গতকাল ৮ মার্চ, ২০০৯ (রবিবার) গ্রীণ হল, ওয়ামা, ইতাবাসি-কু,টোকিও তে সন্ধ্যা ৬টা-৯টা পর্যন্ত পিলখানায় শহীদদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল এসোসিয়েশন অফ বাংলাদেশ এক্স ক্যাডেটস, জাপান। এতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত , বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ , আনুমানিক ৩০ জন ক্যাডেট ও তাদের পরিবার, কমিউনিটির গণ্যমান্য অনেকে সহ আনুমানিক ৬০ জন। দলমত নির্বিশেষে সবাই এ শোকসভায় নিজেদের অনুভূতি প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
সন্ধ্যা ৬টায় শাহেদ ভাই(সিসিসি) অনুষ্ঠান পরিচালনা শুরু করেন। আলিমুজ্জামান ভাই (জেসিসি) অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্বন্ধে বলেন। মাননীয় রাষ্ট্রদূত তার অনুভূতি ব্যাক্ত করেন। এরপর একে একে সবাই তাদের অনুভূতি তুলে ধরেন। ১০ কলেজের সবাই একে একে নিজেদের কলেজের শহীদদের স্মৃতিচারণ করেন। তখন এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সবশেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
===================================================================
অনুষ্ঠান শেষে সব ক্যাডেটরা আমরা আলিমুজ্জামান ভাইর বাসায় গিয়ে হাজির হই। প্রায় ২০-২৫ জন মিলে আলিমুজ্জামান ভাইর বাসায় ভাবীর রান্না করা সুস্বাদু খাবার শেষ করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি।সেখানে প্রাণ ভরে অনেককেই কলেজের স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে (নন-ক্যাডেট পরিমন্ডলে যারা কলেজের আলাপ করতে পারে না)। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ।
ওখানে গিয়ে দেখলাম সবাই আমাদের সিসিবির পাঠক। খুব ভাল লেগেছে। সবাইকে এই ব্লগের মাধ্যমে এই শোকসভা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি , বিশেষ করে শাহেদ ভাই এবং আলিমুজ্জামান ভাইর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
:clap: :clap:
আলিমুজ্জামান ভাই+ভাবীকে :salute:
- এই দায়িত্ব পালন করতে আমারও মঞ্চায়। :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাইয়া নেক্সট টাইম...
মাহমুদ ভাই, আপনের এই খাই খাই স্বভাবটা গেল না...... :-B
:thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কে কারে কি কয়? মাশরুফ তুই থাকলে খুশি হইতি কালকে। আলিমুজ্জামান ভাবীর রান্না একেবারে সেইরকম।
মাহমুদ ভাইয়ের সাথে সহমত! মাসরুফ, নিজে রান্না করে তো খাওনা তাই টের পাওনা... 🙁
মাসরুফ বলেছেন,
=)) =)) =)) =))
Life is Mad.
এসোসিয়েশন অফ বাংলাদেশী এক্স ক্যাডেটস(ABEC) হবে :-B
প্রথম ছবির টাইটেলেও ভুল আছে, কারণ আমার বউকে দেখতে পাচ্ছি...শুধু ক্যাডেটদের ছবিটা পাঠায় নাই?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ঠিক করে দিয়েছি ভাইয়া।
শাহেদ ভাই ও আলীমুজ্জামান ভাই কে :salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মাঝে কি কেউ আছেন এক্স-ক্যাডেট?
নারে নাই।
:salute:
:hatsoff: সব জাপান-প্রবাসী এক্স ক্যাডেটস।
সব শহীদদের :salute:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তপু, আলীমুজ্জামান ভাইকে ধরে-বেঁধে এখানে নিয়মিত করার ব্যবস্থা করিও... :-B
প্রয়োজনে ইমোশনাল বিলাকমেইল করবা... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাহ, ভাল লাগলো দেখে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:clap:
সবাই আমাদের সিসিবির লেখক চাই.... 😛
ক্যাডেট শব্দটা শুনলেই কেমন জানো লাগে B-)
ABEC :boss: :hatsoff:
দারুন উদ্যোগ। ক্যাডেটদের দল পাকানির স্বভাবটা গেলো না 😛
ভালো লাগলো তোমাদের এই আয়োজনের কথা শুনে।
:salute:
:boss: :boss: :salute:
:salute: :hatsoff:
Life is Mad.
এই উদ্যোগকে :salute:
:salute: :hatsoff:
:clap: :clap:
শাহেদ ভাই এবং আলিমুজ্জামান ভাইকে :salute: :salute:
ঐ
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:hatsoff: সব জাপান-প্রবাসী এক্স ক্যাডেটস।
সব শহীদদের :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!