‘মানুষ সামাজিক জীব। সে একা বাঁচতে পারে না। জীবনে চলার পথে বেঁচে থাকার জন্য মানুষের সংগীর প্রয়োজন। এভাবেই গঠিত হয় সমাজ……………….’ :-B
-তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা সমাজ বইতে এসব একই বাক্য পড়তে থাকলে কে আর একা বাঁচতে চায় বলুন? তখন সবাই বেমালুম ভুলে বসে থাকি, ‘আসবার কালে আসলাম একা, যাইবার কালেও যাইব একা…’
তবুও আমরা ভালোবাসি। যখন আমরা ভালোবাসি কাউকে, তখন ভাবি, ‘ভালোবাসার থেকে সুন্দর আর কিছু নেই।’ আর যখন কারো ভালোবাসা-বঞ্চিত হই, তখন ভাবি, ‘ভালোবাসা বড়ই নিষ্ঠুর,ভালোবাসা যতটুকু দেয়,তার থেকে বেশি নেয়।’ হায়রে বিধাতার খেয়াল…….. হায়রে অবাক ভালোবাসা………..
………… আজ জীবনের ২২-তম বসন্ত পার করছি। এখনো কোন ১লা ফাল্গুনে বাসন্তী রঙ এর শাড়ী পড়া কারো হাত ধরে ‘বসন্ত-বরণ উৎসব’ দেখতে যাওয়া হয়নি। কোন ২রা ফাল্গুনে সকাল বেলায় সুদর্শনা বংগদেশী ললনার খোঁপায় একখানা লাল গোলাপ গুঁজে দিয়ে বলা হয়নি ‘ভালোবাসি তোমাকে।’ ১৪ই ফেব্রুয়ারী তারিখটাকে সবাই জানি ‘ভ্যালেন্টাইন’স ডে’ হিসেবে; কিন্তু এর নিচে আড়াল করে ফেলি ২রা ফাল্গুন>> ‘বিশ্ব ভালোবাসা দিবস’-কে! হায়রে বাঙ্গালী!…..এটা অনেকটা রিকশাওয়ালাদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ না চিনে ‘ঢাকা ইউনিভার্সিটি’ চেনার মত!……..
১৪ই ফেব্রুয়ারীকে সামনে রেখে প্রেমিক-প্রেমিকারা কত কিছুই না প্ল্যান করে! আমি একবারই এই দিনটা নিয়ে চিন্তিত হয়েছিলাম, সেটা ২০০৬ সালে। দিনটা আসার আগেই কলেজে চলে যেতে হবে, তাই ভাবলাম, লাল গোলাপ যাওয়ার আগে দিয়েই যাব। দিন-তারিখে আর কীই-বা আসে যায়! অনুভূতিটাই আসল……..।
যেই ভাবা, সেই কাজ। মনের একটা স্বত্তা যুক্তিহীনতা মানে না, আরেকটা স্বত্তা যুক্তি-তর্ক মানতে চায় না। আর কথায় আছে, ‘ভালোবাসা কোন যুক্তি মানে না।’ দ্বৈত-স্বত্তার দ্বৈরথে তাই ‘যুক্তি-না-মানা’ স্বত্তাই জয়ী হল। টেলিফোনে আলাপ করে ঠিক করলাম, ঠিক দুপুর ১ টায় ‘তাঁর’ বাসার ফ্ল্যাটের দরজার সামনে একটা গোলাপ ফুলের তোড়া রেখে আসব, ‘সে’ দরজা খুলে তুলে নিবে। বুদ্ধিমত্তার ধার না ধেরে ১৫টা লাল গোলাপ কিনে তোড়া বানিয়ে জায়গামত রেখে এসেছিলাম। ২ ঘন্টা পর ফোনে জেনেছিলাম, তোড়াটা ‘সে’ পায়নি। তখন ভেবেছিলাম, আমার ভ্যালেন্টাইন গিফট কোন ফকির বা ময়লাওয়ালা নিজের ভ্যালেন্টাইন গিফট মনে করে নিয়ে চলে গেছে। ২ বছর পর জেনেছিলাম, তোড়াটা ‘সে’ পেয়েছিল ঠিকই, কিন্তু স্বীকার করতে পারেনি। কারণ,………..
…………..কারণ, ততদিনে ‘সে’ আমার নেই, অন্য একজনের হয়ে গেছে। আমার গিফট স্বীকার করা মানে যে আমার ভালোবাসা কে স্বীকার করা আর ‘তাঁর’ সদ্য পাওয়া ভালোবাসার সাথে প্রতারণা করা! ‘সে’ সঠিক সিদ্ধান্তই নিয়েছিল সঠিক সময়ে। আমি পারিনি। ভেবেছিলাম, আগে Right moment আসুক, তারপর ভালোবাসার কথা প্রকাশ করব। বহুত দেরী করে ফেলেছিলাম, বুঝতেও পারিনি, বুঝার সুযোগও পাইনি, কারণ ‘সে’ বন্ধু হারানোর অজুহাতে সব গোপন রেখে গেছে। যেদিন জানলাম, আমার ভালোবাসার মানুষটা প্রায় দেড় বছর আগে থেকেই একজনকে মন দিয়ে বসে আছে, সেদিন আমার করার ছিল না কিছুই, পরদিন কলেজে চলে এসেছি। কোন দাবী ছিল না তার কাছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। আমার মনের সেই যুক্তিভক্ত স্বত্তাই শেষ পর্যন্ত বিজয়ীর ভঙ্গিতে ঘোষণা করল, ‘Right moment never comes stupid, right moment always has to be made by yourself!’ 😡
এরপর প্রেম এসে মনের দরজায় কড়া নেড়ে গেছে কয়েকবার, সাড়া দেইনি। কারণ ভিতর থেকে সাড়া পাইনি। মেয়েগুলোকে ফিরিয়ে দিতে মোটেও ভাল লাগেনি। তারপরও দিয়েছি বিবেকের তাড়নায়। কেননা,ভালোবাসার নামে কারো মন নিয়ে খেলাধুলা করাটা আমার কাছে নিষ্ঠুরতা মনে হয়। কাজেই এই ২২ বছরের জীবনে কেউ প্রেম-বিষয়ক অভিজ্ঞতার কথা জানতে চাইলে দুই চরণেই সবকিছুর সারমর্ম বলে দেই,
“যাকে চাই,তাকে ভুল করে চাই,
যাকে পাই,তাকে চাই না।” =((
বুঝতেই পারছেন, আমার নিজের কথা লিখতে গেলে তা মোটেও তো ‘রোমান্টিক’ হবেই না, বরঙ রীতিমত ‘প্যাথেটিক’ হয়ে যাবে। তাই আমার ঘনিষ্ঠ এক বন্ধুর প্রেমের গল্প শোনাই। আমাদের ব্যাচে বন্ধুটার প্রচলিত নাম ‘বুড়া’।এর ব্যুৎপত্তি বিশ্লেষণে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যে ব্যাখ্যা দাঁড় করানো গেছে তা হলঃ
“কথিত আছে, প্লাইস্টোসিন যুগে সৃষ্টিকর্তার জীব-জন্তুদের প্রতি মায়া হওয়ায় তিনি দুনিয়ায় রাখাল পাঠাবেন বলে মনঃস্থ করলেন। মেসোজোয়িক যুগে যখন ডাইনোসরদের ব্যাপক আধিপত্য চলছে, তখন এই বিশিষ্ট রাখাল-বালক স্বরূপে আবির্ভূত হলেন। অত্যন্ত প্রতাপের সাথে ডাইনোসর চরাতেন তিনি। আর তাই তাকে ‘ডাইনোবয়’ উপাধি দেয়া হল।ডাইনোসর বিলুপ্ত হল, কিন্তু বিধাতার আজব খেয়ালে তিনি দীর্ঘায়ু লাভ করলেন। একে একে সকল যুগ পার করে যৌবন-সায়াহ্নে এসে তিনি ঠিক করলেন, ক্যাডেট কলেজে ভর্তি হবেন, ক্যাডেট হবেন…..।’’
উপোরোক্ত প্রতিটা শব্দই চাঁপা এবং এর কারণ আমার এই বিশিষ্ট বন্ধুটা ভয়ানক চাঁপাবাজ। সে যখন গম্ভীর ভাব নিয়ে বলে, ‘কত ডাইনোসর পিটায়ে মানুষ করলাম জীবনে আর তুই তো……’ , তখন আসলেই বাচ্চা-কাচ্চারা মনে করে, ডাইনোসর পিটিয়ে মানুষ বানানো সম্ভব!!(অন্তত মাসরুফ ভাই তো মানুষই ,নাকি! :khekz: )
………তো ডাইনোবয় ক্যাডেট হলেন, ক্যাডেট কলেজ থেকে আমাদের সাথে বেরও হলেন। কিন্তু যৌবন লুপ্ত হয়ে যাচ্ছে ভেবে তিনি যারপরনাই চিন্তিত হয়ে উঠলেন। ঠিক করলেন, এতদিন একা ছিলেন, এখন সঙগী জোটাবেন। আর আমরা এই সুযোগে তার নামের বিবর্তন ঘটিয়ে রাখলাম, ‘বুড়া’।
স্নাতকে ভর্তি হয়ে সদ্য বার্ধক্য প্রাপ্ত বুড়ার হৃদয় প্রেমগাহে স্নান করবার জন্য উথালপাতাল করতে থাকল। একটা মেয়ের সাথে তার সখ্যও গড়ে উঠল, কিন্তু পানি আর তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারল না। মেয়েটা এর মধ্যেই আরেকজনের প্রেমদীঘিতে স্নান করে ফেলল। আশাহত বুড়ার মন থেকে একটার পর একটা দার্শনিক উক্তি উৎসারিত হতে থাকল। যেমন- “একটাই তো মন,কয়জনকেই আর দেয়া যায়!’’…… “মেয়েদের কোন বিশ্বাস নাই,এই আছে এই নাই।’’…ইত্যাদি,ইত্যাদি। :no:
ডিপ্রেশন কাটানোর জন্য আমার আরেক বিশিষ্ট বন্ধু বুড়াকে একখানা মেয়ের নম্বর জোগাড় করে দিল। মেয়েটা সম্পর্কে বন্ধুটার বোনের বান্ধবী হয়। যাই হোক, আশাহত বুড়ার জীবনে আশা আনয়নের এই প্রচেষ্টাই এক নয়া দিগন্ত উন্মোচন করল। রাত ১২টা বাজত, আর বুড়া সুরসুর করে মোবাইলখানা পকেটে ভরে রুম থেকে বেরিয়ে যেত, ফিরত এক-দুই ঘন্টা পর, সন্তুষ্ট মুখে। এভাবে, এক-দুই সপ্তাহ যাবার পর সে আমাকে বলল, ‘চাচা,বৃহস্পতিবারে রাজশাহী যামু।’ উল্লেখ্য, বন্ধু মহলে প্রেম-সংক্রান্ত তত্ত্ব-জ্ঞানে পারদর্শিতা, ১ম স্যাকামাইসিন সেবন, নারীবিষয়ক সবজান্তামূলক ভাবভঙ্গি প্রদর্শনসহ আরো নানাবিধ কারণে আমি সবার ‘চাচা’ হয়ে গেছি! তো বুড়ার এই অকস্মাৎ অনাকাংখিত রাজশাহী যাবার কারণ আমি বুঝলাম না। জিজ্ঞেস করলাম, ‘ভাস্তে,কাহিনী কি? প্রপোজ-থপোজ জাতীয় কিছু নাকি?’ আমার শংকাকে সত্য প্রমাণ করে সে লাজুক ভঙ্গিতে জবাব দিল, ‘জ্বী চাচা,ভাবতেছি করে দিমু, দেখি কি হয়, কিন্তু কেমনে করমু বুঝতেছি না।’ আমার ক্যাডেট সত্ত্বা টীজ করার এমন সুযোগ পেয়ে আহ্লাদিত হয়ে উঠল। কিন্তু ততদিনে ‘চাচা’ উপাধি আমাকে আসলেই একটা মুরুব্বীয়ানা ভাব এনে দিয়েছে। তাই চিন্তিত মুখে বললাম, ‘ভাস্তে, এত তাড়াতাড়ি কম জেনে-শুনে একটা মেয়েকে প্রপোজ করাটা কি ঠিক হবে? আপনে ভাল করে ভেবে দেখছেন ব্যাপারটা, যদি রেজাল্ট নেগেটিভ হয়, তাইলে….’
সে কনফিডেন্টলি উত্তর দিল, ‘চাচা, আমি কথা বলে আমার চিন্তাভাবনার সাথে ওর চিন্তাভাবনার ভালোই মিল পাইছি। মনে হয় আমার সাথে তার মেন্টালিটি ম্যাচ করে যাবে।আমার ওকে দেখতে ইচ্ছা করতেছে। যাই দেখা করে আসি, নেগেটিভ-পজিটিভ কোন ফ্যাক্টর না……’ ।আমার দার্শনিক চিত্ত চিন্তা করল, ‘হায়রে দুনিয়া,কত ফাস্ট মানুষ ‘প্রেম থেকে পড়ে’ আর কত ফাস্ট মানুষ ‘প্রেমে পড়ে’!’ মুখে বললাম, ‘তা ভাস্তে। কেমনে প্রপোজ করবেন, ভাবছেন কিছু?’ সে বলল, ‘কি আর দিমু, ফুল…..স্বাভাবিক ভাবেই লাল গোলাপ!’ আমি বললাম, ‘তাইলে ভাস্তে এক কাজ করেন, একটা গোলাপ ফুলের তোড়া এক হাতে নিয়ে যাবেন, আর আরেকটা মাত্র গোলাপ ফুল আরেক হাতে নিয়ে যাবেন। আগে তোড়াটা দিবেন, পরে একটা ফুল দিয়ে ‘তিন-শব্দ’ মাইরা দিবেন, মনে হয় কাহিনী হয়ে যাবে!’ সে হাসতে হাসতে বলল, ‘ওরে সারছে চাচা, এইরাম তরিকা কোন সিনেমায় ছিল? ভালোই বললেন তো!’ নিজের জীবনে গোলাপ ফুলের তোড়া নিয়ে যে ছিঃনেমা হয়ে গেছে,সেটা আর প্রকাশ করলাম না। :bash:
তো যথারীতি নতুন শার্ট-প্যাণ্ট, জুতা পরে আমার ‘বুড়া’ বন্ধু বৃহস্পতিবার রাতে রাজশাহীতে প্রেমের উপাখ্যান রচনা করতে গেল। শুক্রবার সারাটা দিনে কয়েকবার চেষ্টা করেও আমরা কয়েকজন তার খোঁজ নিতে পারলাম না। চিন্তায় ছিলাম। সেদিন সন্ধায় আবার ঢাকায় ধানমণ্ডি স্টার হোটেলে এক বন্ধু আমাদের খাওয়ানোর কথা ছিল।আমরা স্টারে পৌঁছানোর মিনিটদশেকের মধ্যে বুড়াও রাজশাহী থেকে সেখানে হাজির। ক্লান্ত-বিদ্ধস্ত বুড়ার চেহারা দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ‘ইয়ে ভাস্তে,খবর কি? শহীদ নাকি গাজী?’ সে একগাল হেসে জবাব দিল, ‘চাচা, আপনার আইডীয়াটা সে লাইক করছে। পুরাই গাজী!!” আমি আর কি বলব! এত খুশি লাগল, মনে হল জড়িয়ে ধরি, কিন্তু স্টার-ভর্তি লোকজন ‘ভুল’ বুঝতে পারে ভেবে কিছু করলাম না! সবাইকে খবরটা আমিই জানালাম। পুরাটা সময় বুড়ার প্রেম-সূচনা শুনতেই পার হয়ে গেল, যার দাওয়াত খেতে গিয়েছিলাম, তার কথাই সবাই ভুলে গেলাম!….. এভাবেই বুড়ার জীবনে ‘বুড়ীর’ আগমন। :hatsoff:
মোবাইলের কল্যাণে তাদের যোগাযোগ চলতে থাকে। মাঝে মাঝে রাজশাহীও যাওয়া হয়। বুড়ার ক্লাস-পার্ফর্মেন্সও অনেক ইম্প্রুভ হয়। এভাবে চলতে চলতে একদিন বুড়া আমাকে জানালো, ‘চাচা,আমার আব্বা-আম্মা ওকে দেখতে চাইছে। কালকে নাইটে ওকে ঢাকা নিয়াসমু আর সকালে বাপ-মার সাথে দেখা করায়ে রাজশাহী দিয়ে আসমু।’ আমি আকাশ থেকে ১০-১২ বার পড়লাম! বললাম, ‘ অ কি কইলেন ভাস্তে! এত্ত তাড়াতাড়ি জানাই দিছেন ফ্যামিলি রে?!! যদি কোন গ্যাঞ্জাম হয়, ব্যাপারটা কেমন হবে বলেন তো!?’ ভাস্তে বলল, ‘ব্যাপার না,দেখি কি হয়।’ আমি বললাম, ‘আচ্ছা ভাস্তে। আপনার যা ভাল মনে হয় করেন, আপনার লাইফ, আপনার ডিসিশন…..সমস্যা নাই, আমরা থাকমুনে ওইসময়’
