আজকে স্বপ্ন দেখছিলাম আমার চামড়ার নিচে স্টোমডিয়াম ( তেলাপোকার ডিম) ভর্তি। চুলকালেই ঘামাচির মতন উঠে আসছে। মাঝে মাঝে দুই একটার মধ্যে শিশু তেলাপোকাও আরাম করে বসে থাকে, ছাদ ভাঙ্গলেই বিরক্ত হইয়ে ছুটাছুটি শুরু করে। অথচ আমি যেই স্বপ্নটা দেখছিলাম সেইটা কিন্তু খুব সুন্দর, মিষ্ট মিষ্ট একটা স্বপ্ন। আমি স্বপ্ন দেখি অনেক লম্বা লম্বা, ( যেইটা আসলে অলস মানুষ হিসেবে আমার বৈশিষ্ট্য) অনেক ডিটেইলে; যদিও ঘুম থেকে উঠার পরে তার খুব কমই মনে থাকে,
বিস্তারিত»আলতু মগজের ফালতু কথাঃ একটি এপ্রনের আত্মকাহিনী
[আদিকথাঃ শুরুতেই বইলা নেই, নিচের রচনার কন্টেন্টখানা পুরাপুরি উদ্ভট, কাল্পনিক আর আলতু মগজপ্রসূত। আজাইরা প্যাঁচালে ইরিটেট হওয়া পাবলিকদের পড়া নিষেধ]
আমি এপ্রোন।
দেখতে আমি লম্বা সাইজের জাস্ট একটা সাদা কাপড়ের টুকরা হইলেও বাইরের দেশে আমার মর্যাদা ব্যাপক। অথচ আফসুশ, আমার কোনো মর্যাদা নাই। কারণ এপ্রোন হইলেও আমি বাংলাদেশী এপ্রোন। 😐 মেডিকেল পার্সোনাল, নার্স, ল্যাব টেকনিশিয়ান…ইনারা ছাড়াও আইজকাল অনেক স্কুল-কলেজের পুলামাইয়্যারাও ল্যাব-ওয়ার্কের বাইরেও আমারে ইউজ করা শুরু করছে।
বিস্তারিত»