তোরটাতে অরিজিনালিটি নাই- মাহমুদ ভাই এর কবিতার ব্যাপক প্রভাব আছে... :thumbdown:
আমারটা খেয়াল কর- একেবারে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের অরিজিনাল। হু... :-B O:-)
জাতি এই মিথ্যাচার মেনে নেবে না জুনাদা, আপনি পরিষ্কার ভাবে মাহমুদ ভাইয়ের কবিতা দ্বারা অনুপ্রানিত হয়েছেন, ওনার মত আপনার কবিতাতেও দুই লাইন। সেখানে আমার তিন লাইনের কবিতা যেটাকে হাইকু বললেও ভুল হবে না, সম্পূর্ণ আদি ও অকৃত্রিম B-)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ দুষ্ট ডিজাইনার জিহাদ প্রতি মন্তব্যের শেষে সর্বোচ্চ দশটি পর্যন্ত লেজ-মন্তব্য করার সুযোগ রেখেছে! x-( x-( x-(
ইচ্ছে করে মাল্কবিরে ধইরে এক খান বাটাম দিই x-(
নাকের উপর ঘুষা মাইরা এক্কেবারে ফাটায় দিই 😡
ছোট্ট একটা কাজ দিছিলাম কইছিল 'করুমনে'
বছর গেল পার হয়ে, হয়ত এখন নাই ও মনে
পরের বার দেখা হলে ওর কিন্তু খবর আছে
ধাই করে মারব ছুঁড়ে, যাই পাব হাতের কাছে :chup:
কত কী যে ইচ্ছা করে আমারও তো ভাই 🙂
রাজা উজির মেরে ধরে সুখের দেখা পাই :duel:
ধর তক্তা মার পেরেকে জীবন চলে ওরে :chup:
বাকী যদি রাখলি কিছু মারবে কিন্তু ঘুরে্... 😛
* ওরে কবিয়াল কবির তোমার পরে কমেন্ট করতে দিচ্ছে না... তাই এখানেই! 😛 (সম্পাদিত)
মুখে মুখেই রাজা উজির মারি...
বাস্তবে আর কতখানিই বা পারি?
আমরা তো আর দুর্নীতিবাজ নেতা না
মারামারিও আমাদের দিয়ে হবে না।
এরচেয়ে মনের রাগ মনেই রাখি পুষে
সুযোগ পেলে ভদ্রভাবেই জবাব দেব কষে।
হতে পারে কলম দিয়ে তা, হতে পারে ভোটে
সেদিন দেখো বাহবা পাবো, বলবে সবাই 'বটে'! 😀 B-)
ও আল্লা,
এ কি অবস্থা?!
ডরাইছি। কবিতাযুদ্ধের ভয়ে।
তবে, সিসিবি'র কবি সকলকে অনেক ভালো-পাই 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ইন্টারেস্টিং রকমের কাকতালীয়ঃ আগামী ২২ অক্টোবর জীবনানন্দ দাশের ৬০তম মৃত্যুবার্ষিকী। লেখকের সৃষ্টির উপর কপিরাইটের মেয়াদঃ লেখকের জীবন + ৬০ বছর। অর্থাৎ ২৩ অক্টোবর থেকে উনার কবিতা নিয়ে হেভি মেটাল গান বানালে শ্রুতিকটু হবে তবে আইনী বাধা থাকছে না! 😛
আমরা ছায়াছন্দ, একুশে টেলিভিশনের একটা মিউজিক প্রোগ্রাম আর এমটিভির একটা সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম দেখতাম।
আর বিটিভিতে এক সুন্দরী ইংরেজী খবর পাঠিকা ছিলেন উনারে দেখতে টিভি ভরপুর থাকতো। স্যাররা কি খুশী। ছেলেরা মন দিয়ে রাতের খবর দেখছে! :goragori: :goragori: :goragori:
^^আপনারা পাইছেন বইলা মনে হয় না। বেশীদিন ছিলেন না। ক্লাশ টেনে কিংবা ইলেভেনে পাইসি আমরা। কোন ময়দা ছিলো না, ফোলানো চুল ছিলোনা। পাতলা রিমের চশমা পড়া এক আপু আসতেন। বেশীদিন পড়েন নাই। আমি পরে আর দেখি নাই।
১ম :party: :party: :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাহমুদ ভাই, এটা তো কবিতা হয়ে গেল... 😀
এবার আমিও একটা দিই-
আমার অনেক ভাল্লাগছে!
সিসিবি আবার জমে উঠছে, উঠেছে। O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও দেই,
অনেক ভাল্লাগছে আমার,
উঠেছে,
উঠেছে সিসিবি জমে আবার!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোরটাতে অরিজিনালিটি নাই- মাহমুদ ভাই এর কবিতার ব্যাপক প্রভাব আছে... :thumbdown:
আমারটা খেয়াল কর- একেবারে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের অরিজিনাল। হু... :-B O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জাতি এই মিথ্যাচার মেনে নেবে না জুনাদা, আপনি পরিষ্কার ভাবে মাহমুদ ভাইয়ের কবিতা দ্বারা অনুপ্রানিত হয়েছেন, ওনার মত আপনার কবিতাতেও দুই লাইন। সেখানে আমার তিন লাইনের কবিতা যেটাকে হাইকু বললেও ভুল হবে না, সম্পূর্ণ আদি ও অকৃত্রিম B-)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লজিক্যাল ফালাইছি ( 😉 ) দেওয়ার আর জায়গা পাস না, না? :-B
আরে, আমার হাত-পা-চোখা-কান এর সংখ্যা মাহমুদ ভাই এর সমান বলে আমি ওনার ক্লোন নাকি?? 😮
তাছাড়া, আমি কোয়ান্টিটি না- কোয়ালিটিতে বিশ্বাসী। B-)
তোরটা যতই আদি, অকৃত্রিম, উলঙ্গ হোক না কেন- মানের দিক দিয়ে তুই আমার চেয়ে অনেক পিছিয়ে... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) :)) :))
গুরুজনেরা বলেছেন, সিনিয়রের সামনে আর ঘোড়ার পিছনে থাকতে নাই, তাই আপনার পিছনে থেকে নিজেকে নিরাপদ মনে করছি 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
;)) ;)) ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি আর বাদ যামু কেন! 😛 আমিও একটা দেই?
দিলাম কিন্তুক...
উঠছে জমে সিসিবি
আলোয় রাঙা পৃথিবী!
এইবার কবিতা কবিতা খেলবো 😀 😀
আপনার লাইনের শেষে যোগ করলামঃ
"ক্যানভাসে আঁকা ছবি"
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
যোগ করলুম আমিও 😛
উঠছে জমে সিসিবি
আলোয় রাঙা পৃথিবী!
ক্যানভাসে আঁকা ছবি
তুমি দিকি রবি কবি!
সাদে কি বলে, কাকের থেকে বেশি আছে কবি?
মগজ আমার, তুই যে কবে হবি!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মানি, কাকের চেয়ে খানিক বেশী কবি
ঘুমের ঘোরে আঁকেন তারা এক জীবনের ছবি 😛
(না জানি আকাশ এইবার কোন বোম ফাটায় রে বাপু!)
দিলেন তো এবার বিপদে ফেলে আপি
শুধু বলি, বোমার চেয়ে ছন্দই ভাল বেশি। 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ছন্দ যদি অতোই ভাল হবে
ছন্দ দিয়ে লিখবি ছড়া কবে??
উঠছে জমে সিসিবি
আলোয় রাঙা পৃথিবী!
ক্যানভাসে আঁকা ছবি
তুমি দিকি রবি কবি!
+
আমি মৌসুমি কবি
তাই ধরাশয়ী খুবই। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
উঠছে জমে সিসিবি
আলোয় রাঙা পৃথিবী!
ক্যানভাসে আঁকা ছবি
তুমি দিকি রবি কবি!
+
আমি মৌসুমি কবি
তাই ধরাশয়ী খুবই। 🙁
+
ধরাশায়ী যত হও
ধরে বেঁধে লাঠি লও
কবিদের অপমান?
