মাঝে মাঝেই সিসিবিবাসীদের নানান আড্ডা-গেট টুগেদারের বর্ণনা আর ছবি ব্লগ দেখে বড় কষ্টে দিনাতিপাত করি আমরা অভাগা প্রবাসীরা। এর উপর আবার কলেজের বন্ধুরা দেখি ফেসবুকের গলি-ঘুপছি ভরিয়ে ফেলে সমাবেশ আর ভ্রমণের ছবি দিয়ে। চিক্কুর দিয়া কাঁদতে ইচ্ছা করলেও নিজেকে সান্ত্বনা দেই এই বলে, “বাছা তোর নাম্বারও আসবে একদিন।” নিজে যদিও তিন-তিনটে গেট-টুগেদারের প্রত্যক্ষ-স্বাক্ষী ছিলাম; কিন্তু জনবল কম থাকায় জনগণ কেমন যেন মিচকা হাসি দিছে ঐগুলা দেখে।
বহু কাল সবুর করলাম, এবারে বোধহয় মেওয়া ফলতে যাচ্ছে। এইতো আজ সকালে মঈন ভাইয়ের ফোন, কীরে ব্যাটা আছিস কেমন? টরন্টো আসছি দু’তিনদিনের জন্য। দিনের বেলা অফিসিয়াল কাজ থাকবে, রাতে চুটিয়ে আড্ডা চলবে। খুশিতে ডগমগ হয়ে উঠতে না উঠতেই উনি দারুণ একটা আইডিয়া দিয়ে ফেললেন, একখান গেট টুগেদারের। অটোয়াতে রাব্বী ভাই, মামুন ভাই, নাসিম ভাই, হিমেল ভাই, মৌরী আপুসহ আরো অনেক ক্যাডেট আছেন। আমরা যদি ওখানে গিয়ে হাজির হতে পারি দিনক্ষণ ঠিক করে; তবে মোটামুটি একটা সমাবেশ হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। রাব্বী ভাইকে ফোন দিতেই উনি রাজি হয়ে গেলেন, অটোয়া পার্টির সাথে যোগাযোগ করবার দায়িত্বটা উনিই নিয়েছেন। হিসেব-নিকেষের পর দিন ঠিক হলো মার্চের ৬ তারিখ, শনিবার। ছুটির দিন হওয়ায় কর্মজীবিরাও সানন্দে অংশগ্রহণ করতে পারবেন। টরন্টো থেকে ৫ই মার্চ বিকেল পাঁচটা নাগাদ রওনা হবো আমি, মঈন ভাই এবং আসিফ ভাই।
যাত্রাপথে কিংবা টরন্টোতে যদি কেউ যেতে আগ্রহী হন, নিসঙ্কোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক সাথে গল্প করতে করতে চলে যাওয়া হবে, আড্ডা শেষে ৬ মার্চেই আমরা টরন্টোতে ফিরে আসবো। কাছাকাছি কেউ থাকলে প্লীজ আওয়াজ দিয়েন।
গেট টুগেদারের বিস্তারিত কালকের মধ্যেই জানাবার চেষ্টা করছি। আপাততঃ
স্থানঃ সিতার রেস্টুরেন্ট, ৪১৭ রিড্যেয়ু স্ট্রীট, অটোয়া (417 Rideau Street, Ottawa, ON K1N 5Y9) ***ম্যাপ***
সময়ঃ দুপুর ১২-৫ ঘটিকা
তারিখঃ মার্চ ৬, শনিবার, ২০১০।
চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেনঃ ১-৬৪৭ ৬৫৪ ৯৮১৭
আপাতত এই পর্যন্তই। কাল-পরশুর মধ্যেই চুড়ান্ত আপডেট জানানো হবে। ধন্যবাদ। 😀
এখন পর্যন্ত যারা নিশ্চিতভাবে উপস্হিত থাকবেন:
১. নাসিম ভাই এবং ভাবী, সিলেট (১৯৮৪-১৯৯০)
২. রাহাত ভাই, কুমিল্লা (১৯৯০-১৯৯৬)
৩. সালেহীন ভাই, ফৌজদারহাট (১৯৮৬-১৯৯২)
৪. রাব্বী ভাই, পাবনা (১৯৯২-১৯৯৮)
৫. মঈন ভাই, সিলেট (১৯৯৪-২০০০)
৬. আসিফ ভাই, পাবনা (১৯৯৫-২০০১)
৭. মামুন ভাই, মির্জাপুর (১৯৯৩-১৯৯৯)
৮. মেলিতা ভাবী
৯. সোহেল ভাই, ফৌজদারহাট (১৯৭৮-১৯৮৪)
১০. তারিক ভাই, সিলেট (১৯৯২-১৯৯৮)
১১. আসিফ ভাই, বরিশাল (৮৫-৯১)
১২. কামরুজ্জামান ভাই, রংপুর (১৯৭৮-১৯৮৪)
১৩. আনোয়ার ভাই, বরিশাল (১৯৮৪-১৯৯০)
১৪. রিয়াজ ভাই
১৫. রকিব, ঝিনাইদহ (২০০১-২০০৭)
মেলিতা ভাবীইইইইইইইই,
সময় বের করতে পারলে চলুন, খানিকটা সময় আড্ডা মেরে আসা যাবে। বোনাস হিসেবে তো মামুন ভাই থাকবেনই। :shy:
আপনার আর ভাইয়ার নাম্বারটা একটু দিয়েন প্লীজ। এইটা আমার মেইলঃ i_rokib@yahoo.ca
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোমার দোকান খালি কেন? দোকানে আসো, ফোন নাম্বার আদান প্রদান করি
চা'য়ের দোকান ভাইঙ্গা গেসে :grr:
ভাঙ্গে নাই। ঐখানে এখন ব্যাপক আড্ডা চলতেছে। তুমি মিস করতেছো!!! 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চায়ে'র দোকানে ঝড় চলতাসে :grr:
সেই ঝড়ে চাওয়ালা নিজেই উইড়া গ্যাছেগা :grr: =))
সিসিবি/ক্যাডেট সমাবেশঃ কুয়ালালুম্পুর
স্থানঃ কুয়ালালুম্পুর, মালয়শিয়া
সময়ঃ সকাল ১০ থেকে রাত ১০ টা 😀
তারিখঃ মার্চ ৬, শনিবার, ২০১০।
প্রধান অতিথিঃ জামাই মাস্ফু =)) =))
আপনারা দলে দলে যোগ দিন ...
কি ???????????????? 😕 😕 😕
হি হি হি হি হি =)) =)) =)) =))
এখন পর্যন্ত যারা নিশ্চিতভাবে উপস্হিত থাকবেন:
১. নাসিম ভাই, সিলেট
২. রাহাত ভাই, কুমিল্লা
৩, সালেহীন ভাই, ফৌজদারহাট
৪. রাব্বী, পাবনা
এছাড়া সিলেটের একজন এবং মগকক এর তিনজনের আগামীকাল জানাবে।
আমার বন্ধুয়া বিহনে
আনন্দময় হোক :thumbup:
এইমাত্র অসমর্থিতসূত্রে খবর পাওয়া গেল, ঝিনাইদহের শাহেদ ভাই যিনি একসময় ফৌজদারহাটের এ্যাডজুটেন্ট ছিলেন, এখন অটোয়ায় বসবাস করেন, তার সন্ধানে মগকক এর মৌরী (৯৫-০১) বিশেষ অভিযানে নেমেছে।
আমার বন্ধুয়া বিহনে
শাহেদ ভাই এর # ৬১৩-৪২৪-০২০৩
:gulli2: :duel:
:thumbdown:
:bash:
ভুল হইয়া গ্যাছে :bash:
মইন ভাই কইসে নেক্সট টাইম আমি গেস্ট হিসাবে যামু 😀
জি2জি রক্করে :thumbup:
:grr:
আমি ভাবলাম এটা মঈন ভাইয়ের করা প্রথম মন্তব্য। কিন্তু এটা আসলে ৬ নাম্বার :grr:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
=)) =)) =))
😮 ছোট্ট মেহমান এসেছে, চা-বিস্কুট দে :-B
আমিই দিলাম,
দুলাভাই বলে কথা 😀
নাসিম ভাই এইমাত্র জানালেন এফসিসির দুজন সিনিয়র ভাই (১৯৫৩ সালের ব্যাচ) অটোয়ায় থাকেন, উনি কাল তাদের সাথে যোগাযোগ করবেন।
আমার বন্ধুয়া বিহনে
~x( ~x( ~x(
বিশেষ দ্রষ্টব্য : এফসিসির জন্ম যেন কবে? ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সম্ভবত ১৯৫৮ 😕 😕
প্যাঁচ লাইগা গেলো নাকি !! :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
১৯৫৩ সালটা বেশি সিনিয়র অর্থে। এর সাথে এফসিসির প্রতিষ্ঠাবর্ষের কোন সম্পর্ক নেই। 😀
আমার বন্ধুয়া বিহনে
😀 😀
একটাগরু জবাই দিয়া ফেল, সঙ্গে কেক-কুক।
সব মিলাইয়া বিল যা আসে তা পাঠাইয়া দিস। কাইয়ুম ভাই স্পন্সর করবে বলছে। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
B-) খানাডা,খুয়ালালামফুর ঝাইতে মন ছায় :dreamy: :bash:
:thumbup:
জি2জি রক্করে :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আওয়াজ দিলাম, দেখি যদি আসতে পারি। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চিটাগং থেকে রওনা দিয়া এখন পর্যন্ত ঢাকাতেই পৌঁছাইতে পারলেন্না।
কানাডা কি ঢাকার আগে আইসা পরলো নাকি? ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ফয়েজ ভাই, বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দেন। আলহাজ্ব স্টেফেন হারপার আর্ন্তজাতিক বিমান বন্দর এবং অটোয়া সদর ঘাটে আমাদের লোক "ফয়জুর রহমান ফয়েজ" লিখে সাইনবোর্ড নিয়ে দাড়িয়ে থাকবে। আপনার চিনতে কোন প্রকার সমস্যা হবে না।
আমার বন্ধুয়া বিহনে
রাব্বি ভাইয়া, চায়ের দোকানে একটু আসেন প্লীজ। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ হোক G2G
হ্যাপি জি-টু-জি... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কোনও মানে আছে এইসবের? আপনাদের কাম কাইজ নাই?
ভালো হবে বলে মনে হচ্ছেনা প্রচুর ঠান্ডা গল্প করা সম্ভব হবেনা 😉
যারা আসবেন বলেছেন তারা আসতে পারবেন বলে মনে হচ্ছেনা B-)
রকিব ভাই লন্ডন টাইম কয়টায় আপনাদের ২/৩ জনের সমাবেশ ঘটবে ??
কল দিব 🙂
নাজমুল- x-( :gulli2: :gulli2:
তুই টেমস নদীর উপ্রে যেই ব্রীজটা আছে ঐটায় মাথায় উইঠা লঙ্গাপ হ। ২-৩ জন মানে!!! 😡 প্যারেড উপ্রে দেখ, অলরেডি ৯ জন শিউর হয়ে গেছে, আরো বাড়বে ইনশাল্লাহ। ভাবছিলাম, তোর জন্য একটা প্লেনের টিকেট পাঠামু আইজ বিকেলে; কিন্তু সিদ্ধান্ত বদল। তুই লঙ্গাপ হ :gulli: :gulli:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
টিকিট একটাই......সেইটা আবার আমার জন্য বরাদ্দ করছে মঈন ভাই....... B-)
ভালোই 🙁
আমি যে নন-ক্যাডেট তাই আমারে কেউ কোনো জি২জিতে আসতেও কয় না :((
থাক আমি একা একাই কুমিল্লাই জি২জি করবো :no: :no:
ভাবি আপনি লন্ডনে চলে আসেন আমরা আছি B-)
ইয়ে ভাই,ইহা আপনার জুনিয়র ভাবী :grr: :grr:
There are more 12 ex-cadet in University of Western Ontario, London, Ontario. We can also arrange a get together in London. Or please someone please arrange a get-together in Toronto so that we can join. Ottawa is too far for us to join. Sorry for English writing. (সম্পাদিত)
ভাইয়া, কোনভাবে কি টরন্টো পর্যন্ত আসা যায়?? তাহলে এখান থেকে আমরা সবাই এক সাথে গাড়ি নিয়ে যেতে পারতাম; আবার ফেরত আসার সময় একসাথেই টরন্টোতে ফিরে আসা যেত। ভাইয়া প্লীজ দেখবেন একটু। 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সামারে হলে বেশি ভাল। আমাকে অন্যদের সাথে কথা বলে দেখতে হবে। টরোন্টতে হলে আমি যেতে পারব আশা করি। আমাদের এখানে নানান বয়সের প্রায় ১২-১৫ জন এক্স ক্যাডেট আছে। সবাইকে জানাতে হবে। সামার এর সময় হলে মনে হয় ভাল হবে।
ভাইয়া, একটু চায়ের দোকানে আসেন প্লীজ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বাহলুল, তুইও! :((
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
রাজধানী শহরে আসার এই সুযোগ মিস করা ঠিক হবেনা।
আমার বন্ধুয়া বিহনে
লন্ডনে গেট টুগেদার করলে এখন এর চেয়ে বেশী লোক হবে 😀 ...
জটিল 😀 বেস্ট অফ লাক 😀
ছোট্ট আমাকে এর মানে টা কি বুঝা? :-/
তোরা মে মাসে রওনা দিবি, মার্চে ফেরত আসবি? এক বছর অটোয়া তেই থেকে যাবি? :-B
কই পাইলেন ঐটা :grr: :grr:
কত কইরা কইলাম চইলা আসো 😕 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কানাডায় বেশি ঠান্ডা ... দক্ষিনের দিকে আসলে সবার জন্যই উপকার হৈত 😉
:thumbup:
গেট্টুগেদার্কৈরাফাটায়ফেল্তেছে:((
ম্যালাদিন এই দেশে হয় না 🙁
মোটামুটি প্রস্তুতি সম্পন্ন। কাল সন্ধ্যায় রওনা দিচ্ছি অটোয়ার উদ্দেশ্যে। 😀 :awesome: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..