পোড়া কপাল আমার!!!

আমেরিকায় আসা অবদি আশেপাশে সুন্দরীদের ভীড় দেখে আমি তো পুরা টাশকি! এত সুন্দর মাইয়া আসে কোত্থেকে?- মনে মনে বেশ খুশি হয়ে ভাবি “এইবার মনে হয় শিকে ছিড়বেই” 😡 :shy:

কিন্তু একে একে পাঁচ মাস কেটে গেল, যেই লাও, সেই কদু =(( আমার কপালে আর :just: ফ্রেন্ড জোটে না। জাতি যদি মনে করে থাকে যে আমি ভীতু পোলা বইলা অগো কাছে ভিড়তে পারতাছি না, তাইলে বিরাট ভুল হবে। ঘটনা আসলে অন্য। কইতাছি,

– প্রথম দিন থেকেই আছি বিরাট সমস্যার মইধ্যে। কারন, এখানে আগে থেকে জানা না থাকলে বোঝার উপায় নাই কে কারে চায়। তার মানে, এই ধরেন গিয়া, একটা মাইয়া রে খুউউব ভালা পাইলাম। অনেক পরিকল্পনা কইরা… তারে এটা-সেটা খাওয়াইয়া……ইনাইয়া বিনাইয়া সাইজ কইরা… “আসল” কথাটা বলার পর…… প্রচুর সম্ভাবনা আছে যে সে বলে বসবে “বন্ধু হিসেবে আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু আমার যে মেয়ে-বন্ধু আছে” 😮 আরেকটা কিন্তু বিশাল ভয়ের বেপার আছে। কোন পোলা যদি বেশি বেশি খাতির দেখানো শুরু করে, সাথে সাথেই মনের মধ্যে কু ডেকে ওঠে “ব্যাটা আবার পিসিসিতে কোচিং করে আসেনিতো 😕 ”

একারনে, সাত সমুদ্র-অগনিত-নদী-খাল-বিল পার হয়ে এসেও আমার চিরকুমার সভা ছাড়া হল না। আফসোস!!!

৩,৪২০ বার দেখা হয়েছে

৪৬ টি মন্তব্য : “পোড়া কপাল আমার!!!”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অহন তো ২০০৯ সাল। আমি ভাবতাছি, আর ভাবতাছি! সিনিয়র সিসিবির শেষ ইনটেক কোন বচ্ছর ধরমু? মাহমুদ যখন আইছে, তাইলে ১৯৯০? নাকি কাইয়ুম রেও নিমু? আবার কামরুলরে ছাড়া টেকি হেল্প চামু কার কাছে? না বড়ই চিন্তায় আছি!! ~x( ~x( ~x(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. আলম (৯৭--০৩)
    সাত সমুদ্র-অগনিত-নদী-খাল-বিল পার হয়ে এসেও আমার চিরকুমার সভা ছাড়া হল না। আফসোস!!!

    আপনি কি বিয়া করতে আমেরিকা গেছেন? নিজের পায়ে কুড়াল মাইরেন না ভাই। :grr:
    ভাই দেশে আইসা বাঙ্গালী মেয়ে নিয়া যান। 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।