আগের পর্বগুলোঃ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
২১।
নভেম্বর, ১৯৭১।
গত দুই দিন ধরে অনিক এবং ওদের দলের সবারই মন খুব প্রফুল্ল। এই মুহূর্তে ওরা গাংনির একটি স্কুল ঘরে অবস্থান নিয়েছে। ঘরটির অর্ধেকের বেশি গোলার আঘাতে বিধ্বস্ত হলেও ভেতরে কয়েকটি রুম অক্ষত আছে।
বিস্তারিত»