যুদ্ধাপরাধারের বিচার বানচাল করার বহু কৌশল জামায়াতে ইসলাম ২০১০ সাল থেকে ব্যবহার করে আসছে। প্রথম দিকে আর্ন্তজাতিক লবিস্ট ফার্ম নিয়োগ, আর্ন্তজাতিক আইনি পরামর্শক নিয়োগ, মূলধারা এবং সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালানো, দেশে এবং আর্ন্তজাতিক পর্যায়ে কনফারেন্স আয়োজন, রাজনৈতিক এ্যাডভোকেসি এবং পাশাপাশি আইনি লড়াই। সাথে ছিল সাক্ষীদের ভীতি প্রদর্শন করা। সবকিছুর সাথে আইসিটিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে বাঞ্চাল করা যায় সে সুযোগ খোঁজা ছিল বিশেষ কৌশলের অংশ। তবে এসব সফট ট্যাকটিকস ব্যবহার করে তেমন সুবিধা করতে পারেনি।
বিস্তারিত»প্রজন্ম শাহবাগ পূর্বাপর
আমরা যারা শৈশব এবং কৈশোরের সন্ধিকালে স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণের নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি তাদের অনেক আশার সঞ্চার হয়েছিল নব্বই-উত্তর নতুন দিন নিয়ে অগ্রজদের উচ্ছ্বাস দেখে। আমরা একাত্তর দেখিনি। মুক্তিযুদ্ধ দেখিনি। শুধু গল্প শুনেছি। বইয়ে পড়েছি। কখনো সিনেমায় দেখেছি। আর বিশেষ দিনে টেলিভিশনে যুদ্ধের ফুটেজ দেখেছি। পরিবার এবং পড়শির কাল নিরবধির স্বপ্নে আচ্ছন্ন থেকেছি। ভীষণভাবে মগ্ন হয়েছিলাম নব্বইয়ের নতুন অজানা দিনের শিহরণে। তখন আর কিছু বুঝি বা না-বুঝি সেটা যে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা মাইলফলক সেটা বুঝতাম।
বিস্তারিত»শাহবাগ সংহতি প্রবাসে
ঢাকায় যুদ্ধাপরাধের রায়ের প্রতিবাদে শাহবাগ প্রজন্ম আন্দোলন শুরু হয় ৫ই ফেব্রয়ারি থেকে। মুহূর্তেই এই উত্তাল গণজাগরণের ঢেউ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর যেখানে যত বাংলাদেশি আছে সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। উত্তেজিত এবং উচ্ছ্বসিত করেছে। আমরা যারা এই মূহূর্তে দেশান্তরি শাহবাগের ডাক তাদেরকে গভীরভাবে স্পর্শ করেছে। সময়ের ডাক। সবাই শুরু থেকেই অর্ন্তজালে খবর সংগ্রহ, মতামত গঠন, এবং নানাভাবে সম্পৃক্ত ছিল। প্রবাসেও সম্মিলিতভাবে কিছু করার তাগিদ অনুভব করছিল।
বিস্তারিত»