(এই ব্লগের শানে নুযুল আশাকরি সবারই জানা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। লেখাটি আমাদের প্রিয় রহমান ভাইকে উৎসর্গীকৃত।)
মুসলমান ঘরে জন্মেছি তাই গর্ববোধ করি। জন্মসূত্রে মুসলমানিত্ব পেয়েও এটাকে সৃষ্টিকর্তার এক রহমত বলে মনে হয়। (ভাইজানেরা, যারা একমত, বলেন সুবহানাল্লাহ্।) কেন আমার এমন মনে হয়?
ইসলাম ধর্ম স্রষ্টা-প্রবর্তিত একটি ‘পূর্ণ গাইডলাইন’। এর প্রমাণ আমরা দেখতে পাই ইসলামের প্রবক্তা মুহাম্মদের (সাঃ) জীবনেই। পার্থিব অক্ষর-জ্ঞানশূন্য এই মানুষটি তার চারপাশের অনৈতিক-বর্বর যোদ্ধা জাতিকে কী করে উদারনৈতিক-সহনশীল জাতিতে পরিণত করেছেন,