সরষে ফুলে মৌমাছি

সরষে ফুলে মৌমাছি

ঝাপসা মোটেই নয়কো বাতাস
মাঘের শীতে কনকনে
রোদের আলোয় পষ্ট বটে
নয়তো মোটেই গনগনে।

আমোদেতেই আছেন তারা
আলসে মোটেই নয়কো যারা
নাই অজুহাত
মাঘ বোশেখে
কাঠফাটা রোদ
কিংবা শীতে
চপল হিমে
কিংবা ঘামে
সদাই যেন চনমনে
জানতে পেলুম গুঞ্জনে।

ফুলে পাতায় জমাট শিশির
হীরের মত ঝলমলে
শীতল হাওয়ায়
ঢেউ খেলে যায়
হলদে সবুজ মখমলে।

চুমুক দিয়ে সরষে ফুলে
মৌমাছিদের দলবলে
উঠলো গেয়ে গুনগুনিয়ে
গুনগুনিয়ে গুঞ্জনে
আহা মধু বেঁচে আছি
তুমি আমি আমরা
সবাই মিলে।

[ এ বিষয়ে প্রথমে লিমেরিক লেখছিলাম। পড়ুনতো কেমন লাগে ?]

মৌমাছি লিমেরিক

সরষে ক্ষেতের হলদে রঙা মখমলে
চুমুক দিয়ে গুনগুনিয়ে দলবলে
উঠলো গেয়ে মৌমাছি
আহা মধু বেঁচে আছি
আমি, মানে আমরা সবাই মিলে।

১০ টি মন্তব্য : “সরষে ফুলে মৌমাছি”

  1. পারভেজ (৭৮-৮৪)

    "এ বিষয়ে প্রথমে লিমেরিক লেখছিলাম। পড়ুনতো কেমন লাগে?"
    শুধু লিমেরিকই না ছড়াটাও পড়লাম।
    শুনে দেখো কেমন হলো...
    সরষে ফুলে মৌমাছি


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।