‘বুড়ী’-কে নিয়ে নাইটে ঢাকা আসল বুড়া। বুড়ীকে একটা হলের বান্ধবীর রুমে ফ্রেশ হওয়ার সুযোগ দিয়ে নিজে একটা ছোট ঘুম দিয়ে নিল। মাঝখানে একবার এসে আমি দেখে গেলাম, বুড়া ঘুমাচ্ছে। ১২টার দিকে বুড়া আমাকে ফোন দিল, ‘চাচা,আমার ফ্যামিলি আসছে। আপনি কি আসবেন?’ আমি আসতেছি বলেই দৌড় দিলাম। গিয়ে যা দেখলাম তাতে চক্ষু পুরাই ছানাবড়া হয়ে গেল! বুড়ার ফ্যামিলি না-পুরা চৌদ্দ গুষ্ঠীই আসছে। আমাদের কয়েকজনের সাথে বুড়া তার পরিবার্বর্গের সাথে পরিচয় করায় দিল। এত্তগুলা মানুষ আর এর মধ্যে অপরপক্ষের একমাত্র প্রতিনিধি পাত্রী নিজে!! আমি নিজেই নার্ভাস হয়ে পড়লাম। মেয়েটা পজিটিভ থাকতে পারবে তো! বাংলাদেশে পাত্রী দেখতে যাওয়ার ইতিহাস তো অতটা সুখকর নয়! কিন্তু আমাদের অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই বুড়ী পুরা পরিবারটাকেই আপন করে নিল। আমরা বাকি বন্ধুগুলা এই মিলনমেলায় নিজেদেরকে বেমানান ভাবলাম। নামাজে যাওয়ার অজুহাত দেখিয়ে চলে আসলাম। আমার কী কারণে ভাল লাগছিল জানি না, কেন মিটীমিটী হাসছিলাম তাও জানি না, কিন্তু প্রথম দেখাতেই বুড়ী আমার শ্রদ্ধা ও সম্মানের পাত্রী হয়ে গেল……. :salute:
পরের সময়টুকুতে যা যা ঘটেছিল তার কতকটা ভাস্তে আমাকে শুনিয়েছিল এইভাবে, “চাচা,আর বইলেন না। ভাবলাম, আম্মা একটু খাস্টা হবে ওর উপরে। ঘটনা দেখি পুরাই উল্টা। এক্কেবারে পিরীতের আলাপ দুইজনের মধ্যে! আমার বৌ(!) তো রীতিমত আমার নামে কম্পলেইন করে বসছে, আন্টি আপনার ছেলে পড়াশুনা করে না, গেমস খেলে খালি! আম্মা বলে, মা! তুমি ভালো করে বুঝায়ে ওরে লেখাপড়া করাইও! পরে দুজন মিলে আমারেই ঝাড়ি দিল!” আমি বাকরুদ্ধ। মনের দার্শনিক-চিত্ত চিন্তা করল, ‘অবাক দুনিয়া, স্বপ্ন দেখতেছিনা তো! কোথায় এর বাপ-মা আর কোথায় আমার টা! আর কোথথেকে এই বূড়ী আইসে সব উল্টায় ফেলল!!’…. 😮 …….একটা কথা অবশ্য বুড়া বলেছিল, ‘চাচা,দোয়া কইরেন, এরকম মিল যেন থাকে। কোন ক্রমে আমাদের ঝামেলা দেখা দিলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে।’
শীতকাল। বুড়ার ঠাণ্ডা লেগেছে। মাফ্লার গলায় প্যাঁচালে চুলকায়। এ কথা শুনে বুড়ি তার একটা ওড়না বুড়াকে পাঠিয়ে দিল। বুড়া সেটা গলায় জড়িয়ে রুমে পড়াশুনা করে, ঘুমায়। আমরা মজা পাই, টিজ করি। কিন্তু আমি মনে মনে ভাবি, ‘হায়রে অবাক ভালোবাসা!……; O:-)
বুড়া-বুড়ীর রসায়ন দুর্বার গতিতে চলছে। গত ভালোবাসা দিবসে নিউ মার্কেটের ‘আর্চিস’ থেকে কিউট একটা ‘বেবী-ডল’ কিনে বুড়া বুড়ীকে কুরিয়ার করে পাঠিয়েছিল। আমিও সাথে ছিলাম। টিজ করেছি, ‘এইটা হইল বুড়া-বুড়ির প্রথম বাচ্চা। প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারীতে একটা করে বাচ্চা কিনে পাঠাবেন ভাস্তে!’ অবশ্য এই ভ্যালেন্টাইন’স ডে-তে কি দিবে কিছু বলেনাই। না-ই বা জানলাম,ওরা সুখেই থাক………………………আপনারা দোয়া করবেন প্লিজ, ওরা যেন সুখী হয়………. :guitar:
**********************************
ভালোবাসা নামের ফ্যান্টাসি এখন আমার মধ্যে কাজ করে না। এর সাথে দায়িত্বশীলতা,সমঝোতা এসব ব্যাপারও আছে, এইটা এখন বুঝি। তারপরও আশেপাশে যখন এত স্বৈর্গিক ভালোবাসা দেখি তখন আসলেই প্রেমে পড়তে ইচ্ছে করে। আবার যখন কোন বন্ধু ‘প্রেম থেকে পড়ে’ চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন তাকে সান্ত্বনা দেই আর ভাবি, ‘সবই মায়া……একলাই ভালো আছি…..কোন প্রেসার নাই…..রিস্ক নাই।’ বন্ধুগুলোকে অসম্ভব ভালোবাসি। আড্ডায় বসলে যখন কেঊ নারীঘটিত কারণে অনুপস্থিত থাকে, তখন তাকে মিস করি আর ডায়লগ ছাড়ি , “সে-ই সফল পুরুষ,যে পরিবার-বন্ধু-প্রেমিকা এই তিন শ্রেণীর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে পারে। আর সেই নারীই মহীয়সী, যে প্রেমিকের মন পুরোটাই দখল করবার জেদ না করে পরিবার আর বন্ধু-বান্ধবদের সাথে কিছু সময় কাটানোর সুযোগ দেয়।” :-B
তবুও স্বপ্ন দেখি, কোন এক রোদেলা দুপুরে একজন সুদর্শনা বংগদেশী ললনা আমার নাকের সামনে তার সুগন্ধি রেশমী চুল মেলে দিয়ে, আমার কানে ফিসফিস করে বলছে, “JIBON,I LOVE ONLY YOU,REALLY!”………… :dreamy:
এখন নতুন যার প্রেমে পড়েছি, তার নাম ‘সিসিবি’।সারাটা দিন রুমে থাকলেই এই ওয়েবপেজ খুলে বসে থাকি।সবার লেখা যত না ভালো লাগে,তার থেকে ভালো লাগে কমেন্টগুলো। বসদের লেখা পড়ি আর ভাবি, ‘নাহ,কিচ্ছু পারি না,অনেক শিখার আছে!’ আমার ছুট্টু বুন্ধুগুলা বিস্মিত বা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, ‘ভাইয়া আপনি পড়েন না?সারাক্ষন তো দেখি নেট এই থাকেন!’ আমি অযথাই তর্ক করি, ‘আমি নেট এ সারাক্ষন থাকি কিনা চেক করার জন্য তুমিও সারাক্ষণ নেট এ থাক,তাই না?!’ 😛
…নাহ,আসলেই ‘সিসিবি’-টারে ভালোবাসি….ইশশিরে! ‘সিসিবি’-টা যদি একটা ‘মেয়ে’ হইত! 😡
😀
:(( আন্দালিব ভাই পেরথম হইছে আমার পোস্টে 😮 !! মনে হইতাছে আমিই ফার্স্ট হইছি!!! :goragori:
🙂 অতি উপাদেয়............. 😀
O:-)
:thumbup: :thumbup:
;;)
তাইলে কি সিসিবি ছেলে? 😛 😛
আছিব ভাই, দারুন লিখছেন। মন খারাপ কইরেন না। আমিও প্রতিবারের মতো এবার একলা একলাই ভালান্তাইন দেবস পালন করবো। :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে এ এ এ এ ভাই রে.... ;)) ..একলা পালন করি কে কইছে? পোলাপান নিয়া ডি.এম.সি- তে যাইয়া যে নাচন দেই,মনের সব ধুলা এক্কেরে বাস্প হইয়া উইড়া যায়! :tuski:
হ্যাঁআআআ...তাই তো,কে বলছে তুমি একলা পালন কর?তোমার কত্ত ছোট্ট বন্ধু আছে না?
