ব্লগের ভাইবোন সকল,
আমার মৃত্যুদন্ডের রায় (আকদ) হয়েছে, বেশ খানিকটা ঘটা করেই। তবে রায় কার্যকর হবে মে মাসের কোন এক সময়।
জীবিত থাকলে অনেক কিছুই লিখা যেতো। এখন ত আর জীবিত না, তাই বেশি কিছু লিখতেও পারছি না। আমার হয়ে কিছু ছবিই কথা বলুকঃ
আমি বাদী, আর এই হলো বিবাদী
ফাঁসির রায় ঘোষনার আগে আমি
সে আর আমি
😀
রায় কার্যকরের অপেক্ষায় রইলাম....
মাহমুদ ভাই, রায় কার্যকরের দিন আমরা উপস্থিত থাকতে চাই। অপেক্ষায় রইলাম আপনার ফোনের।
আবারো প্যারাডাইজ লস্ট :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল,
কি আর করা!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন।
লাস্ট সেশনে এসে উইকেট দিয়ে দিলেন দাদা।
আর ক'টা ওভার দেখে খেললে দিনটা পেরিয়ে যেত 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( কিরে,তুই ও আমার মত ক্রিকেটিয় ভাষায় কমেন্ট্রি দেওন শুরু করছস!!!
ম্যশ, খিয়াল কইরা, খুব খিয়াল কইরা......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাস্ফু ভাই আর মানুষ হইলোনা । তাকে অতিস্বত্বর জাস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দেয়া হোক! :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
@ মাস্ফু ভাইয়া
সরি ভাইয়া , আর ভুল হবে না ভাইয়া। x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:(( আমিয়াবার্কিকর্লাম?! ~x(
মনে হচ্ছে তোর মাথায় গন্ডোগোল দেখা দিয়েছে। মৃত্যুদন্ড প্রয়োজন। :khekz:
🙁 ভাইজান ঈমানে কই আমি ভাবছিলাম এইডা পিন্টু(ওর আবার আমার মত ক্রিকেটিয় ভাষায় কথা কওনের বদভ্যাস আছে)।আমার ঘাড়ে কয়ডা মাথা 🙁 যে বড়ভাইয়ের লগে তুই তোকারি করুম? ভাইজান মনে কিছু নিয়েন্না-এইবারের মত ক্ষমাঘেন্না কৈরা দ্যান :(( :((
ভাই......ঢাল হিসেবে আমারে ইউজ করলেন? 😮 😮 ~x(
আপনার অবস্থা কেকেআর এর শাহরুখের মতই ,দল চাঙ্গা রাখতে চিয়ার লীডীং শুরু করতে চাইছিল,কিন্তু দল ঠিকই ফ্লপ মারতেছে :khekz:
হায় হায় হায় আল্লাগো এইডা কি করলাম আমি!!!!আমি ভাবছি এইডা পিন্টু :bash: :bash: :bash: কামরুল ভাই,আমারে মাপ কইরা দ্যান-লুঙ্গি নিয়া আপনের ডর্মের সামনে হাজির হয়া যামুনে :(( :((
লুঙ্গি নিয়া আসতে হবে না।
'একটি গাধার আত্মকাহিনী' নামে রচনা লিখে নিজেই ১০০ বার পড়।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
🙁 :((
অভিনন্দন মাহমুদ ভাই :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ রাশেদ। আগাম দাওয়াত রইলো।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কে খালি রাশেদ ভাইরে কেন??? আমরা কি দোষ করলাম??? 😕 😕
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
সামনে কত্তগুলা বিয়া-আদনান ভাই,আমিন ভাই,কাইয়ুম ভাই,মাহমুদ ভাই...আহাহাহাহা এই বছর তো খাইতে খাইতেই যাবে রে! 😀
আমিন আর মাহমুদ ভাইয়ের মাঝখানে যার নাম দেখতেছি , তিনি তো দাওয়াত দেয় নায়। :grr: ঘটনা কী মাস্ফু?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাইয়ুম ভাইয়ের আগে আপনের নামও দিয়া দিমু ভাবছিলাম তয় সাহসে কুলায়নাই :no:
একটা কোপ দিয়া ঘাড় থেইকা কল্লা ফালাইয়া দিমু না। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:(( :(( :((
:grr: :grr:
রবিন ভাই,আপনে আর কথা বাড়ায়েন না-মালয়েশিয়া থাইল্যান্ড দুই দেশেই ডজন খানিক মালয়েশিয়ান আর থাই মেয়ে চাইনিজ কুড়াল হাতে আপনেরে খুঁজতেছে...তাদের নাকি কি সর্বনাশ করছেন আপনে... 🙁
কামরুল ভাই এইটা মনে হয় " কল্লা" হবে না, কারণ গাছের তো কল্লা নাই! কোপ দিয়া গোড়া থেইকা কাইটা ফেলমু বলাটাই মনে হয় বাস্তবসম্মত, কি বলিস মাস্ফ্যু? :duel:
আহাহাহাহা এই বছর তো খাইতে খাইতেই যাবে
খাইসে রে ... বছর টাই খায়া ফেলবেন ? 😕
মাহমুদ ভাই!!!!!আপনের ফ্রেঞ্চ কাট কই গেল????!!!
