ঈদ মোবারক

অনেকদিন পর সিসিবি’তে আসলাম। ঈদের দিনে। বাংলাদেশে সবাই এখন কুরবানী নিয়ে ব্যস্ত। আর আমি সারাদিন ইউনিভার্সিটিতে ক্লাস করে এসে ক্লান্ত শরীর টেনে টেনে চারতলার বাসায় ঢুকলাম।

ঘণ্টা খানেক পর ঈদের দাওয়াতে গেলাম পাশের এক বাসায়। আজ বাংলাদেশী আর পাকিস্তানীরা ছাড়া আর সবাই ঈদের নামাজ পড়ল। বাংলাদেশীরা, আসলে বলা ভালো হানাফিরা, কাল ঈদের নামাজ পড়বে। কাল আমার ক্লাস বিকেলে। কাজেই, আমিও কাল জামাতে শামিল হবো। তারপর যা’ থাকে তা-ই খেয়ে দৌড়াবো ইউনিভার্সিটিতে।

আমার ঈদ যেরকমই হোক, আর সবাই যেন ভালো ভাবে হাসি-আনন্দের মাঝে ঈদ পালন করতে পারে- এই কামনা করি।

১,৫৪৯ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “ঈদ মোবারক”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    ঈদ মোবারাক মাহমুদ ভাই। শোনেন, দুঃক্ষ করেন না। এই ঈদে মজার চেয়ে দায়িতেও আর কাজের দাপই বেশী। সো, ধুমায় পড়াশুনা করেন! ব্যাপার না!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. মনজুর (৮৯-৯৫)

    তোর লেখায় কেমন একটা দুঃখ দুঃখ ভাব ..! ভাব লও ? :gulli2:
    ২ দিন ধইরা ঈদ করতাছো.. বেলা থাকতে ঘরে নতুন বউয়ের কাছে ফিরা আইছো.. ঈদের জামাত পরার আগেই দাওয়াত খাইছো.. তারপরও ‌‌'আমার ঈদ যেরকমই হোক' মানে কি?
    নাকি ২ বছর আগে :just: গার্ল ফ্রেন্ড নিয়া ঈদ আরো ভালো কাটতো? :gulti:
    জাতি জানতে চায় ..

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    ওও তুমি বাইঁচা আছো তাইলে। 😀 যাক বাবা আলহামদুল্লিলাহ।

    তোমার খবর নাই দেইখা আমি আবার কি না কি সব ভাইবা রাখছি, ছিঃ ছিঃ


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।