ভাই রে..... :(( .......হেতীরা কেউ তো ঢাকায় নাই,থাকলেও নাচতাম না বস :bash: ,এক্কেরে পুরা দুনিয়া রাষ্ট্র হয়ে যাইত ~x( ।আর হেতীরা আমার সাথে নাচবার যাবে কোন দুঃখে 😕 :chup:
তোর লগে হেতীরা দুঃখ লইয়া নাচতে যাইব না তো...মনের অতি আনন্দের সাথে নাচতে যাইব 😉
ভাই,গত বছর ডি.এম.সি-তে ক্যাডেটরা ডি.জে.পার্টি অর্গানাইজ করছিল :boss: ,আমরাও চামে গিয়া বামে চাইপা নাইচা আইছি :tuski: ।একবার তো :gulli: লীগের এক নেতার প্রেমিকার লগে জব্বর ঠুয়া খাইছে আমাগো একটা।পরে সেই নেতার কি ঝাড়ি রে ভাই। :khekz:
আর বস,সেদিনের পর থেইকা রক্ত শপথ নিছি 😐 মেডিকেলের মেয়ে বিয়া করমু না :no: ।ভাই রে,ওরা যে কি কইরা বেড়ায়.. x-( ...আমরাও এত লুচ্চামি করি না,হাচা কইতাছি বস 😕
:dreamy: তয় ভাই,এক্কেরে চোখ ঝলসায় গেছিল একেকজনের ড্যান্স দেইখা 😮 :guitar:
😛 বাচ্চু,এন এস ইউতে আইলে অগোরে হিজাবি বইলা মনে হইবো,দাওয়াত দিমুনে নেক্সট ৩১স্ট এ,আমি অবশ্য এখন আর যাই না :shy:
ভাই রে,আমি এখনো ভালা আছি.. ~x( ..এই সব অপসংস্কৃতি :no: চোখে দেখতে যদিও ইচ্ছা করে,কিন্তু দেখলে আবার ঘিনঘিন করে,আল্লাহ যেন কপাল্টা ভালা রাহে
মাশ্রুফ ভাই অপেক্ষায় রইলাম... 😀 😀 😀 😀 😀 😀
কস কি রে পিন্টু?ইয়ে মানে তোর কাছে কি অই ড্যান্সের ভিডিও আছে রে?মাস্ফু ভাই চাইছিল আমার কাছে,আমি কইছিলাম জোগাড় কইরা দিমু O:-)
থাকলে বল্
:(( ভাই,সবই তো আঁধারের মধ্যে হইছে,ভিডিও তে খালি শব্দই পাবেন, 😕 দেখতে পারবেন না।আর মাসরুফ ভাই চাইব ক্যান,হেতার কি অভাব পড়ছে!! :shy: হাজার হইলেও নশুর হাওয়া-বাতাস খেয়ে স্নাতক পাস করছে!আমি ১০ জন্মেও এত মাস্তির কপাল নিয়া আস্তে পারুম না :bash:
হায় রে!কোন যুগ আইসা পড়ছেঃ
😕 ভাই গো,দাজ্জাল তো অলরেডী চইলাই আইছে। 🙁 ইয়াযূয-মাযূয ও আইবার জন্য জামা-কাপড় পড়তাছে 😕
তয় আধারের মইধ্যে তোরা কি কি করলি?
এইখানে আমার নামটা নেওয়ার কি দরকার ছিলরে পিন্টু? আমার দেখি আর একটা নাম ধারণের সময় চলে আস্লো x-(
ও ~x( রে না রে না , :(( ভাবীঈঈঈএ, :no: আমি খেয়াল করিনাই, 🙁
সব দোষ মাহমুদ ভাই এর x-(
সব দোষ তোর,**দির ভাই পিন্টু(**=বৌদি)
ভাবী এই দু বিচ্ছুরে আমি সাইজ দিতাছি-মাহমুইদ্দা তুই পেলেনের মাথায় আর পিন্টু লেজে লং আপ হ x-(
:guitar: :goragori: :tuski:
হে হে 😀 খুব ভাল হইছে,লেজের কাছে এক্সহস্ট,ফলে পিন্টু ছাই হইয়া উইড়া গিয়া বুয়েটের :just: ছোট্টবন্ধুদের কাছে গিয়া গড়াগড়ি খাইব।
আর আমি চামে দিয়া বামে পেলেনের ভিতর ঢুইকা এয়ার হস্টেসদের সাথে একটু :just: গল্পগুজব করমু। O:-)
মাশ ভাই,তখন কিন্তু আমারে আবার ডাইকেন না :grr:
''মাশ ভাই'' কি জিনিস? :-/
x-( মাসরুফ ভাই,দ্যাহেন আপনার :just: জুনিয়র আপনার নাম বিকৃত করছে :grr:
😡 আহ কেলাস টুয়েল্ভে চিটাগাং টু যশোর যাওয়ার পথে জিএমজি এয়ারলাইন্সের স্টুয়ার্ডেস রেজওয়ানা--- 😡 😡 😡 😡 😡
মানুষ এত সুন্দরও হয়! :shy: :bash: :chup:
:dreamy:
:just: স্টুয়ার্ডেস রেজওয়ানা 😡 =))
~x( ~x( ~x( ~x(
জ্বী জ্বী :boss: স্টুয়ার্ডেস রেজওয়ানা আপনার কথা জিগাইসিল আমারে
🙁 ঐশ্বরিয়ারে আমি সামনা সামনি দেখিনাই কিন্তু মনে হয় এই রেজওয়ানা তার চেয়ে কম কিছু না-জীবনে সুন্দরী তো আর কম দেখলামনা।
"ইয়ে তেরি আঁখি ঝুকি ঝুকি
তেরা চেহরা পিলা পিলা
বাড়ি কিসমাতওয়ালা হ্যায় উয়ো
তেরি পেয়ার জিসে মিলা!"
