গত দুইদিন ধরে লস এনজেলসে বৃষ্টি হল, সেই সাথে হাড় কাঁপিয়ে ঠান্ডা (অবশ্য এখানকার মাত্রায়)। সাত তলায় আমার ছোট্ট রুমের জানালা দিয়ে চোখে পড়ে সামান্য দূরের ‘শান্তা-মনিকা’ পাহাড়, কুমারীর সযত্ন আঁচড়ে তোলা চুলের শিঁথীর মত তার গা ঘেষে এঁকেবেকে উঠে যাওয়া পাহাড়ি রাস্তা। বৃষ্টি নামলে আবছা কুয়াশামত কিছু একটা দৃষ্টিসীমায় এসে প্রতিদিনকার চেনা দৃশ্যটাকেই খানিকটা অচেনা করে দেয়। গতকালও এমন হয়েছিল, আমার চেনা দৃশ্যটা অন্যরকম হয়ে দেখা দিয়েছিল।
সিসিবি’র কল্যাণে জানতাম যে গতকাল দেশে ‘ভ্যালেন্টাইন্স ডে’ ছিল। কিন্তু নানা কারনে ব্যাস্ত থাকায় সারাদিন আমার বিশেষ কিছু মনে হয়নি। সন্ধ্যায় টেবিলে বসে ল্যাপটপ অন করে ইউটিউবে গেলাম। কি মনে করে নিয়াজ মোহাম্মদ চৌধূরির গান চালিয়ে দিলাম। বেজে উঠল ‘আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়ল তোমায়’। বাইরে বৃষ্টি। দূরের শান্তা-মনিকা পাহাড় আর তার উপরের আঁকাবাকা রাস্তাটা ঝাপসা ঝাপসা লাগল। মন চলে গেল আরো দূরে, প্রশান্ত-ভারত মহাসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে। লাল ইটের সাড়িতে বাঁধানো ধানমন্ডি লেকের পাড়। উপর থেকে টুপটাপ ঝরে পড়া গাছের দু’একটা শুকনো পাতা। কল্পনার সেই ছবিটাও যেন খানিকটা ঝাপসা।
বাইরের জানালায় দৃষ্টি ঝাপসা, ভেতরের জানালায়ও। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঝড় ছিল আমার মনেও………
অসাধারণ মাহমুদ ভাই। :hatsoff:
কেমন মন বিষন্ন করে দেয়া লেখা।
সময়টা বিষন্নতার। কি করা যাবে, বলো?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বিষন্নতার্বেল্নাই। জোশে থাকেন্মিয়া। সব্বিষন্নতা দুরে গিয়া মরুক।
বিষন্নতারে :gulli: :gulli: :gulli:
:gulli2: :gulli2: :gulli: :gulli: বিষন্নতা
তুহিনের সাথে সম্পুর্নেক্মত হইতে মঞ্চায়
বস,
উপমাটা আসলেই দুর্দান্ত হইসে...
আমি কপি কইরা আইনা দেখি অলরেডি তানভীর দুষ্টুটা পেস্ট কইরা ফালাইসে... x-(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
হেভী বস 😀 পুরা জোশ :salute:
মেহেদী,
ধন্যবাদ।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হুমমম, আর একটা বৃষ্টি-প্রেমিক পাওয়া গেল।
বৃষ্টি-ফ্যান গ্রুপ খুলা যায় এখন সিসিবিতে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy:
🙂 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ফয়েজ ভাই ... চলেন তাইলে ... ;;;
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জিহাদ্রেউ ডাক দিতাছি।
জিহাদের তো আবার ঋতু নির্দিষ্ট করা আসে...
শীতকালে বৃষ্টি নামলে কি আর তার ভাল্লাগবে?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ওর বৃষ্টি পছন্দ নাতো। ওরতো বর্ষা পছন্দ, আর বর্ষায়তো একটু আধটু বৃষ্টি হয়ই।
সকল বৃষ্টি-ফ্যানদের উদ্দেশ্যে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ধুর :bash: :bash: :bash:
নিজের কম্পিউটার থেকে ছবি আপলোড করে কেমনে?
এইখানে তো দেখি URL লিঙ্ক চায় x-(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, আপনার পিসি হ্যাক কইরা এই একটা ছবিই পাইলাম...

তখন তো আপনে অনেক ছোট ছিলেন দেখি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:chup: :chup: :chup:
যাক,
ভাগ্য ভালো যে প্যান্টওয়ালা ছবিটাই খুঁইজা পাইসো...
পুরা কানের পাশ দিয়া গুলি গেল রে 😕
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই বুঝাই যাচ্ছে নভিসেস ড্রিলটা ফাঁকিবাজি মারছেন। দেখে আসেন তাহলেই পিসি থেকে ছবি আপলোড করতে পারবেন।
ভালোবাসা দিবসে ভালোলাগা দিয়ে গেল আপনার লেখাটা। x-( :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রাগের ইমো আমি দেইনাই, বুঝতেছিনা কেমনে আসলো :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমারো বৃষ্টিকে ভালো লাগে। 😉
শীলা-বৃষ্টি হইলে তো আপ্নের্জন্য ঈদ তাইলে।
ধনী-গরীব বৈষম্য দূর করার জন্য ধনের সম বন্টন জরুরী... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা,
কিসের বন্টন চাইলা? 😮
অ্যাডজুট্যান্ট স্যার কি ঘুমায়া আসে?
খুব খিয়াল কইরা :-B
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, আপনের মনে দেখি ব্যাপক খোঁট... :thumbdown:
আমার কেউ নাই, অথচ কামরুল ভাই এর দুইজন...শিলা...বৃষ্টি...তাই বন্টনের কথা কইতেছিলাম... :-B
আর আপ্নে কিনা... :no: 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওহ, সরি!
আমি ভাবসিলাম... :grr:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
;;; ;;; ;;;
:khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাইও তাই বলছিল 😉
- x-( :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই ... অসাধারণ বর্ণনা বস, অসাধারণ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:shy: :shy:
🙂 🙂 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, হেভভি হইছে। এইবার খাওয়ান।
বিষন্নতা কাটুক আগে :grr: :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
একটা ভাললাগা আর মন খারাপ করানোর সুন্দর ছোট্ট 'আচার' টাইপ লেখা। তোমার মন এরকম আরো খারাপ হলে আমরা কিছু ভাল লেখা পেতে থাকব।
ধন্যবাদ বস।
তয় মন এখন ভালো।
সন্ধ্যায় বাংলাদেশী রেস্টুরেন্টে গিয়ে শুঁটকি-বেগুন, লাউ-চিংড়ি, ডাঁটাশাক, করল্লা-ভাজী আর মসুর ডাল দিয়ে খেয়ে এসে বেশ ফুরফুরে লাগছে (সাথে ফ্রেন্ড ছিল একজন) 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:just: ফ্রেন্ড ???? :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দাত দেইখা বুঝস না 😛
ভাই এক কথায় অসাধারন :boss: । আমি আপনার পাঙ্খা হইয়া গেলাম।
মন বিষন্ন করা সুন্দর পোস্ট ।
মাহমুদ ভাই, আপনে তাইলে লস এঞ্জেলেসে!!!
আমার স্টেপলস সেন্টারে গিয়া লেকারসের খেলা দেখতে মন চায়। 😛
।
এটা কি?
আমিও স্টেপলস সেন্টারে যাপো :(( :(( :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx