভাইয়া, শিরোণাম নাকি শিরোনাম
সঠিক বানানটা চেক করে মন্তব্যটা মুছে দিয়েন...
'নাম' ন হইলে 'শিরোনাম' এ 'ণ' হবার কথা না।
তাও চেক করলাম।
শিরোনাম, (অসং.) শিরো-নাম [ śirō-nāma, (asa.) ṃśirō-nāma ] বি. 1 পত্রাদির উপরে লিখিত নাম-ঠিকানা; 2 রচনা-প্রবন্ধাদির নাম, heading. [ফা. সর্নামহ্-তু. সং. শিরস্ + নামন্]।
আর ফয়সাল, বানান চেক করতে বলার চেয়ে ভালো হচ্ছে কোথাও সন্দেহ হলে নিজেই চেক করে ভুল ধরিয়ে দেয়া। তাতে আমাদের সবারই সুবিধা হয়।
বানান নিয়ে সন্দেহ প্রকাশ করে চলে গেলে কী করে হবে!
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই,
আপনি কোথায় চেক করলেন তা একটু জানাবেন?
আমার কাছে বাংলা ডিকশনারি নাই, এইটা একটা সমস্যা। এইজন্য মাঝে মাঝেই সন্দেহ করে চলে গেছি আগে। একটা সোর্স জানায়া দিলে উপকার হইত। এরপর চেক করে কনফার্ম হয়ে তাইলে নক করতাম। চেকিং জিনিসটা অবশ্য আমার বোরিং লাগবে না...
শৈলেন্দ্র বিশ্বাসের 'সংসদ বাংলা অভিধান' বা 'বাংলা ভাষার অভিধান'
অথবা 'অনলাইন বাংলা ডিকশনারী'।
কোন বানান নিয়া বেশি ডাউট থাকলে তিনটাতেই ক্রস-চেক করতে পারো। তাহলে একেবারে নিশ্চিত হতে পারবে।
আশা করি পরেরবার তুমি ভুল বানান নিয়ে সন্দেহ প্রকাশ করে চলে না গিয়ে ভুল ধরিয়ে দিয়ে যাবে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ফয়সাল হইলো আমাগো সিসিবির প্রুফরিডার। পত্রিকায় যেমুন থাকে আর কি! গুড জব।
নূপুরের লেখা নিয়া কিছু কওয়ার নাই.............. :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সরি ফয়সাল,
আজ সারাদিনে এই এলাম।
শিরোনাম বানানটা ঠিক-ই আছে।
তবে ভুল বানান ক্যান যে কোন কিছু নিয়াই সন্দেহ
প্রকাশ করাতে সমস্যা নাই (বিশেষত আমার ক্ষেত্রে)।
সন্দেহ না থাকলে "শিখবো" কেমনে? 😉
এজন্যেই গুরুজনে বলেছেঃ শেখার কোন শেষ নাই।
আমি অবশ্য মেয়েটির কাছে গেলে, চুম্বন আর সংগমই শিখতে চাইবো। ভালোবাসা শেখার জন্য স্বশিক্ষাই ভালো। 😉
:clap: :clap: :clap:
ঐ
পৃথিবী জুড়েই দেখি ভালবাসা শিক্ষার বেহাল দশা।
কবিতা খুব ভাল লেগেছে। পাঁচ তারা দিলাম।
বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা আপনিই দিতে পারেন দাদা।
:clap:
সৈয়দ সাফী
থ্যাংকস! :teacup: খাও এক কাপ!
বাঁচতে হলে "শিখতে" হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলে উঠুক 🙂
দশে দুই হাজার নূপুর ভাই!
ব্যাপক, চরম, দুর্দান্ত :boss: :boss: :boss:
পাঁচ তারা :clap: :clap:
:boss: :boss: :hatsoff: :hatsoff:
Life is Mad.
দাদা ... :just: জটিল ... ৫ তারকা ... :clap: :clap: :clap: :clap: :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
=)) =)) =))