(ডিসক্লেইমারঃ নামকরণের কপিরাইট – তৌফিক ভাইয়ের পূর্ববর্তী ব্লগ)
অবশেষে অধীর আগ্রহে প্রায় চার মাসের কিঞ্চিত বেশি সময় অপেক্ষার পর, প্রবাসে সিসিবির দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠিত হলো। প্রথমবারের তুলনায় এবারে জনসমাগম বেশ চোখে পড়ার মতো ছিলো; প্রায় দ্বিগুণ। ছোট খাটো একটা বর্ণনা বরং আমার কলমেই (কী-বোর্ড বললে বেশি যুতসই হয়) পড়ুনঃ
ভোরবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করেই রেডি হতে হলো। কারণ টরন্টোর তথাকথিত এক্সপ্রেস বাসগুলো ভোরে একটু দীর্ঘ বিরতিতে আসে; তাই একটা মিস করলে পাক্কা আঁধাঘন্টা বসে মাছিঁ মারতে হবে। বেশ সেজেগুজে দুটো মোটা বস্তা (মতান্তরে শীতবস্ত্র) গায়ে চাপিয়ে বাস স্টপেজে গিয়ে দাঁড়ালাম। খানিকক্ষণ অপেক্ষার পর চলন্ত বাসের হেডলাইট দেখে আমার ভূতকালো মুখখানাও বেশ ঝিলিক দিয়ে উঠলো। যাক বাস তাহলে একাই চলছে; ধাক্কা দেয়া লাগে নাই (দ্রষ্টব্যঃ জীবন থেকে নেয়া)। যাই হোক এখন ভালোয় ভালোয় পৌঁছালেই হয়। ভেন্যু আগেরটাই; পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর। আসলে দেশ বিদেশ থেকে সদস্যরা এতে অংশ নেন বলে; তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে B-)। অবশেষে প্রায় ঘন্টাখানিক ঘুমাবার পর দেখি আমার পাশের ভদ্রলোক নামবার তোড়জোর করছেন; বুঝলাম এসে পড়েছি। বাস থেকে নেমে চোখে সানগ্লাস লাগিয়ে বেশ মাঞ্জা মারার ইচ্ছে ছিল। আফসুস; বেআক্কেল সূর্যটা কুয়াশার ভীড়ে অদৃশ্য। যাই হোক ভেতরে গিয়ে খোঁজাখুজি করতেই দেখি সবাই দাঁড়িয়ে আছে; আরে খাইছে ভাইস প্রিন্সিপাল ম্যাডামও আছেন দেখছি।
সবার আফসোস বাড়িয়ে আর হিংসার পাত্র হতে চাই নেই। বরং দুই-চারটা ছবি দেই।
তৌফিক ভাইরে ব্যাপক মিস করছি 😕 ।
আশা করি পরবর্তী গেট টুগেদার আরো জমজমাট ভাবে, জনবহুল পরিবেশে উদযাপিত হবে। সিসিবি রকস।
সবশেষে; দুইটা কথা বলতে ইচ্ছে করছে। কাল রাতে অখন এক্সপ্রেসের টিকিট কিনতে যাচ্ছিলাম; এক বন্ধু জিজ্ঞেস করলো কোথায় যাই, কার সাথে দেখা করতে। বললাম; আমার এক আপু আর ভাইয়ার সাথে। যখন শুনলো যে তাঁরা আমাকে কখনো সামনা সামনি দেখেননি এবং কেবল মাত্র এক্স-ক্যাডেট- এই পরিচয়েই তাঁদের অনেক কাছের হয়ে গিয়েছি; ও কোনভাবেই বিশ্বাস করছিল না। যাবার আগে ওকে বলে এসেছি; কিছু কিছু সম্পর্ক কোন সংগায় বাঁধা যায় না। আমাদের জন্য এক ব্লগ মানুষ আছে; যাদের ভেতরটা খুঁজলে একটা একক সত্ত্বাই দেখা যায়। আরো একবার চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে; আ লাভু সিসিবি :hug: ।
১ম :tuski:
কাইয়ুম ভাই পারলেন না 😛
নর্থ আম্রিকান গেট টুগেদারে যাইতে পারলামনা এইতো কইলি? হ রে, ঠিকই কইছোস 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট্ট ঠিকমত আসছি।
পরে কল দিমুনে।
এইবারে এন এ জিটুজি তে আগের বারের চেয়ে পুরা আড়াই গুণ বেশি লোক সমাবেশ হইছে দেখি 😀 ওয়েল্কাম্ব্যাকাপু :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: হ্যা তোদের সবার কাছে ফিরে আসলাম।
🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
সাদিদ ভাই, পরেরবার আপনারে খুঁজে নিয়ে আসবো। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি তো ভাবছিলাম এইটাও কাল্পনিক.... 😀
অনেকদিন পর দিহান আর মইনরে দেখলাম.... 🙂
:thumbup: :thumbup: :thumbup:
🙂 🙂
ish ki miss tai na korlam....
