আসলে একটা পোষ্টেই ভাষার ও শহীদ মিনারের সৌন্দর্যের কথা বলতে চেয়েছিলাম । কিন্তু ভাষার কথা বলতে গিয়েই পোষ্টটা বড় হয়ে গেল বলে শহীদ মিনারেরটা আলাদ করতেই হলো । ভা্ষার সৌন্দর্যটা হয়ত তাত্ত্বিক এবং অনেক বেশী গভীর আলোচনার বিষয় কিন্তু শহীদ মিনারের সৌন্দর্যটা চাক্ষুষ, এ ব্যাপারে কোন দ্বিমতের অবকাশই নেই। আজ শহীদ মিনারের ছবির জন্য ইমেজ সার্চ দিয়ে রীতিমত অবাক হয়ে গেলাম। চিরচেনা সাদামাটা শহীদ মিনারটা যে এতসুন্দর তা বিশ্বাসই হতে চায় না। আমার বেশি কিছু বলার নেই , নিজের চোখেই দেখুন না হয় :
আজ শুধু ভাষার জন্য না, শহীদ মিনারের অপূর্ব ডিজাইনের জন্যও গর্ব করতে ইচ্ছে হয়।
ছবি কৃতজ্ঞতা: ইন্টারনেট
১ম হইছি মনে হয়
ছবিগুলা খুবই সুন্দর। আমি আমার বাঙালিত্ব নিয়ে গর্ব করি।
গর্ব করার মত বিষয়ই বটে।
আমার প্রোফাইল পিক্সেরটা নাই... :(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐটাতো তোমার প্রোফাইলেই আছে তাই আর দিলাম না 🙂
ভাই পোস্ট বড় হয়ে গেলে কি প্রবলেম হয়? আমি না জানি না!
আমিও ঠিক জানিনা, তবে ব্লগের হয়ত সাইজ লিমিটেশন থাকতে পারে।
ভাল লাগল, খুব সুন্দর এই ছবিগুলো
আমাগো ব্যানারেরটাও নাই 🙂
চমৎকার হইছে মান্নান কালেকশন বানানোর কাজটা, শহীদ মিনারের পুরো কম্পলেক্সের ডিজাইন টা যদি ঠিক ঠাক বাস্তবায়ন করা হতো তাহলে নিশ্চয়ই আরো দারুন হতো। তবে যতটুকুই হয়েছে দুর্দান্ত :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
আসলেই তাই, পুরো কম্প্লেক্সটা পুর্ন করার জন্য দাবী শুরু করা দরকার।
আমার কেন যেন মনে হয়, আমাদের শহীদ মিনারটাই একমাত্র ডায়নামিক স্মৃতিস্তম্ভ। রাত ১২:০১ থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ক্রমাগত পাল্টে যাওয়া অসহ্য সুন্দর রূপের এরকম স্মৃতিস্তম্ভ আর আছে কি?
যা বলেছেন ইউসুফ ভাই। :boss: :boss:
ছবিগুলো দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছিল। এই ছবিগুলোর মাধ্যমে শহীদ মিনারের সেই বদলে যাওয়ার রুপটাই আমি ধরতে চেয়েছিল
মিছা কথা :-B 😛 , ১২:০১ মিনিটে তো সবচেয়ে পচা লাগে, একটু গন্ধ গন্ধও মনে হয় লাগে, ;)) তবে কয়েক ঘন্টা পর থেকে ভাল লাগতে থাকে, ২২ তারিখে যেয়েন, সবচেয়ে ভাল লাগবে 😡
আজকের প্রথম আলোতে একুশের জন্যে প্রকাশিত বিশেষ সংখ্যায় ( মাঝের পৃষ্ঠায়) ১৯৭২ সালে হামিদুর রহমান প্রস্তাবিত শহীদ মিনারের বর্ণনা আছে.......
আগ্রহীরা পড়ে দেখতে পারেন....... পড়ে আমার মনে হয়েছে কোনদিন অনেক টাকা হলে এরকম একটা শহীদ মিনার বানাতাম.... আমার কাছে পেপারটা নাই, থাকলে পিডিএফ করে শেয়ার করতাম... প্রস্তাবিত মিনারটা হলে আমরা সেভেন ওয়ান্ডার্স টাইপের কিছু একটা পেতাম...
আমাদের শহীদ মিনার আসলেই ভীষণ সুন্দর। সামনে গেলেই মনটা পবিত্র হয়ে যায়, কেমন একটা শুদ্ধতা পুরো ভর পুরো দেহে-মনে।
কিন্তু ডিজাইন অনুযায়ী পূর্ণাঙ্গ শহীদ মিনারটা তো আজো হলো না!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাইবেরিয়াতে তো ২১শে ফেব্রুয়ারীতে কোন অনুষ্ঠান হয়না। কিন্তু শনিবার হবার জন্য ছুটি। আজ একমাত্র বাংলাদেশী হোটেল B First এ গেলাম একজন নতুন বাংলাদেশীর সাথে দেখা করতে। কাকতালিয় ভাবে মান্নানের বন্ধু শাওনের সাথে দেখা হয়ে গেল। সে নাকি লোনস্টার সেলফোনে কাজ করার জন্য এসেছে।
শাওন ভাই তো মাত্র কয়েকদিন আগে গেলেন, এর মধ্যেই দেখা হয়ে গেল? 🙂 🙂
" ভাষা " এর মত সুন্দর হয়নি।
১ ও ২ একসাথেই করা যেত।
ধন্যবাদ
চামে আমাগো কলেজের পোষ্ট বাড়াই নিছে, ডিস্কারেজ কর ক্যালা 😡 😡
গুড হইছে মান্নান, তিনটা করলে আরও ভাল হইত 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রথম দিকে কয়েকটা ছবি আপলোড করতে গিয়ে এরর পাচ্ছিলাম। পোষ্টের সাইজ লিমিটেশনের জন্য কিনা জানিনা। তাই আলাদা করে পোষ্টই দিলাম। আর পোষ্ট দুইটা যেহেতু ভিন্নধর্মী তাই আলাদা করাই ভালো মনে হয়েছিল।