দেউলিয়া বাঙাল
হুযুগে বাঙাল
মউজ কাঙ্গাল
দেউলিয়া কালচার
খায় শুধু ভালগার
সাধুবেশী মার্জার!
ভুতের গপ্পো শয়তানি
পরকীয়া খুনোখুনি
দেশের মুরগি ছাড়া
আর সব আকাঁড়া
পাখির লাগি তালাক
ঈদ মুবারাক!
ঈদের পাখি
দেনা শোধের আগেই ফুরিয়েছে উৎসব ভাতা
ছা পোষার হিসাব মেলাতে শেষ হল টালিখাতা
যদি নাই দাও পাখি
বন্ধ সব মাখামাখি
দেব জান তালাক যা তা !
হুমায়ূন লিমেরিক
নন্দিত নরকের নন্দিত লেখক
রঙ্গীন টিভির শখে লেখে নাটক
সেইতো হল শুরু
ভেল্কিবাজির গুরু
ঘেটুপুত্র কমলার পরিচালক!
টের পাই
দেউলিয়া সংস্কৃতি নিদারুন
তবুও তোমার অভাব
টের পাই গুরু হুমায়ূন!
শ্রাবণী
বর্ষাতি ফুটো করে শ্রাবণী
জলে শোধ হবে না কি ?
নলকূপে পানি!
পান
লোটা চাচা পাঁপড় খান
সিপিএলের ক্যান খুলে
কিংফিশার পান !
বলদ
গাভীর পদাঘাত
হারিয়ে প্রতিবাদের বীর্য
হয়ে গেছি বলদ !
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:teacup: :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
ধন্যবাদ ইয়েন সবুজ :teacup: নাও।
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন মোস্তাফিজ ভাই :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:shy:
পুরাদস্তুর বাঙ্গাল
লিমেরিক, হাইকু গুলো অনেক বেশি ভাল লাগছে ভচ!!
এক কথায় অসাধারণ।
চালিয়ে যান। :boss:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
😀 মিষ্টি খা সামি
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ ভাই। পেট ভরে গেছে একেবারে। 😀 😀 😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
কত দিন মিষ্টি খাই না! :(( শেষ খাইসি সেই বর্গীরা দেশে আইলো যখন তখন। :((
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কান্দিস না ভাই :teacup: খা
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap:
ও বস, শেষেরটা তো বুঝলামনা। 😀
:boss: সমস্যা আছে 🙁
পুরাদস্তুর বাঙ্গাল