এইটা কোন ঘটনা হল? আমরা লন্ডনে কত্ত জিটুজি করি। এতে এতো প্রচারের কি হল? ঠিক আছে, নাজমুল, নেক্সট টাইম আমরাও পোস্ট দেবো B-)
B-)
গেট টু গেদার প্রতিদিন ই করি ঠিক না শার্লী ভাই B-)
koi koros beta bod ?? tor ar sharli r na lungi nia fall in asilo . x-(
প্রত্যেকদিন দেখা করলে কি আর G2G হয়? 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
G2G তো হইল গিয়া গট টু গো......কিরে রইকিব্বা কই যাস ??
x-( হিংসায় মন্টা চিড়বিড়াইয়া উঠতাছে x-(
কিরে রকিব্বা-ঠিকমত শেভ করছ নাই ক্যান রে?আইচ্ছা যা মাপ কইরা দিলাম-যাওয়ার আগে আমারে ইস্পিশাল মালাই চা দিয়া যাইছ-দৌড়ের উপ্রে আছি 🙁
ইট্টু মাঞ্জা মারার ট্রাই দিছিলাম :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাঞ্জা মারতে গিয়া তোর এত সোন্দর "কিউট" খোমাডা এক্কেরে গাঞ্জাখোর মার্কা হই গেছে x-( এর পরে অলয়েজ শেভ করবি-ডিসিপ্লিনের একটা ব্যাপার আছে না?
এক্কারে গাঞ্জাখোড় বানায়া দিলেন!!!! মান-ইজ্জত আর কিছু থাকলো না। :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গাঞ্জা ভালো জিনিস-মাহমুদ ভাই এইডা নিয়া রিসার্চ কইরা এখন ইউসিএলএ তে পড়ায় B-)
🙁
কানাডা'র জিটুজিটা বিরাট মিস করলাম!! ভারচ্যুয়াল সম্পর্কগুলা কিভাবে এইরকম বাস্তবতায় রূপ নেয়!! রকিব আমারে স্পেশাল পাত্তির চা দাও............
ভাইস প্রিন্সিপালের ট্যুর কি শেষ হ্ইয়া গেল?????????
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 ভাইয়া আপনার ডাবল পাত্তির :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নো কমেন্ট্স... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দিহান ভাইয়ের হাসিটা বুক ভরায়ে দিলো। তারপরও গেট্টুগেদারকে মাইনাস প্রদান করা হলো :thumbdown:
:gulli2:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
🙁
G2G কর্তেম্নচায় 😕
সিডনী আয়
ঢাকা আয়
:shy: ধানমন্ডি ২ নাম্বারে স্টার কাবাব আসেন...
কানাডায় আসেন। :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এইরাম হাত-পা ছুঁইড়া হাসোস ক্যান রে আবদুল থুক্কু রকিব্বা? x-(
আমি একলা তো এতো জায়গায় যাইতে পারুম না সবাই ব্রীসবেন এ চলে আসলেই ভাল হয় 😀
আদনান ভাই নিউ ইয়ার করতে তো সিডনী গেসিলাম 🙂
বাদশা ভাই, সঙ্গে কে ছিলো? :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😮 তুইও ফে...থুক্কু সাব্বির ভাইরে বাদশা ভাই ডাকোস? 😮
অতি সম্প্রতি সিসিবির জুনৈক ব্লগার মাসরুফ ভাইয়ের কাছ থেকে শিখেছি। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দেখ ,ব্লগে কাইয়ুম ভাই আর রিবিন ভিয়ের কারণে এমনিতেই নিরাপত্তাহীনতায় ভুগতেছি-এর মইধ্যে বাদশা ভাইরে আমার শত্রু বানাইছ না কইলাম x-(
অফ টপিক-তুই কারে জানি মিশা সওদাগর ভাই কইয়া ডাকস? 😛
ও হ্যাঁ,রকিব্বা তোর এসেমেস পাইছি,থেঙ্কু ভেরি মাচ-আমি এই আছি আরকি বাঁইচা :shy:
ম্যাশ লুংগি নিয়া :grr: :grr: :grr:
হারিআপ x-( x-(
বিলাডি সাব্বির জানাস নাই ক্যান । আমরা তো পুরা সিডনী গ্যাং ছিলাম, তোর ক্লাশমেট ও ছিল x-(
সদরঘাটে কেমন হয় ?
একজন আরেকজনের সাথে দেখে করতে গেছে, এখানে গেট-টুগেদারের কি হইল? আমরা যখন ২০-২৫ জন দেখা করি তখনই না গেট-টুগেদার হয়। B-) B-) (এখানে মন্তব্যকারী কিছুটা হিংসিত :thumbdown: )
ঠিক ই তো আছে, এইটা একটা Get-twogether ছিল :grr:
বাচ্চাকাচ্চাগুলা সো সুইট,মাশাল্লাহ!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:pira: :pira: :pira: :pira: :pira: :pira:
হিংসিত না. 😕
:thumbdown: :thumbdown:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চাওয়ালা তুমি আমার থেকে দাওয়াত নিয়ে শেষে কানাডা গ্যালা? দিহানকে দেখলাম বলে আর মাইন্ড করলাম না।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শান্তাপু, আমি তো কানাডাতেই থাকি। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:hatsoff: :hug: :boss:
স্লামডগ, হারিকেন দিয়ে খোজার হাতেনাতে ফলাফল...খুশি?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
হারিকেন নিভা যাওয়ার পর আপনার দেখা পাইলাম। :hug: :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
একদিন আমিও... 🙁
আমার বন্ধুয়া বিহনে
বাসায় এসে দেখি পিসি নষ্ট, তাই ইচ্ছে থাকা স্বত্তেও নিয়মিত হতে পারছিনা, আপাতত। তবে চেষ্টা করবো।
সবাইকে অনেক ধন্যবাদ, সবার দোয়াতে সুস্থ অবস্থায় ফিরে এসেছি। 🙂
খুব ভাল লাগছে এই পোস্টটা দেখে। এই এপ্রিল এ পাকাপাকি ভাবে টরোনটো তে সেটল করছি। মনে হছে খুব একটা বোরিং লাগবেনা সিসিবি ভাইদের কাছে পেলে।
ভাইয়া, পৌঁছানোর আগে একটু জানাবেন। কোন রকম সাহা্য্য লাগলে বান্দা হাজির হয়ে যাবে। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..