আসলে একটা পোষ্টেই ভাষার ও শহীদ মিনারের সৌন্দর্যের কথা বলতে চেয়েছিলাম । কিন্তু ভাষার কথা বলতে গিয়েই পোষ্টটা বড় হয়ে গেল বলে শহীদ মিনারেরটা আলাদ করতেই হলো । ভা্ষার সৌন্দর্যটা হয়ত তাত্ত্বিক এবং অনেক বেশী গভীর আলোচনার বিষয় কিন্তু শহীদ মিনারের সৌন্দর্যটা চাক্ষুষ, এ ব্যাপারে কোন দ্বিমতের অবকাশই নেই। আজ শহীদ মিনারের ছবির জন্য ইমেজ সার্চ দিয়ে রীতিমত অবাক হয়ে গেলাম। চিরচেনা সাদামাটা শহীদ মিনারটা যে এতসুন্দর তা বিশ্বাসই হতে চায় না।
বিস্তারিত»ভাষা ও শহীদ মিনার : অসাধারন সৌন্দর্যের আধার (১)
আজ একুশে ফেব্রুয়ারী তে শহীদ মিনারের প্রভাত ফেরীটা খুব মিস করছিলাম। পর পর দুইটা একুশে ফেব্রুয়ারীতে প্রভাত ফেরীতে না শরিক হতে পারার কষ্টটা কিছুতেই ভুলতে পারছিলাম না। আমি হয়ত ভাষার ব্যাপারে গুরুগম্ভীর তাত্ত্বিক কিছু জানিনা। কিন্তু বেশ কিছু দেশ ও ভাষাভাষীকে কাছ থেকে দেখার সৌভাগ্যটা আমাকে শুধু বাংলা না সব ভাষার ব্যাপারে মুগ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে। যত বেশি ভাষাভাষী দেখেছি তত বেশি ভাষার ভিন্নতার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি।
বিস্তারিত»