গত সপ্তাহে নরওয়ের এক সাংবাদিক গ্রামীন ক্ষুদ্রঋণের উপর একটা প্রামান্যচিত্র প্রকাশ করে বেশ হইচই ফেলে দিয়েছে। সেই প্রামান্যচিত্রে দেখানো হয়েছে ক্ষুদ্রঋণগ্রহীতাদের উপর ক্ষুদ্রঋণের ফলাফল যা’র পুরোটাই নেতিবাচক। এই ব্যাপারটি আমাদের মধ্যবিত্তের কাছে (যারা তথ্যের জন্য মিডিয়ার দিকে চেয়ে থাকে) একধরনের শক, কারণ এতোদিন ধরে দেশী-বিদেশী মিডিয়া শুধু ক্ষুদ্রঋণের প্রশংসাই শুনিয়েছে। ক্ষুদ্রঋণের গ্রহীতাদের নানান দূর্ভোগের বিবরণের পাশাপাশি এই তথ্যচিত্র আরো একটি বিষয় তুলে ধরেছে, তা হলো বিদেশী অনুদান হিসেবে প্রাপ্ত তহবিল মিস-ম্যানেজমেন্ট।
বিস্তারিত»মেজাজটা ব্যাপক খারাপ
গতকাল থেকে লস এঞ্জেলস এ বাংলাদেশীরা গ্রীষ্মমেলা উদযাপন করছে। মেলায় নানা ধরণের বাংলাদেশী সামগ্রীর পসরা নিয়ে বসেছে ২০/২৫টা ষ্টল। ভেন্যু shatto recreation center এর মাঠ।
দারুন ব্যস্ততার মধ্যেও গতকাল বিকেলে চলে গেলাম মেলায়। এক বাংলাদেশী ভাই আছেন যিনি সব অনুষ্ঠানে বাংলাদেশী বাচ্চাদের জন্য চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সেই ভাইয়ের অনুরোধে তাকে সাহায্য করার জন্য বিকেল ৫টার দিকে পৌঁছলাম মেলা প্রাঙ্গনে।
বিস্তারিত»