শিরোনামহীন

ভালোবাসা শিখবো বলে
মেয়েটির কাছে গিয়ে
চুম্বন শিখি
ছল শিখি,
সংগম শিখি
ভালোবাসাই বাকী রয়ে যায়…

৪,০৯৫ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “শিরোনামহীন”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    নিলাম প্রিয়তে।

    ইয়ে মানে, আমিও ভালবাসা শিখতে চাই।
    শিক্ষিকা পাইতেছি না! 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      'নাম' ন হইলে 'শিরোনাম' এ 'ণ' হবার কথা না।
      তাও চেক করলাম।

      শিরোনাম, (অসং.) শিরো-নাম [ śirō-nāma, (asa.) ṃśirō-nāma ] বি. 1 পত্রাদির উপরে লিখিত নাম-ঠিকানা; 2 রচনা-প্রবন্ধাদির নাম, heading. [ফা. সর্নামহ্-তু. সং. শিরস্ + নামন্]।

      আর ফয়সাল, বানান চেক করতে বলার চেয়ে ভালো হচ্ছে কোথাও সন্দেহ হলে নিজেই চেক করে ভুল ধরিয়ে দেয়া। তাতে আমাদের সবারই সুবিধা হয়।
      বানান নিয়ে সন্দেহ প্রকাশ করে চলে গেলে কী করে হবে!


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      সরি ফয়সাল,
      আজ সারাদিনে এই এলাম।
      শিরোনাম বানানটা ঠিক-ই আছে।
      তবে ভুল বানান ক্যান যে কোন কিছু নিয়াই সন্দেহ
      প্রকাশ করাতে সমস্যা নাই (বিশেষত আমার ক্ষেত্রে)।
      সন্দেহ না থাকলে "শিখবো" কেমনে? 😉

      জবাব দিন
  2. আন্দালিব (৯৬-০২)

    এজন্যেই গুরুজনে বলেছেঃ শেখার কোন শেষ নাই।

    আমি অবশ্য মেয়েটির কাছে গেলে, চুম্বন আর সংগমই শিখতে চাইবো। ভালোবাসা শেখার জন্য স্বশিক্ষাই ভালো। 😉

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।