নতুন ২টি সাই-ফাই

২ টা নতুন সাই-ফাই মুভির ট্রেইলার পাইলাম। ভাবলাম এখানে দিয়ে দি।

এগুলি যথাক্রমে মে আর জুন মাসে আসবে। আমরা কবে হলে দেখতে পাব জানিনা, কিন্তু আমি বলে রাখলাম — সিনেপ্লেক্সে না দেখলে আমি দেখুমনা। হল প্রিন্টের বেল নাই। হাই ডেফিনিশন না দেইখা মজা নাই।

আমার কলেজের এক জুনিয়র আছে ও কৈত্থেইকা জানি এইসব HD জিনিসপাত্তি পায়। ট্রান্সফরমার্স-এর মেকিং নামাইসে। ভিডিওটা জিনিস একটা!

যাই হোক, ভিডিওগুলা দেইখা নেন। যারা সাই-ফাই ভক্ত তারাও মনে হয় আমার মত অপেক্ষায় থাকবেন।

TERMINATOR SALVATION
TRANSFORMERS REVENGE OF THE FALLEN

১,৫৮৩ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “নতুন ২টি সাই-ফাই”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।