অনেকদিন পর সিসিবি’তে আসলাম। ঈদের দিনে। বাংলাদেশে সবাই এখন কুরবানী নিয়ে ব্যস্ত। আর আমি সারাদিন ইউনিভার্সিটিতে ক্লাস করে এসে ক্লান্ত শরীর টেনে টেনে চারতলার বাসায় ঢুকলাম।
ঘণ্টা খানেক পর ঈদের দাওয়াতে গেলাম পাশের এক বাসায়। আজ বাংলাদেশী আর পাকিস্তানীরা ছাড়া আর সবাই ঈদের নামাজ পড়ল। বাংলাদেশীরা, আসলে বলা ভালো হানাফিরা, কাল ঈদের নামাজ পড়বে। কাল আমার ক্লাস বিকেলে। কাজেই, আমিও কাল জামাতে শামিল হবো। তারপর যা’ থাকে তা-ই খেয়ে দৌড়াবো ইউনিভার্সিটিতে।
আমার ঈদ যেরকমই হোক, আর সবাই যেন ভালো ভাবে হাসি-আনন্দের মাঝে ঈদ পালন করতে পারে- এই কামনা করি।
ঈদ মোবারক ভাই ।
ঈদ মোবারাক মাহমুদ ভাই। শোনেন, দুঃক্ষ করেন না। এই ঈদে মজার চেয়ে দায়িতেও আর কাজের দাপই বেশী। সো, ধুমায় পড়াশুনা করেন! ব্যাপার না!
You cannot hangout with negative people and expect a positive life.
ঈদ মোবারাক মাহমুদ ভাই। শোনেন, দুঃক্ষ করেন না। এই ঈদে মজার চেয়ে দায়িতেও আর কাজের দাপই বেশী। সো, ধুমায় পড়াশুনা করেন! ব্যাপার না!
😮 😮
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:thumbup:
তোর লেখায় কেমন একটা দুঃখ দুঃখ ভাব ..! ভাব লও ? :gulli2:
২ দিন ধইরা ঈদ করতাছো.. বেলা থাকতে ঘরে নতুন বউয়ের কাছে ফিরা আইছো.. ঈদের জামাত পরার আগেই দাওয়াত খাইছো.. তারপরও 'আমার ঈদ যেরকমই হোক' মানে কি?
নাকি ২ বছর আগে :just: গার্ল ফ্রেন্ড নিয়া ঈদ আরো ভালো কাটতো? :gulti:
জাতি জানতে চায় ..
ঈদ মোবারক মাহমুদ।
কেমন আছিস?
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই,
ক্যামন আছি তা' কি আপনাকে বলার দরকার আছে? আপনে ত আমার খুব আগে বিয়ে করেন নাই।
আপনাকে+ভাবীকে ঈদের শুভেচ্ছা।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😀
চ্যারিটি বিগিনস এট হোম
সোহেল,
ঈদের দিনে ক্লাস করার ঠেলা তুই বুঝবি কি করে, তোর জন্য ত' অফিস-বাসা-রাস্তা-ঘাট, এমনকি ইন্টারনেটও বৃন্দাবন।
বাই দ্য ওয়ে, সিসিবি'তে কবেত্তে :-/
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ওও তুমি বাইঁচা আছো তাইলে। 😀 যাক বাবা আলহামদুল্লিলাহ।
তোমার খবর নাই দেইখা আমি আবার কি না কি সব ভাইবা রাখছি, ছিঃ ছিঃ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাইয়া, কেমন আছেন? ঈদের শুভেচ্ছা :hug:
চ্যারিটি বিগিনস এট হোম
ওও আপনি বাইঁচা আছেন তাইলে। যাক বাবা আলহামদুল্লিলাহ।
আপনার খবর নাই দেইখা আমি আবার কি না কি সব ভাইবা রাখছি, ছিঃ ছিঃ
ও ভাইয়া প্থম দাঁড়ির পর 😀 হইবো।
ভুলে বাদ পড়ছিলো।