প্রিয় সিসিবিয়ান,
কারো যদি পরিসংখ্যান বা গণিতে আন্ডারগ্র্যাজুয়েশন করা থাকে এবং সে যদি আমেরিকাতে মাস্টারস করতে চায়, তাহলে তার জন্য একটা দারুণ সুযোগ আছে- জিআরই ছাড়া এবং টোফেলে মাত্র ৮০ থাকলেই ভর্তি হওয়ার সুযোগ, তাও আবার ফান্ডসহ!!! ৭/৮ বছরের স্টাডি-ব্রেক থাকলেও মনে হয় অসুবিধা নাই।
এইরকম কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করার জন্য বলে গেলাম। কমেন্টে নিজের ই-মেইল আড্রেসসহ জানান দিয়ে গেলেই চলবে। আমি যোগাযোগ করবো।
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কি রে, আসবি নাকি? 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:party:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
শামীম মুরাদ
জাপান থেকে আমেরিকা গেলে কবে ?
পুরাদস্তুর বাঙ্গাল
আমেরিকাতেই ছিলো। ওখান থেকে কয়েকদিনের জন্য জাপান গেছিল বোধ হয়।
@ মোস্তাফিজ ভাই,
গতমাসে টোকিও ছেড়েছি। আপাততঃ এক বছরের জন্য ইন্ডিয়ানাতে আছি।
@ নূপুর ভাই,
জাপানে গেছিলাম এক বছরের একটা ফেলোশিপে, কিন্তু দুমাস আগেই চলে আসতে হলো। এক বছরের জন্য পড়ানোর সুযোগ পাইছি ইন্ডিয়ানাতে 🙂 । তাই বলে পিএইচডি কিন্তু এখনো শেষ হয়নাই :no: । ওটা আগামী বছরের শুরুতে শেষ করার আশা রাখি :dreamy: ।
আপনার আগের নম্বর পরিবর্তন না হয়ে থাকলে আমার কল পেয়ে যাবেন শীঘ্রই।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:thumbup:
নূপুর ভাই,
আমার পুরোনো ফোনসেট ইন্তেকাল ফরমাইছে। সেইসাথে যাবতীয় ফোন নম্বরও গেছে :(( ।
আমাকে একটা ইমেইলে আপনার কনটাক্ট নম্বর পাঠাবেন প্লিজ (mahmud735@জিমেইল।কম)। (সম্পাদিত) (সম্পাদিত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
শিওর মাহমুদ।
ami agrohi...
তাইলে ত ভালোই।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আসসালামুয়ালাইকু ভাই।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স শেষ করছি এই বছর।আমেরিকায় মাস্টার্স করার জন্য জি আর ই দেয়ার প্রস্তুতি নিচ্ছি।
আমার সাথে যোগাযোগ করলে অনেক উপকৃত হব।
ওয়ালাইকুম।
কিন্তু পোষ্ট ঠিক মত পড় নাই। তোমার ইমেইল এড্রেস ছাড়া ক্যমনে যোগাযোগ করমু? 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
=)) =)) =)) =)) =))
আমি পরিসংখ্যানে অনার্স করেছি ঢাবি থেকে,,,,,,,,,,, ূ
Assalamualaikum
Vaiya ami eibochor du te Statistics e hon's a admission nibo.vaiya amr email.
mdasrafurrahman455@gmail.com
পরিসংখ্যান (সম্মান) ঢাবি,,,
জেনে আনন্দিত হলাম।
এরপর?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
পুলাপাইন আইলস্যা হয়ে গেছে- মাত্র কয়েক লাইনের একটা পোষ্ট, তা-ও ঠিকমত পড়ে না!
এদের ভাগ্য ভালো সিসিবি'র আগের দিন আর নাই। তা নাহলে ব্লগ-এডুর রগরানি খেয়ে এদের সিভিল পানি কবেই বাইর হয়ে যেত 😉 ।
জোকস এপার্ট, নিজের ইমেইল এড্রেসসহ কমেন্ট করলেই না আমি যোগাযোগ করতে পারব। কাজেই, ......
দেখা যাক, এবছর দু'একজনকে সহায়তা করতে পারি কি না।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
=)) =)) =)) =)) =))
ফুকোদা, পড়াশোনা করতে চায় না- এরকম কারও জন্য স্কলারশীপ নাই? ;))
কেমন আছেন? ভাবী কেমন আছেন? আশা করি ভাল। 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ,
পড়াশোনা করতে চায়না তাদের জন্যও কিছু স্কলারশীপ আছে। এনজিও-তে এক্সপেরিয়েন্স থাকলে নেদারল্যান্ড/বেলজিয়ামে কিছু শর্টটার্ম স্কলারশীপ আছে শুঞ্ছিলাম। জাপানেও ট্রাই করতে পারো।
থিসিস লেখা শেষ না-করেই পড়াতে এসেছি। বিশাল দৌডের উপরে আছি। এই ডিসেম্বর পর্যন্ত এরকমই যাবে যা' বুঝতেছি :no:
আশা করি তুমি (এবং তোমরা) ভালো আছো 🙂 (সম্পাদিত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাই, মাপ চাই। :no:
দেশের বাইরে যাওয়ার মতন সাহস নাই... কি খাপ, কই থাকপো, কাদের সাথে মিশপো- এর চেয়ে দেশেই ভাল আছি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
Brother,
I'm from CCR(2001-2007).Completed my graduation from DHAKA UNIVERSITY and appeared for MS degree.If you please contact,it will be a great favour...thank you
my e-mail address is redwan_1310@yahoo.com......pls keep me in contact
রেদওয়ান,
ইমেইল করেছি।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
my email: tareq1317@yahoo.com
please keep me in contact
তারেক,
ইমেইল করেছি।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
Thank you vaia
Mahmud vai. 🙂
মাহমুদ,
আমি আজহার, ৮২-৮৮ ব্যাচ, সিলেট ক্যাডেট কলেজ। জানি না, তোমার সাথে যোগাযোগ করাটা দেরী হয়ে গেলো কি না।
আমার স্ত্রী ও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স শেষ করে কানাডা চলে আসি ৯৮ এ। আমার স্ত্রী funding সহ admission চাচ্ছে। যদি মনে করো তুমি পর্যাপ্ত information দিতে পারবে, অনুগ্রহ করে আমাকে ইমেইল করো - achowdhury2@gmail.com
আজহার ভাই,
সালাম।
ই-মেইল করেছি আপনার প্রদত্ত ঠিকানায়।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx