আর ত্রিশ ঘন্টা পর শুরু করবো প্রায় ২৪০০ মাইলের মোটরযাত্রা। লস এঞ্জেলস থেকে বের হয়ে I-15 এবং I-70 ধরে নেভাদা ও ইউতাহ হয়ে ডেনভার (কলোরাডো)। আমেরিকান সোসিওলজিক্যাল এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে পেপার প্রেজেন্ট করার (রথ দেখা) উছিলায় একটু ঘোরাঘুরি (কলা বেচা) আর কি…। ডেনভারে দুইদিন অবস্থান করে I-25 এবং I-40 ধরে সান্তা ফে এবং আলবুকুয়ের্ক (নিউ মেক্সিকো) ও গ্র্যান্ড ক্যানিয়ন (এরিজোনা) হয়ে আবার লস এঞ্জেলস। মোট সাত দিনের ভ্রমন।
ডেনভারে পৌঁছার আগে দুই রাত পথে থাকবো, প্রথমে সেন্ট জর্জ (ইউতাহ), তারপর গ্রান্ড জাংশন (কলোরাডো)। ডেনভার থেকে ফেরার পথে আবার দুই রাত পথে, প্রথম রাত আলবাকুয়ের্ক (নিউ মেক্সিকো), পরের রাত ফ্ল্যাগস্টাফ (এরিজোনা)।
ব্লগের ভাই-বোন-সকল, কেউ কোন রকম অভিজ্ঞতা বা তথ্য দিয়ে সাহায্য করতে পারলে অগ্রিম ধন্যবাদ।
শুনতেই ভালো লাগছে।
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
শুনলি ক্যামনে, আমি ত বলি নাই, লিখছি 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
🙂
🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
যাত্রা শুভ হোক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধন্যবাদ, আপু।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হিংসা - ভীষণ হিংসা জানালাম।
ছবি-টবি সহ একটা ধুন্ধুমার পোস্টের প্রতীক্ষায়.....
নূপুর ভাই,
দোওয়া করেন যেন বেচে ফিরতে পারি। আমেরিকায় আসেন, পরেরবার আপনাকে নিয়ে আসার ইচ্ছে থাকল এই পথে। এতোই সুন্দর এই পথ যে, আমার মনে হয় আপনি কবিতা নয়, একেবারে মহাকাব্য লিখে ফেলবেন 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আরে আমি তো আমেরিকাতেই! তবে পুবে।
এদিকে তো অমন সৌন্দর্য নেই, তবু পেপার পড়ার চান্স পেলে চলে এসো।
নূপুর ভাই,
কোবে আসলেন আমেরিকায়?!
আমার ফোন ২১৩-৫৩১-৯৬০০... অথবা আপনারটা দেন...... কথা হবে, অনেক... অ-নে-ক...
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx