জ্যৈষ্ঠের দুপুর ও বৃষ্টি আবাহন

জ্যৈষ্ঠের দুপুর

করোটিতে সূর্যকিরণ
মগজ হলো কর্পূর
জ্যৈষ্ঠের দুপুর।

বৃষ্টি আবাহন

ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কিরি কির কিরি।
গলা ফুলিয়ে কোলা ব্যাঙ
গাইবে শুধু ঘ্যাঙর ঘ্যাঙ।
ঝমঝমিয়ে মুষলধারে নেমে আসুক বারি !

[০১.০২.১৪২১]

২১ টি মন্তব্য : “জ্যৈষ্ঠের দুপুর ও বৃষ্টি আবাহন”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    প্রথমটা দারুন একটা হাইকু হয়েছে আর পরেরটা ব্লগের ব্যানারের সাথে বেশ মানিয়েছে 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    আমি এইখানে গত পরশু ব্যাঙের আওয়াজ পাইয়া লাফ দিয়া উঠসিলাম। পরে হাসছি কারণ ব্যাঙ তো সব জায়গায় আছে। আমাদের এইখানে ঠান্ডার কারণে ডাকাডাকি একটু পরে শুরু করে। দেশে বৃষ্টি হয় না আর এইখানে বৃষ্টি এই বছর রেকর্ড করার ধান্দায় আছে, কি যে শুরু হইলো। 😕


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    :clap: :clap: :clap:
    'জ্যৈষ্ঠ' হবে মোস্তাফিজ ভাই।
    সূর্যে য-ফলা হবেনা।
    মুষলধারে।
    'ঘ্যাঙর ঘ্যাং' লিখলে মনে হয় আরো ভালো শোনাতো।

    বৃষ্টি হচ্ছে কি শেষমেশ আপনার ওখানে?

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ২য় লেখার প্রথম দু'লাইনে ছন্দের সাম্যতা রক্ষা হয়নি বলে মনে হচ্ছে আমার - পড়তে যুত পাচ্ছিনা তাই।
    লক্ষ্য করুনঃ
    ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
    ২+ ২+ ৪+ ২ + ৩ + ২+ ২ = ১০+ ৭
    ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কিরি কিরি
    ৪+ ২+ ২+ ৩+ ২+ ২ = ৮+৭

    মাঝখানে দু'মাত্রা বসাতে পারলে পড়ে আরাম পাওয়া যেতো বলে মনে করি।
    অথবা সিম্পলি 'কিরি' কথাটাই আরেকবার বসিয়ে দেখেন কেমন লাগে!

    ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
    ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কির কির কিরি

    'কিরি কিরি কিরি' বসাতে গিয়ে দেখলাম অতিরিক্ত দুটো ই-কার 'ঈ' হয়ে গিয়ে কানে আরো একটা মাত্রা নিয়ে আসছে।

    আমার বিন্দুমাত্র ছন্দজ্ঞান নেই বস। তবু চেষ্টা করলাম একটু বিশ্লেষণের।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।