রায় ঘোষনার সময় কাইটা দিছে 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ঠিকই ধরছে......(আক্ষেপের ইমো) (সম্পাদিত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাবী মাশাআল্লাহ পরীর মত সুন্দর-কনগ্রেচুলেশান্স মাহমুদ ভাই!!!! ইয়ে মানে,সিসিবির ব্যাচেলর পার্টির কথা মাথায় রাখছেন তো? ভাবীরা কয় ভাইবোন,কাজিন কয়জন,তাদের মধ্যে নারী কয়জন ইত্যাদি স্ট্যাটিসটিক্স অতি সত্বর আপলোড করেন :shy:
যথারীতি মাস্ফু নিজের ফর্মে চলে আসছে।
সাব্বাস বেটা, তোরে দিয়াই হবে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
- আপাততঃ এইটা জানাইয়া রাখি যে, তার নিজের ছোট ভাই এবং এক খালাতো ভাই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বৃক্ষ প্রজাতীর অন্তর্গত ;;;
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দিলেন তো লাইন আরো কিলিয়ার কইরা।
এইবার আপনি কিছু না করলেও মাস্ফু তার স্বজাতির ভাই-বেরাদারদের সুপারিশে কিছু একটা কইরা ফেলাবে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
🙁 এইখানে মাস্ফ্যু আইলো কইথিকা-
অফ টপিক-ইয়ে,শান্তাপি কি জানি জানতে চাইছিল উনার নয়া বইয়ের প্লট হিসেবে?ওই যে ডায়রেক্টর-নায়িকা না কি জানি? 😉
😮 😮 😮 কন কি?!!!!!!! আপনে জেসিসির ক্যাডেটের বড়বোনকে বিবাহ করতেছেন?!!!!ওয়েলকাম টু দা ফ্যামিলি দুলাভাই!!!!!!
🙂 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আপনের ওরিজিনাল শ্যালকের নাম আর ব্যাচ নাম্বার পারলে লেইখেন-দেখি চিনি কিনা...
নিচে কইয়া দিছি। এইবার কোক খাওয়ান 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কাজিন কয়জন,
আমি কাজিন এর দোস্তেগ ভইনের নাম্বার টা জানতে চাইসিলাম :dreamy:
ধূররর......খেলুম না। সবাই খালি আমার বউরে সুন্দর কয়। অথচ আমার একটা সেইরিকম ড্যাসিং ছবি দিছি, কেউ সেটা দেখে না
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আপনার একটু হাসিখুশি টাইপের ছবি দিলে "মৃত্যুদন্ড পাইয়া খুশি আর ধরেনা" --- টাইপের কমেন্ট যাইতো।
কনগ্রাচুলেশন ভাইয়া :party: :party: ,দাওয়াত খাইতে চাই,
আর ভাবি মাশাল্লাহ :dreamy:
ধন্যবাদ শাহরিন। খাওয়া-দাওয়া হবে, তবে খুব শীঘ্রই সম্ভব না মনে হচ্ছে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কংগ্রাচুলেশন ভাইয়া।
ভাবী কি হাসান ভাই (সন্ধি- ঝকক ৯৯-০৫) এর বড় বোন? 😀
:grr: তাইলে তো এখন আমরা আপনার শ্যালক গোত্রীয়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নো কমেণ্ট 🙂 (সম্পাদিত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমার রুমমেট এর কাজিন।
রুমমেটের নাম তো জাতি আগেই শুনে ফেলেছে।
😮 আপনে সন্ধির বোনরে বিয়া করতাছেন!!!!!সন্ধি ক্লাস সেভেনে আমার ডর্মের ক্যাডেট ছিল!!!!