(হিন্দি বলার জন্যে ক্ষমাপ্রার্থী)
এই রেজওয়ানার ভালোবাসা যেই ব্যাটা পাইছে তারে যদি খালি একটু দেইখা ধন্য হইতাম! সেই ২০০৩ সালের কথা এখনো ভুলিনাই রে মানিক(থুক্কু পিন্টু) =((
;;) তাই নাকি?আমার কথা জিগাইছিলো?? থাক পাবলিক প্লেসে আর কিছু কইস না ;;)
না না পাবলিক প্লেসে না বলার মতন কিছহু বলে নাই, :just: কইসিল যে আপনারে তার মনে ধরসিল,কিন্তু কইবার পারে নাইক্কা,এখন আর টাইম আছে নাকি?আমি কইলাম উনি তো এংগেজড বাট আমি আছি প্রক্সি দিতে :awesome: :awesome:
:))
অন্তত মাসরুফ ভাই তো মানুষই ,নাকি! x-( x-( তোরে কাঁচা খামু নাকি সালুন বানায়া খামু সেইটা ডিসাইড করতেই যা সময় লাগতেছে x-( x-(
অফ টপিক- যাউজ্ঞা তাও মানুষ হিসেবে স্বীকৃতি দিলি- তোর ভাতিজি আমারে "আফ্রিকান গরিলা" কয় :(( :((
😮 😮 😮 😮 😮
:khekz: :goragori: :khekz: :goragori:
ভাই. ;;; .....গরিলা তো ভাল জিনিস....স্ট্যালিওনের চেয়ে গরিলা বেশি তাগড়া :khekz: ,ভাতিজি ফ্যান্টাসি-তে আছে! 😡
😀 😀 ওইটা ভাতিজি পিরিতের সহিত কইছে হয়তোবা 😛
গরিলাদের আবার পাওয়ার বেশি কিনা 😉
কিন্তু আফ্রিকা কি জন্যে :khekz: :khekz:
রুবেল আর পিন্টু-একজন আরেকজনের কান ধইরা উঠবস শুরু কর-কুনো সিনিয়রিটি জুনিয়রিটি নাই বিচ্ছুর দল 😡 এই কে আছিস দুইটার বডি থিকা সিভিল পানি কা পানি দুধ কা দুধ বাইর কর তো x-(
:grr: ভাই,আমি নিজেই আছি,কি করতে হবে কন 😕
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
🙂 পিন্টুরে ভাইয়ের লাইগা ফার্মগেট থাইকা বিরিয়ানী লইয়া আয়।বস!আর কিছু লাগলে কন 😀
x-( আবার আমারে ঘুষ দেওনের চাস? x-( তোদের আমি মস্তাকিমের চাপ বানায় খামু x-(
😀 😀
এঁমা দাঁদাঁ ...মঁজা পেঁলুম বাঁনিয়ে ফেঁলুন...বঁলচি ওঁদের ভাঁজার সময় তেঁলের দামটা কিন্তু আমিই দিঁচ্চিগো... 🙂
তা দাঁদাঁ এঁখানে আঁসার আঁগে কিঁচু খেঁয়ে এঁসেচেন ???নাঁকি গিয়ে খাঁবেন??? 😀
:khekz: :khekz: :khekz: :khekz:
পিন্টু রে, আমি তোর লেখার বিয়াপক পাঙ্খা হয়া গেছি ইতোমধ্যেই।পরথম কাহিনীতে তোরে রান আউট হইতে দেইখা অনেক কষ্ট পাইছি রে,সিরিয়াস্লি 🙁 তয় ভাবিস না,একদিন তুইও... :clap:
😡 একদিন মানে?প্রতিদিন না কেন? খেলুম না 🙁
ভাই,কি যে ভালো আছি ......... :-B
😮 তুই পরতিদিন নয়া পিরিত করবার চাস?? 😮 😮 তোর চরিত্র তো আমার চেয়েও খারাপ রে পিন্টু! 😮 😮
:goragori: যাক বস,আমার চরিত্র আপনার চেয়ে খারাপ হোক এতে আমার আফসোস নাই :shy: ,তয় পল্টি মাইরে যে আপনার দিল থেকে আসল কথাটা বের করে ফেললাম বস,টের পাইছেননি? :awesome:
=)) আপনার চরিত্র খারাপ!! :grr: :pira:
:grr: x-( এইগুলা বিরোধীদলের অপপ্রচার x-( জাতি এসব কথায় কান না দিয়ে ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে :grr: x-(
:awesome: জাতি তো পুরাই :just: ফ্রেন্ড দিয়া ভরায়ে ফেলছেন। B-) আপনার হাঁড়ি হাটে ভাইঙ্গা দিলে জবাব দিবে না,পাল্টা জবাব দিবে তারা :grr: ।আর ব্যালটের মাধ্যমে না,ঝাড়ু আর রুটি বানানোর বেলন দিয়ে জবাব দিবে :party:
=)) =)) =)) :khekz: :khekz: :khekz: :)) :)) :)) :pira: :pira: :pira:
এইটা কি কৈলিরে আছিব....... =))
:(( মিশেল ভাই, আপনেও? :(( :((
😮 😮 😮
:no: :no: :no:
:khekz: :khekz: :khekz:
মেহেদী ভাই, আপনেও? :((
:(( মিশেল ভাই, আপনেও? :(( :((
কাইন্দো না, মাস্রুব্বাই, কেক্কুকের ইমো তো বানানির ব্যবস্থা করলা না; এই নাও :teacup:
আছিব,হাহাহাহাহা,মাস্ফু ভাই এর পিছে পড়লি কেন??
তবে যা বললি,হাহাহাহাহিহিহিহ =)) =)) =)) =))
😮 এত্তদিনে আইলেন আপনে :-B ........তয় যাউকগা,আপনার পোস্টের কমেন্ট দেইখ্যা মনে ব্যাপক শান্তি পাইলাম :shy:
ইয়ে, ~x( বসের পিছে পড়ছি কেডা কইছে? :-/ বসের লগেই আছি সবসময় :party:
😉 😉 দেখ মজা ।সিসিবি র সকল বুড়া বুড়ী গেছে পিরিত মারতে =)) =)) =)) এত জমজমাট কাহিনীতে কমেন্ট কম কিল্লাই???ব্যাপার নাহ !আমরা আছি,অল দ্য সিংগল বয়েজ!!!!চালাই যা্ও 🙂
😀 :hatsoff:
লাইক ইট। :thumbup:
সিংগল পিপল রকায়...
দোশ্ত.....চল ভ্যালেন্টাইনে স্টার এ খ্যাপ দিয়া আসি :party:
:clap:
:boss: আরে,শহীদ ভাই,অরকা পিকনিক এ গেলেন না যে?আর সি সি এর ভাইগুলা সিসিবি-তে নাই,বলছি অনেককে,কাজ হবে কিনা আল্লাহই জানে। :((
লেখা পড়ার জন্য ধন্যবাদ :hatsoff:
জটিল লিখেছো আছিব ...... :boss: :boss: :boss: :boss:
বুড়োবুড়ি দুজনকেই শুভেচ্ছা ......
অনেক বছর পরে ভ্যালেন্টাইন্স ডে তে সাপ্তাহিক ছুটি পড়বে ...... 😀 😀 😀
:shy: ধন্যবাদ বস :boss: :boss:
:-B আপনি কি দেশের বাইরে? ছুটি পাবেন নাকি নিবেন? :grr:
ভাইইই,ছুটি নেন আর পান,ভ্যালেন্টাইন ডে টা ভালোবেসে 😡 কাটান,শুভকামনা রইল :party:
দারুন লেখা...।একটু আগে সামিয়ার লেখা পড়ে মন খারাপ হয়ে গেছিল।তোমার কাহিনি পড়ে মন ভাল হয়ে গেলো আবার।
ভাই,সামিয়া আপু :salute: তো জখেম লিখেন! উনার লেখা পড়লে নিজেরেই সার্থক লাগে,যদিও মন খারাপ হয় 🙁
আমার গল্প আপনার মন ভালো করে দিল জেনে খুশি হলাম :boss:
পিন্টুরে বার ভূইয়ার দিন থাকলে তোর হাত সোনা দিয়া বান্ধায়া দিতাম, পুরা বিলা লিখসোস।
;;) ধন্যবাদ বস,দোয়া করবেন :hug:
বস,ছোট ভাই টার পক্ষ থেকে ভ্যালেন্টাইনের গোলাপী শুভেচ্ছা :party:
লেখাটা ভালো লেগেছে। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইয়ঈএঈঈএএঈঈঈ :goragori: ধন্যবাদ বস,ধন্য হয়ে গেলাম :boss:
ভাই, :boss: আপনাকে ভ্যালেন্টাইনের লাল গোলাপী শুভেচ্ছা O:-) :party:
লেখাটা ভাল লেগেছে...
বিয়াপার না, কোন একদিন গোলাপফুলের তোড়াটা তোর কাছে ফিরে আসবে...
আর আইছে............... 🙁 😕 =((
ভাই,লেখার প্রশংসা করার জন্য ধন্যবাদ।
:party: আঁধার আফা+ভাবী এবং আপনারে যুগপৎ ভ্যালেন্টাইনের শুভেচ্ছা :guitar:
ভালবাসার শুভেচ্ছার জন্য ধন্যবাদ... ভাল থাকিস আর আফসুস করিস না...
মেহেদী ভাই দৌড়ের উপ্রে আছে।গতকাল্কেই আঁধার বৌদি আমার কাছে নালিশ দিলো উনি নাকি কুন লেডি অফিসারের বাসায় ফোন্দিয়া তার ছুডু ভইনের সাথে টাঙ্কি মারছেন,তারপর লেডি অফিসার ফোন ধরলে তার সাথে।আমি অনেক বুঝাইইয়া কইছি যে মেহেদী ভাইয়ের চরিত্রে কোন দুষ নাই কিন্তু ভাবী শুনে নাই,আমারে কইছে আমি নাকি চোরের সাক্ষী গাঁটকাটা 🙁
:awesome: :thumbup:
x-( তুই খুশি হস কেলা?
