ব্লগিং তো দূরের কথা, সিসিবিতে যোগ দেয়ার আগে আমি বাংলা টাইপই করতে পারতাম না। সেই আমি আজ বই প্রকাশ করার সাহস দেখাতে পারছি! ভাবা যায়! এর কৃতিত্ব পুরোটাই সিসিবি এবং সিসিবির সকল সদস্যের। আপনাদের অনুপ্রেরণা, প্রশ্রয় এবং ভালবাসা ছাড়া এটি কখনোই সম্ভব হত না। সিসিবি’র এই ঋণ কোনদিন শোধ হবার নয়।
—-
হে সিসিবিবাসী,
আমার উপন্যাস- ‘বলের বদলে গ্রেনেড’ এর প্রচ্ছদ তৈরি হয়ে গেছে। প্রচ্ছদটি তৈরি করেছে আমার কলিগ এবং কলেজের ছোট ভাই Dipan Debnath। আমি যেমনটি কল্পনা করেছিলাম, যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটিই করে দিয়েছে। ওর প্রতি আজীবনের জন্য কৃতজ্ঞ হয়ে গিয়েছি!
শুধু প্রচ্ছদ তৈরিই নয়, কাজও আরও এগিয়ে গেছে। আপনারা চাইলে এখন বইটির প্রি অর্ডারও করতে পারবেন। সেজন্য নিচের গুগল ডকের ফর্মটি পূরণ করতে হবে।
‘বলের বদলে গ্রেনেড’
মূল দামঃ ২৮০ টাকা
প্রি অর্ডারঃ ১৯৫ টাকা
ডেলিভারি চার্জ- ঢাকার ভেতরে ৭০ টাকা। ঢাকার বাইরে ১২০ টাকা।
প্রচ্ছদ- Dipan Debnath
প্রকাশনী- Hassan’s
প্রি-অর্ডার করার লিংকঃ এখানে ক্লিক করুন
কাহিনী সংক্ষেপঃ উপন্যাসটি একজন কিশোরকে কেন্দ্র করে রচিত যে পড়াশুনার পাশাপাশি দারুণ ক্রিকেট খেলে, স্বপ্ন দেখে বড় কিছু হবার… কিন্তু এরই মধ্যে দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। সময়ের প্রয়োজনে সে বলের বদলে হাতে গ্রেনেড তুলে নেয়।
—
স্বপ্ন পূরণের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ!
ধন্যবাদ সিসিবি!
ধন্যবাদ প্রিয় Quamrul Hassan!
ধন্যবাদ Hassan’s পাবলিকেশন!
সকলের দোয়া প্রার্থী।
প্রি অর্ডার করার লিংকঃ এখানে ক্লিক করতে হবে
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অভিনন্দন জুনাভাই! দূর থেকে অনেক অনেক ভালবাসা পাঠাচ্ছি। 😊
শ্যাম্পু, তোদের ভালবাসা মাত্র কুরিয়ারের লোক এসে হাতে দিয়ে গেল। কী সুন্দর সবগুলো! অনেকেই ভাগ বসাবার জন্য ঘ্যানঘ্যান করছিল। কাউকে দিই নাই। সবক'টা নিজের জন্য রেখে দিয়েছি! ভাল থাকিস। 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😂😂
তোমাকে আন্তরিক অভিনন্দন, জুনায়েদ!
অনেক ধন্যবাদ, ভাই। দোয়া করবেন। ভাল থাকবেন। 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শুভকামনা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কত বছর পর যে এখানে লগইন করলাম শুধুমাত্র ভাইয়া আপনাকে শুভেচ্ছা জানাবার জন্য।
বিদেশে থেকে বই পাবার কোন উপায় আছে কি ভাইয়া ?
অভিনন্দন জুনায়েদ।