অনুগল্প : আরেকটি “ব্লক-কাহিনী” নিয়ে অডিও-ভিডিও ব্লগ

তিন মাস আগে……

ছেলেটি:
“ওগো তুমি যে আমার কতো প্রিয়
কেমন করে বোঝাই বলো
তুমি তো বোঝো না
জেনেও না, জানো না………”

মেয়েটি:
“যেটুকু সময় তুমি থাকো কাছে
মনেহয় এ দেহে প্রান আছে
বাকিটা সময় যেন মরন আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার………”

তিন মাস পরে……

ছেলেটি:
“তুমি নিজের মুখে বললে যেদিন
সবই তোমার অভিনয়
সত্যি কোন কিছু নয়
আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে………”

মেয়েটি:
ব্লক (ফেসবুক)
ব্লক (ভাইবার)
ব্লক (হোয়াটসএপ)
ব্লক (ই-মেইল)

৬ টি মন্তব্য : “অনুগল্প : আরেকটি “ব্লক-কাহিনী” নিয়ে অডিও-ভিডিও ব্লগ”

  1. মুজিব (১৯৮৬-৯২)

    :)) :)) :))

    ট্যুইটার আর ইন্সটাগ্রাম কিন্তু খোলাই আছে ভাইয়া! 😉


    গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)
    আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে………”

    যাক, তাও মন্দের ভাল।
    ছেলেটা সম্ভবত দ্রুতই সামলে উঠতে পারবে... B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      খায়রুল ভাই, চারপাশে আরও যা যা ঘটে যেতে দেখছি, তাতে করে তিনমাসকে আর কম সময় বলি কি করে?
      আজ সকালের ঘটনা।
      লঞ্চ থেকে নেমে সিএনজিতে উঠছি, দেখি ফুটপাতে দাঁড়িয়ে কাঁদছে লেইট টিনে থাকা একাকি এক মেয়ে।
      বান্ধবির বাসায় দাওয়াত খেতে যাবার কথা বলে গতকাল সন্ধ্যায় যে এক কাপড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হওয়া বন্ধুটির হাত ধরে বাসা ছড়েছিল।
      স্বপ্নময়, আনন্দময় রাতটা কাটানোর পর, সকালে লঞ্চ সদরঘাটে ভিড়লো।
      গতকালই বরিশাল গিয়ে ওকে সাথে নিয়ে লঞ্চে ওঠা ছেলেটি "ব্রেকফাস্ট নিয়ে আসি, তুমি একটু ঘুমিয়ে নাও" বলে সেই যে বেরিয়ে গেল, আর দেখা নাই তার।
      পরে বুঝলো, ওর সেলফোনটাও নিয়ে গেছে যাবার সময়।

      একরাত পরেও যখন প্রেম উবে যায় আজকাল, প্রিয়জনকে একলা ফেলে পালানোর অভিজ্ঞতা দেয় তা, তাহলে তিনমাসকে আর কম বলি কি করে?


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।