😡 ভালোবাসার মৌসুম না বস! O:-) সবাই রোমান্টিক মুডে আছে, :party: স্থান-কাল-পাত্র ভেদাভেদ নাই,সবাই সবার সাথে ফিল্ডিং মারার পায়তারা করতাছে :guitar: ,আর ক্যাডেটরা তো বুঝেনই বস...। :)) =))
😮 😮 😮
x-( x-( x-( 😡 😡 😡
সবগুলারে খাইছি ... :chup: :gulli2: :gulli:
আমি অবশ্যই মাস্রুফ্রে খাইছি, কাঁচাই খাব, সালাদ বানায়ে 😡 :duel: :chup: :gulli: :gulli2: আমার ফেরেশ্তার মতন :just: ফ্রেন্ডের নামে অপবাদ!! আজ মাস্রুফের একদিন কি আমার একদিন x-( x-( x-(
😮 😮 তাইলে গতকালকে ফেসবুকে আমারে চোরের্সাক্ষী গাঁটকাটা কোইলেন কিল্লাই???? নাহ, স্ত্রীয়াশ্চরিত্রম দেব ন জানন্তি কুতো মনুষ্য ~x( ~x(
হা হা হা হা ... ... :khekz: :khekz:
:no: ভাই রে ভাই,সব ঝড় বসের উপর দিয়েই যাক, :khekz: আমি বাঁইচা গেছি আফার কোপাকুপি :duel: আর রোষানল x-( থাইক্যা। B-)
:goragori: যাক,নতুন জীবন লইয়া ফিল্ডিং মাইরা আসি 😡 :party:
ক্যান রে পিন্টু, আর একটু নিচে যে কমেন্ট করছি ওইডা কি নজরে পড়ে নাই? বুয়েট মেডিকেল বিল্ডিং এর সাথে লং আপ, আগামীকাল সারা দিন এই অবস্থায়-ই থাকবা :grr:
:(( বৌদি গো বৌদি,অ কি কতা কচ্চেন বলেন তো দিকি! 😕 জানি তো দাদাকে কাল কাচে পাচ্চেন না ক্ষণ, 🙁 তাই বলে আমার মত সিংগিল ভালু চেলেতার উপর জাল মেতাবেন নিকি মাইরি!! ~x( আমি না আপনার আলমা-ম্যাটার মেট,একটা টান আচে না! ;;)
ইয়ে মানে আফা, :-B জানেন তো,বুয়েটের মেডিকেল সেন্টারের ডক্টররাও রীতিমত ইঞ্জিনিয়ার =)) ।ওদিকে একদিনই গিয়েছিলাম,সেটা ভর্তির সময় 😛 ।প্লিজ, 🙁 পাঙ্গাটা আর্কির চিপাতে দেন, 😀 কালকে তো ওই জায়গা পুরাই ...... :grr:
আর্কি হইলো বুয়েটের এনএসইউ :grr: (সামিয়াপ্পু এইটা দেখলে আমার জান নিয়া টানাটানি পড়বে 🙁 )
সামিয়াপ্পু অন্তত কালকের দিনটা আপনার জান নিয়া টানাটানি করবেন না। :awesome: কালকে আর্কির চিপায় হেতীও ব্যাস্ত থাকতে পারেন। :khekz: :grr:
:frontroll: আপু,গোস্তাখী মাফ কইরেন,আমি ভাল পোলা।আমারে গ্রেনেড মাইরেন না 😕
হালার পো, কালকে সকাল পাঁচটায় আর্কির চিপায় লঙ্গাপ x-(
:(( আপ্পি,আপনেও 🙁 ,জগতে আর কেউ ভালোবাসলো না =(( :bash:
:(( :(( আম্মুর কাছে যাপ্পো......। :((
😮 😮 আমি কিন্তু কিছু কইনাই আপু :no: :no:
অফ টপিক-যাক যা যাওয়ার পিন্টুর উপ্রে দিয়াই গেছে :grr:
একটা অফ টপিক প্রশ্ন- মেয়েদের কি "হালার পো" হয়? "ননদের পো" বা "দেবরের পো" হইলেও হইতে পারে... :-B
😕 বোমাবাজ মেয়েদের জন্য সবই জায়েজ বস 😛 ।কারণ,ওরা পুরুষের চেয়েও ভয়ানক :grr:
🙁 ইয়ে, আপ্পি,প্লিজ আর গালাগালি কইরেন না, :no: এমনি আমার সিঙ্গিল হৃদয় :gulti: ভাইঙ্গা খাঙ্খান কইরা দিছেন আপ্নে,আঁধার্ভাবী+আফা আর দিহানভাবী মিল্লা........... =(( .
অই পিন্টুস, তুমি না থার্ড ইয়ারে! থার্ড ইয়ারে না সিভিলদের ট্রান্সপোর্টেশন পড়তে পড়তে বডির সিভিল পানি শুকায় যায়? তুমি মিয়া সিঙ্গিল হৃদয়, সিঙ্গিল হৃদয় কর ক্যান; আমাদের মতন পুরান পাগল ডাবল হৃদয়-সিঙ্গিল ভ্যালেন্টাইন কপালের মানুষজন-ই ভাত পায় না, আমদানি হইছে সিঙ্গিল ভাবের পাগল x-( যাও ফুট, পড়তে বস :grr:
😕 ভাবী,ট্রান্সপোর্টেশন আমাদের ৩-২এ,এই টার্ম ফাইনালে না :-B ওইটা সম্পর্কে ব্যাপক রূপকথা শুঞ্ছি 🙁 ।আগামী টার্মে :((
দোয়া কইরেন :boss:
পিন্টুস! =)) =))
🙁 কালে কালে যে আর কত বিবর্তন ঘটিবে তাহা ডারউইনের বিদেহী আত্মাই ভালো জানিবেন 😕
:shy: তয় ভাবীর আদর আমি বুঝি 😡
🙁 এইদিকে বৌদি আমারে গুল্লি কইরা মোরব্বা বানাইতেছে আর ওইদিকে আমার ভাই হাসে-এরেই কয় ঘোর কলিকাল :((
কিসের আর্কি চিপা, নেক্সট ১০দিন আচিব নিয়মিত ইএমই নতুন বিল্ডিং এর সাথে লং আপ থাকবা, দিন রাত x-(
আফা... 🙁 .......একটু দয়া করেন এই সিঙ্গিল পোলাটারে :(( :(( :((
😀 য়াইচ্ছা যা পাঙ্গা শ্যাষ হৈলে এনএসইউ ক্যান্টিনে হ্যান্ডস ডাউন হয়া থাকিস :Dশাতের কষ্ট হইলেও চউক্ষের যেই সুখ পাবি রঙ বেরঙ্গের মানুষ দেইখা তাতে উসুল হয়া যাইবো ;;;
দিন দিন আছিবের লেখার ফ্যান হচ্ছি :clap: :clap:
দুর্দান্ত! :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy: শরম পাইতাছি । ;))
😮 আল্লাহ রে,সমালোচক কাইয়ূম ভাই আলোচনা করছে,এই খুশি যে কই রাখি রে!! :goragori: :guitar:
:frontroll: :frontroll: :frontroll:
কাইয়ুম ভাইয়াকে সমলোচক বললে কেন? পিন্টু, যাও, অনন্তকাল লং আপ হয়ে থাক 😐
আরে ভাবী.... :(( ......গিরিঙ্গি লাগান ক্যান,মুই তো পজিটিভ সেন্সে কইছি.. 🙁
কাইয়ূম ভাই রে দেখছি অনেক টাফ কমেন্ট করতে, :-B তাই উনারে ভয় পাই,আমার লেখা উনি ভালা পান :guitar: দেইখ্যা খুশিতে দিল তামা তামা হইয়া গেল :goragori:
O:-) বস,আপনাকে ভ্যালেন্টাইনের গোলাপী শুভেচ্ছা 😡
দিন দিন আছিবের লেখার ফ্যান হচ্ছি :clap: :clap:
দুর্দান্ত! :hatsoff: 😀
😡 ভাবী গো,দিল থেকে একখান কমেন্ট মারতে পারলেন না! :(( ভাবলাম,দিহান ভাবী এই শুভ দিনে একখান চিনচিনওয়ালা কমেন্ট দিব, :dreamy: কিন্তু আবারও ছ্যাঁকা দিয়া কপি-পেস্ট মাইরা দিল!! :((
~x( হায়রে,ভাবীগুলাও দরদ করে না....... :(( =((
দিল থেকেইতো দিলামরে ভাই, কপি-পেষ্ট কই দেখলা? :no:
;)) ;))
:no: :frontroll: :frontroll: :chup:
ভালো লাগলো পড়ে......
