সরষে ফুলে মৌমাছি

সরষে ফুলে মৌমাছি

ঝাপসা মোটেই নয়কো বাতাস
মাঘের শীতে কনকনে
রোদের আলোয় পষ্ট বটে
নয়তো মোটেই গনগনে।

আমোদেতেই আছেন তারা
আলসে মোটেই নয়কো যারা
নাই অজুহাত
মাঘ বোশেখে
কাঠফাটা রোদ
কিংবা শীতে
চপল হিমে
কিংবা ঘামে
সদাই যেন চনমনে
জানতে পেলুম গুঞ্জনে।

ফুলে পাতায় জমাট শিশির
হীরের মত ঝলমলে
শীতল হাওয়ায়
ঢেউ খেলে যায়
হলদে সবুজ মখমলে।

বিস্তারিত»

সুক্ত

দেউলিয়া বাঙাল

হুযুগে বাঙাল
মউজ কাঙ্গাল
দেউলিয়া কালচার
খায় শুধু ভালগার
সাধুবেশী মার্জার!

ভুতের গপ্পো শয়তানি
পরকীয়া খুনোখুনি
দেশের মুরগি ছাড়া
আর সব আকাঁড়া
পাখির লাগি তালাক
ঈদ মুবারাক!

ঈদের পাখি

দেনা শোধের আগেই ফুরিয়েছে উৎসব ভাতা
ছা পোষার হিসাব মেলাতে শেষ হল টালিখাতা
যদি নাই দাও পাখি
বন্ধ সব মাখামাখি
দেব জান তালাক যা তা !

বিস্তারিত»

সাকিব ও বিচার

অপেশাদার

নাক উঁচু কুলীন মশায়
মাটিতে রাখ পা
শিকড় কিন্তু কাদায়
খেয়াল আছে তা ?
এবার বলছি বাবা তোমায়
শোনো ভালো করে
শুধুই শাসন স্টিম রোলারে
সে যুগ গেছে চলে।
কি লাভ হবে জেদ বাড়িয়ে ?
কুড়াল মেরে নিজের পায়ে
কিংবা নিজের ছেলের গায়ে।
পারলে বাপু হও পেশাদার
নইলে লসের ইজারাদার !

বিস্তারিত»

সুশীল অবকাশ

সুশীল অবকাশ

রাজপথে ছুটে চলে কলের দানব যত
লোকটা ঘুমায় অঘোরে  জিন্দালাশের মত
মাছি বসলেও নড়ে না
কারও দিকে তাকায় না
সুশীল অবকাশে মানবতা নত।

[ শিরোনামটি মোকাব্বির সরকারের ব্লগ থেকে ধার করা]

Humanoid

বিস্তারিত»

জ্যৈষ্ঠের দুপুর ও বৃষ্টি আবাহন

জ্যৈষ্ঠের দুপুর

করোটিতে সূর্যকিরণ
মগজ হলো কর্পূর
জ্যৈষ্ঠের দুপুর।

বৃষ্টি আবাহন

ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কিরি কির কিরি।
গলা ফুলিয়ে কোলা ব্যাঙ
গাইবে শুধু ঘ্যাঙর ঘ্যাঙ।
ঝমঝমিয়ে মুষলধারে নেমে আসুক বারি !

[০১.০২.১৪২১]

বিস্তারিত»