২ টা নতুন সাই-ফাই মুভির ট্রেইলার পাইলাম। ভাবলাম এখানে দিয়ে দি।
এগুলি যথাক্রমে মে আর জুন মাসে আসবে। আমরা কবে হলে দেখতে পাব জানিনা, কিন্তু আমি বলে রাখলাম — সিনেপ্লেক্সে না দেখলে আমি দেখুমনা। হল প্রিন্টের বেল নাই। হাই ডেফিনিশন না দেইখা মজা নাই।
আমার কলেজের এক জুনিয়র আছে ও কৈত্থেইকা জানি এইসব HD জিনিসপাত্তি পায়। ট্রান্সফরমার্স-এর মেকিং নামাইসে। ভিডিওটা জিনিস একটা!
যাই হোক, ভিডিওগুলা দেইখা নেন। যারা সাই-ফাই ভক্ত তারাও মনে হয় আমার মত অপেক্ষায় থাকবেন।
হলে যেয়ে দেখব
এইভাবে শুধু লিংক না দিয়ে প্রিভিউ অথবা রিভিউ দিলে আরো ভালো হয় 🙂
নেটের যা অবস্থা। ইউটিউব দেখার সৌভাগ্য কোনদিনই হয়না। 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, লাগ্লে বইলো ডাউনলোড করে ম্যাসেঞ্জারে দিয়া দিমু নে
রিভিউ কেমনে দিমু? ছবি তো এখনো বাইর -ই হয়নাই!! 😛
আমারও নেট খুব একটা স্পিড না... ইউটিউব দেখতে হলে পেজ এনে পজ দিয়া বসায়া রাখি; ঘন্টাখানেক পর দেখা যায় পুরাটা বাফারিং হয়ে গেসে তখন আরাম করে দেখি। এটা তো জাস্ট কয়েক মিনিটের জিনিস ঘন্টা ফালায়া দেহি... আরো লম্বা ভিডিও হইলে তো এক্কেরে.................. কোপা!!
আমারে দিবা কেম্নে ওইটা সেটা বলো
আয়া পরেন আয়া পরেন...
কই আমু?
ভাইয়া মিডিয়া ফায়ার এ আপ্লোড করেন 🙂
একটা কমেন্ট করতে অবস্থা খারাপ হয়ে যায়। ভিডিও!!!! 🙁
দুইটা ট্রেলার দেখেই হেব্বি মজা পেলাম। অবশ্য আমার কেন জানি সব ট্রেলারই ভাল লাগে। 🙂
এনিওয়ে, আসিবামাত্রই থিয়েটারে গিয়া দেখতে হবে। 🙂
www.tareqnurulhasan.com
ট্রেইলার আগেই দেখছিলাম... 😀
দুইটা মুভিই দেখতে চাই... 😀
ঐ আশিক, তোমার কোন খবর নাই কেন? লেখালেখি কি চিরতরে ছেড়ে দিস নাকি?
ট্রেইলার দেইখে সব কিছুই ভালো লাগে।মাগার মুভি দেখে আসল রূপ ধরা পড়ে।
তবে এই transformer টা ভাল হইছে।আমার নায়িকাটারে ভাল লাগছে 🙂 🙂
ভাই আর একটা মুভি আছে...
http://www.facebook.com/ext/share.php?sid=61515416610&h=cK-ey&u=TWLSA&ref=nf
এটাও ভাই জটিল হইসে...দেইখেন B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
মুভি দেখতে চাই :grr:
TERMINATOR SALVATION এর ডাউনলোড লিঙ্ক
আগেই দেখসি ট্রেইলার দুইটা । আমি Wolverine এর জন্য ওয়েট করছি । Must see