😀
তোর লিখাটা ভালো লেগেছে রে ভাই। তুই দেখিস তোর জন্য খুব ভালো একজন ফুলের তোরা নিয়ে আসবে।
আরে বস.... :boss: .....ফুলের তোড়া দরকার নাই।আপনাদের ভালো লাগছে এই আনন্দটাই আমার কাছে অনেক বড়।দোয়া করবেন ভাই 🙂
ওহ ভাই,আপনাকে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা :thumbup:
vaia,apner lekha ami onek vala pai :boss:
:goragori: এই কষ্টটুকু করার জন্য .... :salute: স্থান-কাল-পাত্রভেদে একটু কম বললাম ....... :-B
নে আইছে তোর আরেক "ছোট্ট বন্ধু" x-(
অফ টপিক-আমিও ভালা পাই :shy:
:shy:
🙁 চেতেন ক্যালা বস,হেতীর কল্যাণেই তো আমার এত্তগুলা ছুট্টু বুন্ধু 🙂
x-( ছোট্ট বন্ধু পরযন্ত ঠিকাছে-আমার খালি ভয় তুই কবে 'নরেশ" হয়া যাস x-(
:no: ভাই,নরেশ উপাধিটা ভালো ঠেকতাছে না 😕
পিসিসির পুর্তিনিধি+ছুড বন্দু=>নরেশ পিন্টু :goragori: আমি পারি, আমি অসমতার সমাধান পারি :guitar: :guitar: :guitar:
=)) =)) আঁধার ভাবির এই ডায়ালগটা এই সপ্তাহের সেরা :)) :)) :boss:
x-( সবডি মিলে আমার পিছে যেমনে লাগছে, ~x( ৪টা ব্লগ পোটলায় ভইরে আমারে এক্ষণি সিসিবি হইতে ভাগন লাগব। :((
আগামী দেড় মাস আমি সিসিবি প্রত্যাখ্যান করলাম =((
x-( দেড় সেকেন্ডের জন্য প্রত্যাক্ষান কর্লেও তোরে আমি এক দিনের জন্য ফাঁসি দিমু x-(
:(( ভাই গো,সিসিবির প্রেমে পইড়া আমার পড়াশুনা গোল্লায় বেড়াইতে গেছে 😕 ।ওইটারে ফিরায় না আনতে পারলে :no: এইবার পরীক্ষার হলে বইসা আমারে নিজের ডেথ সার্টিফিকেট লেখন লাগব..... :bash:
দোয়া করেন বস :salute:
না রে ভাই, ঠিক্মত পড়ালিখা করে পাশ করে একডা বিছিঃএস দাও, দিয়া সড়ক গড় 😉
:bash: কেন বৌদি ভালো পোলাডারে কুবুদ্ধি দিতাছেন? এক বিছিঃএছে আপনের বর দেবর মাস্ফ্যু শহীদ হইতেছে সেইটা দেইখাও শিক্ষা হয়না?
:bash: *বড় দেবর
:)) আগেরটা হইলে কিন্তু আঁধার ভাবী আপনার দফারফা কইরা দিত বস :grr:
:-/ :-B 😮 ~x( x-( 😡 :chup: :duel: :gulti: :gulli: :gulli2: দুইজন্রেই
:shy: =)) :)) 😀 🙂 🙁 😕
চাকা তর লেখা ভাল হইসে।।।।।
আমার এখন মনে পরে চাপাবাজটা শহীদ মিনার এ রাতের বেলা বইসা বলত " সব ই মায়া" আর অই দিন আমি জানতে পারলাম না যে এত বড় একটা কাহিনি এত ঠান্ড়া মাথাই অ কইরা আসবে
আসলে সবই অভিঞ্জতা হাজার হইলেঅ এত দিন ধইরা বাইচা আসে
অর জন্য সরবাত্মক শুভ কামনা ""
দোস্ত,বুড়া কে কবিগুরু ব্রজেন দাস উপাধি দিয়েই ছেড়ে দেয়া যাবে না,চাপাবাজির জন্য সম্মান্সূচক ডি.লিট দিতে হবে :grr: ,এইটা সময়ের দাবী। :)) =))
লাস্টে তো চরম কোটেশন মারলি রে 😀 😛 :khekz:
চমৎকার! বুড়া বুড়ি সুখে তাহকুক। আমাদের আছিব সাহেবও সুখে থাকুক 🙂
চমৎকার! বুড়া বুড়ি সুখে থাকুক। আমাদের আছিব সাহেবও সুখে থাকুক 🙂
আপামণি,ভালো আছেন? :boss:
কালকের দিনটা তো মনে হয় সপ্নীল বানানোর প্ল্যান করছেন O:-)
আপনাকে+'র' ভাই কে যুগপৎ ভ্যালেন্টাইনের শুভেচ্ছা :guitar:
হ আজকের দিনটা স্বপ্নীল গেছে 😀 একটা পর্যন্ত ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখছি
=)) :)) ;;; ক্যান আপু, 😮 হেতা কি হেতার মহান দায়িত্ব নিয়া এত্তই বিজি আছিল? :-B
এই লাইগ্যাই এই ব্লগ টা এত্ত ভালা চলে :boss: :boss:
দোস্ত এইতা ফাকা রাখসি যাতে অই খানে বুড়া তার মনের মাধুরি মিশাই কিসু এক্তা বইলা দিতে পারে
পিন্টু,ভাল লিখছস... :teacup: খা
ধন্যবাদ ভাই :salute: ,বিল না দিয়ে চলে গেছেন? :khekz: 😡 :bash:
বিল না দিয়া মানে...?আমি মাস্ফু ভাইর :just: ইমিডিয়েট জুনিয়র না?আমাকে কি অইসব মানায়?
x-( এইখানে মাস্ফ্যু ভাই আইলো কৈথিকা? x-(
ভাই,হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে :party: ,ভালোবেসে আপনাকে ডাকছে,মাইতেন না 😡
গুরু,রাগ করেন ক্যান?আপনারে একটু স্মরণ লইলাম আর কি,হিহিহিহিহ মাইন্ড খান ক্যালা? 😀 😀
আমি তো আপনার দলে।বিরোধী দলরে :gulli2: :gulli2:
আয় বুখে আয় বাভুল :hug: (কপিরাইট আন্দা ভাই)
কিরে পিন্টু, ছোট্ট বোনদের আর ভালো লাগে না?
😡 কি যে কন ভাই,অথৈ সাগরে ডুবার আগে মানুষ খড়কুঁটা পাইলেও আঁকড়ায় ধরে,কিছু বুঝলেন? :-B
ওহ,ভাই হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে,লন্ডনি মাইয়াগো লগে দিনটা মাস্তিতেই কাটাবেন আশা করি :party:
বাসা চেঞ্জ করতেছি ১৪ তারিখ। :(( :((
ভাই,বি.ডি. তে ১ তারিখ বাসা চেঞ্জ হয়, 🙁 লন্ডনে মাসের মাঝখানে .. :-B .... কাহিনী কি?আগের বাসায় কি কোন পাপাচার-অনাচার করছেন? :grr: :chup: :frontroll: :frontroll:
বুঝ তাইলে!
=))
এমুন অনাচার করছে যে আগের বাসা আর বসবাসযোগ্য নাই ;;;
ধুর ভাই সব কয়টা আগেই শুইনা ফালাইসি 😛 😛
লেখা ভালা হইসে।
:shy: কানে শুনা আর চোখে পড়া দুইটা কি এক জিনিস? :no: সাহিত্যের একটা আলাদা আবেদন আছে :-B ।আর সব কি শুনছিলা...... ;;) .
পড়াশুনা কর ঠিকমত........ 🙂
x-( পিন্টু পোস্ট দিলেই সেঞ্চুরি হয়া যায় x-( এইটা ঠিক না-ব্লগে আমাদের মত আম লেখকও আছে,এর ফলে তাদের হিংসা হয় x-(
:(( ভাই,আপনাদের সুনজর পড়ে দেখেই তো সেঞ্চুরি পাই। 🙂 শুধু আপনি যদি আমার উপর থেকে নজর সরায় নেন ৩০ রানও হইত না। :(( 😕 বস,দোয়া করবেন,আর প্লিজ বদদোয়া দিয়েন না। 😕
সবই আপনাদের দোয়া আর আল্লাহ তাআলার দয়া। :boss:
সেঞ্চুরিয়ান মানিকাছিবপিন্টু :shy:
:shy: O:-) ;;; :party:
সেঞ্চুরিয়ান পিন্টু!
উইকেট কিপার মাস্ফ্যু ভাই!
বোলার 'ছোট্ট বন্ধুদল'!
চিয়ার লীডার মাহমুদ ভাই =)) :)) :grr: :khekz:
ইয়ে বস,মাইন্ডক্স খাইয়েন না আবার 😕 :frontroll: :frontroll: :frontroll:
**দির ভাই(আই মিন বৌদির ভাই) পিন্টু,যা ফ্রক টাইপ লুঙ্গী নিয়া রিপোর্ট কর্
~x( আফা দেখছেন আপনার নাম তুলছে... :grr: ......কত্ত খারাপ!!! :grr: =))
:frontroll: :frontroll: :frontroll:
=)) =)) =)) চিয়ার লিডার!!!!!!
নট ফ্রক টাইপ, মিনি ফ্রক টাইপ :grr:
😡 ভাবী,ভালা নি ;;) ,সারাটা দিন লঙ্গাপ ছিলাম 🙁 ,কেউ দেখল না 😕 ,তয় আঁই ব্যাবাক কিছু দেইখ্যালাইছি :grr: ,দিনশেষে স্টারত খাতি যাইয়া তো পুরাই টাশকি খাইয়া গেলাম O:-)
:no: ইশশিরে,আমি দেখতাছি আমার লাজ-লজ্জাই এইখাঙ্কার সবার চাইতে বেশি :shy:
হ,তুই হইলি ব্লগের লাজুকলতা পিন্টু :))
আমিও স্টারে যাপো :((
অনেক ভালো লিখছ আছিব! :thumbup:
তোমার সব-দিনই সুখের হোক, শুধু ভালোবাসা দিবস না! 🙂
🙂 ভাই,আপনাকে ভালোবাসার লাল গোলাপী শুভেচ্ছা ,দোয়া করবেন। :party: আপনাদের ভালোবাসাই অনেক শান্তি দেয় :boss: :boss:
ভাইডি, দুর্দান্ত হইসে...
আমি সেই ১৯৫৩ সালের দিকে সিসিবিতে রেগুলার ছিলাম, তারপর শীতনিদ্রায় চইলা গেসি B-) ...আজকে তোমারে 'ফ্যান' হইয়া বাতাস দিতে উপরে আসলাম।
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:boss: :boss: আল্লাহ রে ভাই, :grr: আপনার পাংখার বাতাস খাইয়া পুরাই হাওয়ায় উইড়া গেলাম!!!! :))
ভাই,ধন্যবাদ,দোয়া করবেন O:-)
সাকেব ভাই,আমি কিন্তু আপনার ফ্যান।আপনি একবার এ্যাথলেটিক্সে আসলেন কলেজে,আপনারে দেখাইয়া আমার আব্বুকে বললাম যে উনিই সেই সাকেব আরেফিন ভাই,১ম স্ট্যান্ড।
আপনাকে আমরা ৭ দিন পাইছিলাম,আপনি আমাদের নয়া ক্লাস ৭ এর সবার সাথে ১১ নং রমে একটা ছবি তুলেছিলেন।
🙁 পুরাপুরি মানসিক রোগী না হইলে একটা মানুষ ১স্ট স্ট্যান্ড কেম্নে করে? আগে চিনতাম ফরিদ ভাই, তানভির ভাই আর আহমেদ ভাইরে এই সাথে যগ হইলো সাকেব ভাই :((
:-B আসলেই,ইনারা মানুষ না :boss: ,জেমস ক্যামেরনের 'নাভি' জাতি :grr: ,ইউ এস বি পোর্টএর মত মাথার চুল বই এর সাথে কানেকশন দেয় =)) ,আর জ্ঞান সব ঢুইকা যায় :salute:
😕 মরাই কেবল ব্যার্থ আদমসন্তান :((
শিক্তার্লাম্নারে আব্দুল থুক্কু পিন্টু, এঁদের ছত্রছায়ায় থাইক্কাও এখনো কিসু শিখতার্লাম্না :bash: :bash:
আমার মনে হয় আমরা তাদের মত করে নিজের ব্রেইনটারে কাজে লাগানোর ট্রাই করি নাই
:bash: :bash: :bash:
:thumbup: :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ ভাই :boss:
:clap: :clap: ভাই...একটু দেখেশুনে........ডাবল সেঞ্চুরি মিস কইরেন না ..... :clap:
ক্রিজে আছি...
:boss: বস ,আপনি কুথায়? 🙁 😕
১৯৫ নট আউট,আর মাত্র ৫ রান...
:shy: 😕 ইশ,কি নগ্ন প্রচেষ্টা আমার,নিজেকে ধিক্কার জানাই,এই রান আদায়ের জন্য :shy:
বস নগ্ন না হইলেও পারতেন !!! 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ম্যাশ ভাই যেখানে,আমি আছি সেখানে
🙁 মাহমুদ ভাই,আমার ডাবল নার্ভাস ওয়ান নাইন্টি তে আপনার চিয়ার লীডীং খুব দরকার........ 😕 .।। :grr:
😛 শুরু করে দেন ধারাভাষ্য,বস...হইয়া যাইব......।। 😕
চালায়ে যাও, হয়ে যাবে, আমরা আছি না :boss:
বসাফা.. :boss: ..আমি তো বিনা পোস্টেই আপনার পাঙ্খা হয়ে গেলাম, ;;) কারণঃ
১। আপনি বুয়েটিয়ান :thumbup:
২।আপনি ভাবী :party:
৩।আপনি ০২ ব্যাচ,যাদের বুয়েটে এসেই লীডিং এ পাইছি :salute:
৪।আপনি হ্যারি পটার ফ্যান :hug:
৫।আপনি আমারে দায়িত্ব সহকারে পঁচান :khekz:
৬।আমারে যারা পঁচাই,তারা সবাই আমারে ভালা পায়,সো,আপনেও আমারে ভালা পান... :dreamy: ...ওরে,এত্ত ক্রাইটেরিয়া!!!
এত্ত সুখ রাখি কই রে!!! :goragori: :guitar:
''বসাফা(বস+আফা)'' ট্রেডমার্ক কইরা দিলাম,এই নামে আমি খালি ডাকমু। 😡 আর কেউ না O:-)
বসাফারে আমিও অনেক ভালা পাই 🙂
x-( বস,খালি আমি ডাকমু তো :(( :((
:shy:
যাক, :boss: বসাফা পড়ছে :party: :goragori: :guitar:
২০০ !!! :goragori:
চায়ের কাপ তুললাম। :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাংকু :shy: :shy: :shy:
200 hoite to ar beshi deri nai. 😛
:shy: ধন্যবাদ,আপনি লিখতে লিখতেই ২০০ হয়ে গেছে :grr: :))
জুনিয়রদের আপনি আপনি কইয়া ছোট্ট বন্ধু বানাস তাই নারে পিন্টু? :))
x-( ভাই...আপনি খালি তেশ মারার চান্সে থাহেন,তাই নে?!!! x-( :bash: :bash:
তয় লাভ নাই, :chup: কোনকিছুই কালিমা লেপন করিতে পারিবে নহে :thumbdown:
কালিমা লেপন করা লাগবে নানে,হেতী তোর কাছে অটো চইলে আসবি, দেইকে লিস
=)) :khekz: =))
আছিব,কি প্রেম কাহানি বল্লি,বুকে জ্বালা ধরে গেলো।আহারে অই বুড়ির সাথে একটু কপাল টা ঘষে দিতে পারতাম ;))
😡 আরে,জ্বালা নিভানোর জন্য তো তর প্রিয়তম আছেই, x-( ~x( আমার কে আছে??!!!! :bash: আমার কেউ নাই কেনু,কেনু,কেনু!!! :(( 😕
ভাবী রে. :shy: ..দ্যাখ না,মিডিকিলির মিইয়ি পিস কিনি ইমির জিন্যি :shy:
ভাইডি,মিডিকিলির মিইয়ির সাথি পিরিম করতি নাই,কপালে দুক্ক আছে।
(অবশ্য মাসফু ভাই এর মত :just: ফেরেন্ড বানাইতে চাইলে বিয়িপার অন্য!!