পরিসংখ্যান বা গণিতের ছাত্রদের জন্য একটা দারুণ সুযোগ!

প্রিয় সিসিবিয়ান,

কারো যদি পরিসংখ্যান বা গণিতে আন্ডারগ্র্যাজুয়েশন করা থাকে এবং সে যদি আমেরিকাতে মাস্টারস করতে চায়, তাহলে তার জন্য একটা দারুণ সুযোগ আছে- জিআরই ছাড়া এবং টোফেলে মাত্র ৮০ থাকলেই ভর্তি হওয়ার সুযোগ, তাও আবার ফান্ডসহ!!! ৭/৮ বছরের স্টাডি-ব্রেক থাকলেও মনে হয় অসুবিধা নাই।

এইরকম কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করার জন্য বলে গেলাম। কমেন্টে নিজের ই-মেইল আড্রেসসহ জানান দিয়ে গেলেই চলবে। আমি যোগাযোগ করবো।

৪,৭৮৪ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “পরিসংখ্যান বা গণিতের ছাত্রদের জন্য একটা দারুণ সুযোগ!”

  1. আসসালামুয়ালাইকু ভাই।
    আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স শেষ করছি এই বছর।আমেরিকায় মাস্টার্স করার জন্য জি আর ই দেয়ার প্রস্তুতি নিচ্ছি।
    আমার সাথে যোগাযোগ করলে অনেক উপকৃত হব।

    জবাব দিন
  2. মাহমুদ (১৯৯০-৯৬)

    পুলাপাইন আইলস্যা হয়ে গেছে- মাত্র কয়েক লাইনের একটা পোষ্ট, তা-ও ঠিকমত পড়ে না!
    এদের ভাগ্য ভালো সিসিবি'র আগের দিন আর নাই। তা নাহলে ব্লগ-এডুর রগরানি খেয়ে এদের সিভিল পানি কবেই বাইর হয়ে যেত 😉 ।

    জোকস এপার্ট, নিজের ইমেইল এড্রেসসহ কমেন্ট করলেই না আমি যোগাযোগ করতে পারব। কাজেই, ......

    দেখা যাক, এবছর দু'একজনকে সহায়তা করতে পারি কি না।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ফুকোদা, পড়াশোনা করতে চায় না- এরকম কারও জন্য স্কলারশীপ নাই? ;))
    কেমন আছেন? ভাবী কেমন আছেন? আশা করি ভাল। 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      জুনায়েদ,

      পড়াশোনা করতে চায়না তাদের জন্যও কিছু স্কলারশীপ আছে। এনজিও-তে এক্সপেরিয়েন্স থাকলে নেদারল্যান্ড/বেলজিয়ামে কিছু শর্টটার্ম স্কলারশীপ আছে শুঞ্ছিলাম। জাপানেও ট্রাই করতে পারো।

      থিসিস লেখা শেষ না-করেই পড়াতে এসেছি। বিশাল দৌডের উপরে আছি। এই ডিসেম্বর পর্যন্ত এরকমই যাবে যা' বুঝতেছি :no:

      আশা করি তুমি (এবং তোমরা) ভালো আছো 🙂 (সম্পাদিত)


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  4. আজহার (৭ম ব্যাচ, সকক)

    মাহমুদ,
    আমি আজহার, ৮২-৮৮ ব্যাচ, সিলেট ক্যাডেট কলেজ। জানি না, তোমার সাথে যোগাযোগ করাটা দেরী হয়ে গেলো কি না।
    আমার স্ত্রী ও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স শেষ করে কানাডা চলে আসি ৯৮ এ। আমার স্ত্রী funding সহ admission চাচ্ছে। যদি মনে করো তুমি পর্যাপ্ত information দিতে পারবে, অনুগ্রহ করে আমাকে ইমেইল করো - achowdhury2@gmail.com

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।