ওরে আল্লাহ......ভাই আপনি তো মনে হয় মৃত্যুর পর পরীস্থানে যাইতেছেন......... 😉 :boss:
ক্যাডেটদের পছন্দ আসলেই বস :clap: :shy:
মেরা নাম্বার কাব আয়েগা :dreamy: :bash:
মাত্র বছর চল্লিশ পরে। 😛 ২০০৬ সালে পাস কইরা এখনি চায়, লুজ্জা নাই? : :grr: :grr:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আজকালকার ডিজুস পোলাপানগুলার আদব লেহাজ গজাইনাইক্কা x-(
সিনিয়িরগো তুমি কয়......এইখানে আবার কয় ''লজ্জা নাই""......হাতের কাছে পাইলে তরে 😡
এখনকার পোলাইনের আবার সিরিয়াল লাগে না কি? (সম্পাদিত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আচ্ছা ,এই সম্পাদিত এর কাহিনীটা কি???
এইটা নিয়ে আমিও হালকা টেনশিত- কারণ, সামান্য কিছু এডিট করলেই এই 'সম্পাদিত' ট্যাগ চলে আসছে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন মাহমুদ ভাই। আপনাদের সুখী জীবন কামনা করছি ...
ধন্যবাদ স্বপ্ন...।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন দুলাভাই।
নাম্বার টাম্বার বুঝি না :grr: এখন শুধুই দাওয়াতের অপেক্ষা 😀
মাহমুদ ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ইয়াল্লা মাহমুদ ভাই 😮
আপনি রংপুরের পোলা! যদি খাওয়া না পাইছি তাইলে :gulli: :gulli: :gulli2:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
অভিনন্দন মাহমুদ ভাই। 🙂
আমার বন্ধুয়া বিহনে
তোমাকেও......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন মাহমুদ ভাই । ওয়েলকাম টু ডেডলি ওয়ারিয়র (ক .রা . ফয়েজ ভাই) ।
তোমাকেও অভিনন্দন (যদিও টেলিফোনে আগেই হয়ে গেছে একবার)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন মাহমুদ ভাই 🙂
অভিনন্দন রইল। খুব সুন্দর বউ তোমার।
ধন্যবাদ ভাইয়া
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আহারে বেচারা... 🙁
কিই বা এমন বয়স হয়েছিল... :dreamy:
অথচ... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহা :no: :no:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন ভাইয়া ও ভাবী
ভাবী পুরাই ডানা কাটা পরী
আপনাদের বিবাহিত জীবন অতন্ত্য সুখের ও দীর্ঘ হোক
ধন্যবাদ ভাবী
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন মাহমুদ। সব লেখালেখি লাটে উঠলো বলে। 🙁
ধন্যবাদ ভাইয়া। কিন্তু ঐটা কি কইলেন ? :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
তোমার দুইটা বউএর একটা ছবি কেন? নাকি খুশিতে ছবি ঠিক মতো লোড করো নাই?
ব্লগের এডু মডু বধূবরণের একটা ইমো চাই। ব্লগে তো মনে হয় বিয়ের ধূম লাগবে। বউদের তো আর ফ্রন্টরোল দেওয়া যায় না। তাদের জন্য দরকার এগরোল, চিকেনরোল কিম্বা কূলায় দুর্বাঘাস বা ধান জাতীয় কিছু এক্টা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু, সবগুলো ছবির সাইজ ১০ মেগা'র উপরে। এক বন্ধুরে কয়া মাত্র এই তিনটা ছবি ২ মেগা'র মধ্যে নিয়ে তারপর পোষ্টাইলাম। আর এর সাথে নেটের স্পীড ত একটা বিরাট ঝামেলা... :bash:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই ব্যাপক অভিনন্দন। তবে আমি আপনারে এতদিন জ্ঞানী বলেই জানতাম... 😀
ভাবীতো আসলেই ডানাকাটা পরী। ডানাটা না কাটলেও অবশ্য চলতো। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
- বিয়ের পর দার্শনিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় (যেমন, সক্রেটিস!) 😉
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন ভাইয়া, বৃক্ষ পরিবারে স্বাগতম। পরবর্তি জীবন সুখী থাকুন। ফয়েজ ভায়ের জন্মদিনের দোয়া কি বিবাহের ক্ষেত্রে কার্যকর থাকবে?? :-/ :-/
:hatsoff:
:clap: :clap: :clap: অভিন্দন ভাইয়া
ভাবী তো মাশাল্লাহ :dreamy: :dreamy:
বিয়া খাইতে চাই , দাওয়াত কবে পাব ? :guitar: :guitar:
আপনাদের দুইজনকেই চমৎকার লাগছে! 🙂
আপনাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক মাহমুদ ভাই।
কংগ্রাচুলেশন ভাইয়া 🙂
ভাবী খুউব সুন্দর।
ইশ, আমি একদিনব্লগে আসি নাই এই সুযোগে সবাই ধুমধাম বিয়ে করে ফেলতেছে! :clap: :clap:
মাহমুদ ভাই, অনেক অনেক অভিনন্দন। এরকম মৃত্যু সকলেরই হোক, এই কামনা করি! ভাবীকেও অভিনন্দন! 😀
এর পরের পোস্টটা নির্ঘাৎ "মৃত্যুর পরে জনপ্রিয়তা নিয়ে আমার সমাজ ভাবনা" ধরনের কিছু একটা হইবো! আগেই পাঁচ দিলাম! :))
ধন্যবাদ আন্দালিব।
আমার পরের পোষ্টের বিষয় নিয়ে তোমার অনুমান প্রায় সঠিক...... 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
=))
চ্যারিটি বিগিনস এট হোম
এমন মরা কবে মরবো :(( :(( :(( :(( :(( আগে দাওয়াত, তারপর দোয়া।। :grr: :grr: :grr: :grr:
কংগ্রাচুলেশন ভাইয়া।
প্রথমেই অভিনন্দন।
তবে মাহমুদ ভাই, আসল কথা হইতেছে লেখায় ঢেলামি আসলে কিন্তু ভাল হবে না। নতুন লেখা দূরের কথা আপনার ইতিমধ্যেই কতগুলা লেখা জমা পড়ে গেছে সেটা মনে আছে তো? বহুত ব্লগে বলছেন এই বিষয়ে পরে আলোচনা হবে, বা এই নিয়া পরে আরেকটা ব্লগ দিতেছি- আর খবর নাই। এইসব মাথায় রাইখেন। 😀
ভাইরে,
আগে ত' জান বাচাই। তারপর লেখালেখির কথা ভাবা যাবে.........।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি ভাবীর সাজ,শাড়ি,গহনা,লুক সব দেখে পুরাই মুগ্ধ ।অসাধারণ সুন্দর লাগতেছে,নেটে বা ম্যাগাজিনে ব্রাইডাল কালেকশানের যে ছবি থাকে,ওগুলো থেকেও জোশ।কাল থেকে শুধু এই ছবিগুলো দেখছি আর ভাবছি !
আসল কথা তো ভুলেই গেলাম,অভিনন্দন মাহমুদ ভাই :dreamy:
দিলা ত তা'রে মাথায় তুইল্যা। এখন ক্যামনে যে নামাবো ~x( :bash:
(প্রশংসার জন্য ধন্যবাদ)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
করছেন কী???
শ্যাস, আরেকটা উইকেট পড়লো, আহারে ফুকো ভাই বড় ভালো লোক ছিল... :দীর্ঘশ্বাসের ইমো:
আফা/ভাবী তো পুরাই হুরপরী। সিসিবির ভাবীরা তাড়াতাড়ি আইসা বধূবরণের আয়োজন করেন।
ভাবীরে অবশ্যই সিসিবিতে নিয়া আসবেন, এইডা আমাদের সবার দাবী।
নয়া নওশা আমিন ভাইরেও একই কথা।
ভাবীরা তো তাও সিসিবিতে আসে, কিন্তু দুলাভাই বা _____ (ছোট বোনদের জামাইদের কি বলে ??? যাই হোক শুন্যস্থান পুরন করে নিতে হবে) রা তো কেউই আসে না ......
অনেক অভিনন্দন ভাইয়া। :guitar:
আমিও মরতে ছাই......... :(( :(( :(( :(( :((
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
:-o:-o (সম্পাদিত)
R@fee
পড়ুনঃ 😮 😮
R@fee
এক দফা এক দাবি,
সিসিবিতে আপনাকে চাই ভাবি
- দাবী জোড়ালো হলে আমি চেষ্টা করে দেখতে পারি 😉
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাই,আপনার পরকালীন জীবন সুখের হোক।
ভাবীর চেহারা এত্ত সুন্দর!! সোনায় সোহাগা জুড়ি। আম্রো মরতে মঞ্চায় :dreamy: :dreamy:
এতো অল্প বয়সে? কি দরকার???
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অভিনন্দন মাহমুদ ভাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂
মাহমুদ ভাই আমাকে চিনলেন? ভাবী তো মাশাল্লাহ! বহুত বহুত অভিনন্দন আপনাদের দুইজন কে। আপনার পরকালীন জীবন সুখের হোক 😀 ।
হুম, তোমাকে না-চেনার কোন কারণ নাই; তুমি আমার হাউসের পোলা।
ধন্যবাদ পরকালের সুখী জীবন কামনা করার জন্য।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি খালি আপনার হাউসের পোলা না আপনার উত্তরসূরীও ছিলাম :shy: । একখান কথা বাদ পরসে, আপনাকেও চ্রম লাগতেসে 😛 আর দুইজনকে এক সাথে পুরা মেড ফর ইচ আদার 😀
শোয়েব ভাই :hug: :hug: :hug:
কেমন আছেন ?? 🙂 অনেকদিন পরে আপনাকে দেখলাম......( আমি মাশফিক, ২৪তম ইনটেক )
আরে সেইদিনের সেই পিচ্চি এখন কত্ত বড় হইসে। :hug: :hug:
কি খবর তোমার? মিয়া যা কাম করতেসো তোমার রোকেয়া কিবোর্ড নিয়া এক্কেবারে ফাটাফাটি। একি লাইনের মানুষ হয়েও সিনিয়রকে লজ্জায় ফেলে দিতাসো। কখনো কোনো দরকার লাগ্লে জানাইয়ো 🙂 ।
অভিনন্দন মাহমুদ ভাই। :clap: :clap:
আমি এতো দেরী করে কমেন্ট করলাম x-( x-(
own টাইম :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
মাহমুদ ভাই,কনগ্র্যাটস!
ভাবী পরী,আপনি পর :))
ভাবী কনে,আপনি বর :))
:khekz:
তুমি খাতা, আমি কলম।
আমি ব্যাথা, তুমি মলম।।
:dreamy: :dreamy:
চ্যারিটি বিগিনস এট হোম
আনসার টু দি পয়েম অফ আহমদ ভাইঃ
আমি গাড়ী,তুমি বাড়ি
আমি পুরুষ,তুমি নারী :)) :))
:)) :))
চ্যারিটি বিগিনস এট হোম
মাহমুদ ভাই, (৯৮-০৪) , মিয়া আপনে তো কলেজের চেয়েও বড় ফ্লপার হয়া যাইতেছেন। একটা ছুরি দ্যান, বাঁইচা থাকতে ইচ্ছা করতাছে না :((
অভিনিন্দন মাহমুদ+ভাবী।
ফেসবুকেই পরথম খবর পাইসিলাম।
তোর বউ ... মাশাল্লাহ দারুন কিউট।
তোরেও হেব্বী লাগতাসে।
তোরা বেড়াতে আসিস আমাদের বাসায়।
চ্যারিটি বিগিনস এট হোম
গুটবাই :duel: :duel: :dreamy: :dreamy:
জটিল জিনিস শিখাইলেন ভাই, গুটবাই।
মাহমুদ ভাইয়া, কুলখানীর দাওয়াত (বিয়ের ৩দিন পার হয়ে গেছে না ??) তো দিলেন না, চল্লিশার দাওয়াতটা দিয়েন 😐 😐
জান্নাতবাসী হওয়ার জন্যে অভিনন্দন 🙂 🙂
নাম্বার টাম্বার বুঝি না এখন শুধুই দাওয়াতের অপেক্ষা
মাহমুদ ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন :guitar:
:party:
কগ্রেচুলেশন মাহমুদ ভাই।
অভিনন্দন মাহমুদ ভাই। আপনার সুখী জীবন কামনা করছি । 🙂
শুভকামনা ভাই এবং ভাবি ..
সিসিবি কেন আইলাম গো
......ভাবি বাচাও গো 😀
ভাই কামেরার রেযুলাসন কত ?
বিবাহের বিজ্ঞাপণ ...
পোলাপাইন আর দেরি করিস না
(বস, মৃত্যুদন্ডের রায়ে তো দেখি আপ্নে ভালই খুশি টাইমে আছেন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