রায়হান আবীরের পোস্ট থেকে ইতোমধ্যেই সবাই জেনে গেছেন ১১ তারিখে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচের কথা। কিন্তু যে ব্যাপারটি এখনো অনেকে ঠিক বুঝে উঠতে পারেননি সেটা হচ্ছে ফুটবল না খেললেও এদিন অংশ নেয়া যাবে কী না। শুনসিলাম রায়হান আবীর বাংলায় নাকি এ+ পাওয়া পালোয়ান। কিন্তু শেষ পোস্টে মনের ভাব প্রকাশে সে প্রায় পুরোপুরি ব্যর্থ সেটা বুঝার জন্য পাঞ্জেরী গাইড লাগেনা।
সোজা বাংলায়- এইটা একটা গেট টুগেদার ।
বিস্তারিত»