গালি দিসো? জপ নাম!
(আকাশ, তুমি সাবধান!)
কি যে বলেন, কবিকে দেব গালি!
আমি তো তাদের মাথায় তুলে রাখি O:-)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাথায় তুলেছিস আছড়ে দিবার জন্য
বুঝিনা ভাবিস? এতোই নগণ্য??
বুঝাতে মনে হয় একটু হয়েছে ভুল
আমিও যে কবি হতে আকুল।
নিরেট মগজ সায় দেয় না তাতে,
গালিটা তাই দিয়ে ছিলাম ওকে 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও তোর দলে আছি ভাই
কবি হতে বসে আছি, কবিতার দেখা নাই 😛
আমিও তোর দলে আছি ভাই
কবি হতে বসে আছি, কবিতার দেখা নাই 😛
😀
কিরে স্কাই, তবে কি তুই কুস্তিগির?
মাথায় তুলে
সুযোগ পেলে
আছাড় মারার ফন্দি-ফিকির!!
(দুই দিক দিয়ে আক্রমন
পালাবে কোথায় বাছাধন?) :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পালাবার পথ নাই
যত দূরে তুমি যাও 😛
সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ দুষ্ট ডিজাইনার জিহাদ প্রতি মন্তব্যের শেষে সর্বোচ্চ দশটি পর্যন্ত লেজ-মন্তব্য করার সুযোগ রেখেছে! x-( x-( x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
শান্তি চুক্তি টা করে ফেলেছিলাম প্রায়
দিলেন তো তার বারোটা বাজায়
ভেবেছিলাম বাগাবো এবার নোবেল
মধ্যিখানে আপনার এই ট্রাবল ~x(
বাই দ্যা ওয়ে ডাক দিয়েছেন মুজীব ভাই তার লেখায়
আপনাকে জানি কোন তালগাছটা দেখায় :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইচ্ছে করে মাল্কবিরে ধইরে এক খান বাটাম দিই x-(
নাকের উপর ঘুষা মাইরা এক্কেবারে ফাটায় দিই 😡
ছোট্ট একটা কাজ দিছিলাম কইছিল 'করুমনে'
বছর গেল পার হয়ে, হয়ত এখন নাই ও মনে
পরের বার দেখা হলে ওর কিন্তু খবর আছে
ধাই করে মারব ছুঁড়ে, যাই পাব হাতের কাছে :chup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বিলাডি স্কাই,
কত্ত বড় সাহস তোর, তোর কচ্ছি খবর আছে!!
মই কিন্তু কেড়ে নেবো, উঠিয়ে দিয়ে লম্বা গাছে
এম্নেই খেইপ্যা আছি, মনে আছে পুরান রাগ
এখনো সময় আছে, জান নিয়ে ভাগ রে, ভাগ!! :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পরমাণু ব্লগ
অণু পরমাণু সবিই তো একই
ব্লগ লিখলেই হইলো
:clap:
চ্যারিটি বিগিনস এট হোম
একই টাইম জোনে থাইকা পরথম হইতে পারলাম না কেনু! :((
পরমাণু = পরম + অণু
ব্লগে অণু থাকলেই চলবে ভাই! :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তাল গাছ বরাবর তোমারই
গুণে গেঁথে করে ফেলো শুমারী
(কবির কে বলছি)
কত কী যে ইচ্ছা করে আমারও তো ভাই 🙂
রাজা উজির মেরে ধরে সুখের দেখা পাই :duel:
ধর তক্তা মার পেরেকে জীবন চলে ওরে :chup:
বাকী যদি রাখলি কিছু মারবে কিন্তু ঘুরে্... 😛
* ওরে কবিয়াল কবির তোমার পরে কমেন্ট করতে দিচ্ছে না... তাই এখানেই! 😛 (সম্পাদিত)
সাবিনাপা, ঐ খানে যে সর্বশেষ 'জবাব দিন' পাবে
ওটায় চেপে কমেন্ট কর, ঠিক নিচে চলে যাবে... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মুখে মুখেই রাজা উজির মারি...
