জ্যৈষ্ঠের দুপুর
করোটিতে সূর্যকিরণ
মগজ হলো কর্পূর
জ্যৈষ্ঠের দুপুর।
বৃষ্টি আবাহন
ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কিরি কির কিরি।
গলা ফুলিয়ে কোলা ব্যাঙ
গাইবে শুধু ঘ্যাঙর ঘ্যাঙ।
ঝমঝমিয়ে মুষলধারে নেমে আসুক বারি !
[০১.০২.১৪২১]
প্রথমটা দারুন একটা হাইকু হয়েছে আর পরেরটা ব্লগের ব্যানারের সাথে বেশ মানিয়েছে 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ :teacup:
পরেরটা লিমেরিক লেখার চেষ্টা করেছি 😛
পুরাদস্তুর বাঙ্গাল
ভালা হইচে ভচ। এক্সামের কারণে আপনের লগে কথা কইতে পারতেছি না। চালায়া যান।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামি পরীক্ষা কেমন হচ্ছে ?
পুরাদস্তুর বাঙ্গাল
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
মজা পেলাম 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পড়বার জন্য ধন্যবাদ পারভেজ ভাই 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
আমি এইখানে গত পরশু ব্যাঙের আওয়াজ পাইয়া লাফ দিয়া উঠসিলাম। পরে হাসছি কারণ ব্যাঙ তো সব জায়গায় আছে। আমাদের এইখানে ঠান্ডার কারণে ডাকাডাকি একটু পরে শুরু করে। দেশে বৃষ্টি হয় না আর এইখানে বৃষ্টি এই বছর রেকর্ড করার ধান্দায় আছে, কি যে শুরু হইলো। 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:khekz: :khekz:
কি যে শুরু হইলো। 😕
:brick:
পুরাদস্তুর বাঙ্গাল
মগজ হলো কর্পূর 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
'জ্যৈষ্ঠ' হবে মোস্তাফিজ ভাই।
সূর্যে য-ফলা হবেনা।
মুষলধারে।
'ঘ্যাঙর ঘ্যাং' লিখলে মনে হয় আরো ভালো শোনাতো।
বৃষ্টি হচ্ছে কি শেষমেশ আপনার ওখানে?
:hatsoff: :boss:
একটু আধটু ভুল রাখলে কমেন্ট পাওয়া যায় 😛
পুরাদস্তুর বাঙ্গাল
সেই কালবৈশাখী -র পরে আর বৃষ্টি হয়নি ।
তাইতো এই লিমেরিক লেখলাম 😛
পুরাদস্তুর বাঙ্গাল
২য় লেখার প্রথম দু'লাইনে ছন্দের সাম্যতা রক্ষা হয়নি বলে মনে হচ্ছে আমার - পড়তে যুত পাচ্ছিনা তাই।
লক্ষ্য করুনঃ
ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
২+ ২+ ৪+ ২ + ৩ + ২+ ২ = ১০+ ৭
ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কিরি কিরি
৪+ ২+ ২+ ৩+ ২+ ২ = ৮+৭
মাঝখানে দু'মাত্রা বসাতে পারলে পড়ে আরাম পাওয়া যেতো বলে মনে করি।
অথবা সিম্পলি 'কিরি' কথাটাই আরেকবার বসিয়ে দেখেন কেমন লাগে!
ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কির কির কিরি
'কিরি কিরি কিরি' বসাতে গিয়ে দেখলাম অতিরিক্ত দুটো ই-কার 'ঈ' হয়ে গিয়ে কানে আরো একটা মাত্রা নিয়ে আসছে।
আমার বিন্দুমাত্র ছন্দজ্ঞান নেই বস। তবু চেষ্টা করলাম একটু বিশ্লেষণের।
::salute:: :boss: আমারও বিন্দুমাত্র ছন্দজ্ঞান নেই ~x(
পরামর্শের জন্য ধন্যবাদ ।
এখন কেমন হলো :-/
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
বানানভুল শুধরে নেবার জন্যে অনেক ধন্যবাদ মোস্তাফিজ ভাই।
আর মাত্রাবিষয়ে কেবল আমার ভাবনাটুকু শেয়ার করেছিলাম --- লেখা সম্পাদনা করবার অধিকার আপনার আঠার আনা। তবু আমার কথায় কাটাকুটি করেছেন দেখে একটু সংকোচ হচ্ছে।
শাহরিয়ার (সিসিসি)-র ছন্দজ্ঞান বেশ ভালো। যদিও ওকে আজকাল কম দেখি। গল্প কবিতায় আসলে আলোচনা কম হয় --- কবিতায় তো একেবারেই না। আলোচনা উসকে দিতে চাই আর কি।
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
আর এই 'সাম্যতা' শব্দটা ভুল বলেছি। 'সাম্য' হবে, অথবা সমতা। তাই না?
সমতা :thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল