মেলা দিন হলো, সিসিবিতে এসে কেবল পড়ি, ঘুরি, চলে যাই। লেখালেখির আপ্রাণ চেষ্টাতেও দু’লাইন বের হয়নি। বিশেষত, খুব কাছের মানুষের অনুরোধেও প্রায় পুরো দিন বসে থেকে ৪-৫ লাইন লিখে মুছে দিয়েছি। সেই প্রিয় মানুষটার কাছে ক্ষমা প্রার্থনা করে আজকের লেখাটা ঝেড়ে দিচ্ছি। ঘটনা হলো, এটাও কিঞ্চিৎ পুরনো লেখা, তবে ফেসবুকে একটা সিনেমা নিয়ে গ্রুপে হালকা দর্শক প্রতিক্রিয়া হিসেবে দিয়েছিলাম; চলচ্চিত্র-সমালোচনা হিসেবে ভাবলে ভুল করবেন।
________________________________________________________________________
আগার তাহার বিভীষিকাভরা,
বিস্তারিত»