বাস্তবে আর কতখানিই বা পারি?
আমরা তো আর দুর্নীতিবাজ নেতা না
মারামারিও আমাদের দিয়ে হবে না।
এরচেয়ে মনের রাগ মনেই রাখি পুষে
সুযোগ পেলে ভদ্রভাবেই জবাব দেব কষে।
হতে পারে কলম দিয়ে তা, হতে পারে ভোটে
সেদিন দেখো বাহবা পাবো, বলবে সবাই 'বটে'! 😀 B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:boss:
সব গাছ তো আমারই...
তবে দরকার কি করে শুমারী??
দু'একটা না হয় এ, ও খাবে।
বাকি পুরোটাই তো আমার ঘরে যাবে! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
B-)
জুনা দাদা একটু খানি হলো না কি টাইপো?
আ কার খানি ম এ না হয়ে র এ হবে না তো! 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
স্কাই,
বাড় বেড়েছে? পাখা গজিয়েছে? দেব খানিকটা ছেঁটে?
ডাইনোসর কেন আনছিস ডেকে নিজেই খাল কেটে? :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জান টা থাকতে এবার তবে দেই ক্ষমা
চোখটা শুধু বলেই চলেছে ঘুমারে তুই ঘুমা
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার থেকে বেশি মনে হয় ইন্টারনেটের জানের ভয়,
কি যে হলো, এই আসে এই যায় :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিউবি, জিপি, লায়ন- সবই দিলো এ্যায়সা ঠক্
সব বাদ্দিয়ে নিয়েছি দেশি জিনিস - টেলিটক!
যা বুঝলাম - আভি তাক, ভালই তো- নয় মন্দ!
আর যাই হোক, যখন তখন হয়না সার্ভিস বন্ধ।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দেশি জিনিষ বেশই আছে ছোট্ট আমার মোবাইলে
ঘাপলা যত ল্যাপটপের ব্রডব্যান্ডের মায়াজালে 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মডেমটি জিপির হলেও টেলিটকের সিম টা
জিপি দিয়েছে বহুত ঠক, ফেরত দিচ্ছি কিছুটা! 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইবার একটি কপি পেস্ট বোরিং হবেঃ
কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না।
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্মপাতার জল। 😀 😀 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হেঃ হেঃ :grr:
আমিও হাজির।
এহ! আইছে! x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাপ রে বাপ।
এই পরমাণু ব্লগের দেখি মন্তব্যের উৎসব লেগে গেছে।
ছড়াযুদ্ধও সেরকম জমে উঠেছে!
ব্র্যাভো সিসিবি।
আজকে দেখি মাতছে সবাই ছন্দে এবং ছড়ায়
পপকর্ণ নিয়ে বসিলাম, খেলা কোনদিকে দেখি গড়ায়! :party:
সাতেও নাই, পাঁচেও নাই
গ্যালারীতে শুধু বসে থাকলে হবে মাল্কবি
শেষ করে একটা কোবতে দিয়েছো বলো দেখি?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
১০ টার বেশী লেজ-মন্তব্য করার সুযোগ নাই। শান্তি মত ছড়া নিয়ে খেলতে পারতেসিনা! x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ও আল্লা,
এ কি অবস্থা?!
ডরাইছি। কবিতাযুদ্ধের ভয়ে।
তবে, সিসিবি'র কবি সকলকে অনেক ভালো-পাই 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মেল্লা পোস্টের এই ভীড়ে
মালসিংহ ভাইকে মনে পড়ে।
আবার ফেরত আসব।
কোন/কি বেশে আসবি?? O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আবার আসিব ফিরে
মালসিংহের নীড়ে
এই সিসিবিতে হয়তো ব্লগার নয়
অতিথি স্প্যামারের বেশে
(কপিরাইট লংঘন হইলো নাকি?)
ইন্টারেস্টিং রকমের কাকতালীয়ঃ আগামী ২২ অক্টোবর জীবনানন্দ দাশের ৬০তম মৃত্যুবার্ষিকী। লেখকের সৃষ্টির উপর কপিরাইটের মেয়াদঃ লেখকের জীবন + ৬০ বছর। অর্থাৎ ২৩ অক্টোবর থেকে উনার কবিতা নিয়ে হেভি মেটাল গান বানালে শ্রুতিকটু হবে তবে আইনী বাধা থাকছে না! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ওহ, ইয়াহ! B-)
এক সপ্তাহ পর জে.ডি'র কবিতা নিয়ে ফিউশন করা যাবে... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এ তো দেখি আরেক অমর রচনা হতে চলছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
অনেক বেশি লোকের অংশগ্রহণ ছাড়া অমর কেম্নে হবে, শান্তাপা? :-B
সবাই ব্যস্ত!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ছন্দতো মিল্লোনা 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
ছন্দ না মিললেও ছায়াছন্দ মিলবে! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এহ আরেকজন আইছে? তুই কিডা, ছন্দ পুলিশ?? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গীতিকার লিখে গান
সুরকার দেয় সুর
শিল্পীর কন্ঠে সুরে আনন্দে
ভরে উঠে সুমধুর
(সুমধুর, সুমধুর)
B-) B-) B-)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ছায়া ছন্দ...ওওওওও ছায়া ছন্দ... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনারা দেখতেন না? আমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখতাম। ভাল গান দেখাইত। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমরা ছিলাম হিন্দি আগ্রাসনে আক্রান্ত! জি টিভির 'এক নাজর' দেখতাম। পরে কয়েকটা হিন্দি মিউজিক চ্যানেল দিছিল- সেগুলোই রাতদিন দেখতাম... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমরা ছায়াছন্দ, একুশে টেলিভিশনের একটা মিউজিক প্রোগ্রাম আর এমটিভির একটা সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম দেখতাম।
আর বিটিভিতে এক সুন্দরী ইংরেজী খবর পাঠিকা ছিলেন উনারে দেখতে টিভি ভরপুর থাকতো। স্যাররা কি খুশী। ছেলেরা মন দিয়ে রাতের খবর দেখছে! :goragori: :goragori: :goragori:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বিটিভির সুন্দরী ইংরেজী খবর পাঠিকা!! কবে ছিল?? 😮
এখন পর্যন্ত যা দেখেছি বেশিরভাগই ময়দা মাখানো টাইপ মেক আপ, আর ফোলা ফোলা চুল... 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
^^আপনারা পাইছেন বইলা মনে হয় না। বেশীদিন ছিলেন না। ক্লাশ টেনে কিংবা ইলেভেনে পাইসি আমরা। কোন ময়দা ছিলো না, ফোলানো চুল ছিলোনা। পাতলা রিমের চশমা পড়া এক আপু আসতেন। বেশীদিন পড়েন নাই। আমি পরে আর দেখি নাই।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সবসময় আমাদের সাথেই এমন হয় কেন? 🙁
হয় শুনি - 'আগে ছিল, এখন নাই' নয়ত 'আরে, আপনারা যাবার পরই তো এইটা শুরু হইছে'... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
^^হিহি ;))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
লগ ইন করে দেখি পাক্কা ৬০ টা মন্তব্য ,
দিশা হারিয়ে আজ খুঁজে পাইনা কোনো গন্তব্য।
:awesome: :tuski: :gulli2: :frontroll:
৬০ কমেন্টেই দিশা পাস নে,
হাজারটা হলে কি করতি?
এখুনি নিচের লিংকে যা
হয়ে যা জলদি ভর্তি!
www.হারানোদিশারখোঁজ.com B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিশাকে দেখি সবাই হারায়
মেয়েটা দেখি ভালই ছ্যাকায় 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সিসিবি জমজমাট।
বসেছে ছড়ার হাট।
আমি শুয়ে আছি বিছানায়...
বিছানার নিচে খাট।... 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
পরমাণূ ব্লগ দিয়াই যেভাবে ফাটায় মন্তব্য পাইছেন তাতে ফুল ব্লগ লিখলে না জানি কি হইতো। :awesome: :awesome:
যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি