পিলখানা হত্যাকাণ্ড

বছর খানেক আগের ২৫শে ফেব্রুয়ারিতে চ্যানেল আইএর স্ক্রলের দু’টি লাইনে চোখ আটকে গিয়েছিল ।হুবুহু লাইন দু’টি মনে করতে পারছি না। তবে সম্ভবত এরকম,

এক। পিলখানা হত্যাকান্ডের দিন আজ।
দুই। ছয় বছরে বিজিবি সৈনিকদের অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে।

পাশাপাশি এই দু’টি লাইন অন্যদের মনে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি করে কীনা জানিনা। আমার মনে হল পাশাপাশি লাইন দু’টি দিয়ে হত্যাকান্ডটিকে এত সরলীকরণ করে ফেলা হয়েছে যে,

বিস্তারিত»

জেনারেল মঈন এর চিঠি

এর আগে একটা পোষ্টে বলেছিলাম এখানে পিলখানার শহীদদের জন্য শোকসভা আয়োজন করেছিল এসোসিয়েশন অফ বাংলাদেশ এক্স ক্যাডেটস, জাপান। সেখানে আমরা একটা স্মারক তৈরি করেছিলাম ওখানে যারা এসেছিল সবার থেকে কিছু লেখা নিয়ে। সেটা পাঠানো হয়েছিল বাংলাদেশ আর্মির চিফের কাছে। উনি একটি চিঠি দিয়েছেন তার উত্তরে। শাহেদ ভাই অনেকদিন আগে আমাকে সেটা পাঠিয়েছে সিসিবির সবার সাথে শেয়ার করার জন্য কিন্তু আমার দেয়া হচ্ছিল না।

বিস্তারিত»

টোকিওতে পিলখানায় শহীদদের স্মরণে শোক সভা

গতকাল ৮ মার্চ, ২০০৯ (রবিবার) গ্রীণ হল, ওয়ামা, ইতাবাসি-কু,টোকিও তে সন্ধ্যা ৬টা-৯টা পর্যন্ত পিলখানায় শহীদদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল এসোসিয়েশন অফ বাংলাদেশ এক্স ক্যাডেটস, জাপান। এতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত , বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ , আনুমানিক ৩০ জন ক্যাডেট ও তাদের পরিবার, কমিউনিটির গণ্যমান্য অনেকে সহ আনুমানিক ৬০ জন। দলমত নির্বিশেষে সবাই এ শোকসভায় নিজেদের অনুভূতি প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

বিস্তারিত»

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও নিখোঁজদের তালিকা

বিঃদ্রঃ এই তালিকার অসংগতিগুলো দূর করে শীঘ্রই নতুন তালিকা প্রকাশ করা হবে।

শহীদ

সেনাবাহিনীর কর্মকর্তা

১. মেঃজেঃ শাকিল আহমেদ (বিডিআর এর ডিরেক্টর জেনারেল)
– ব্রিঃজেঃ এম এ বারী (বিডিআর এর ডেপুটি ডিরেক্টর জেনারেল)
– কর্নেল আখতার হোসেন (আরসিসি, ১২/৬৬১/কাসিম হাউস)
– কর্নেল আনিসুজ্জামান
– কর্নেল আফতাবুল ইসলাম (আরসিসি, ৭৭-৮৩, ১৪/৭৮৮) [বাড়ি ফেরা হলো না কর্নেল আফতাবের]

বিস্তারিত»