কিছুক্ষণ আগে দৈনিক ডেইলি স্টার পত্রিকায় আন্তর্জাতিক সালিশী আদালতে স্থল ও সমূদ্র সীমা নির্ধারণ বিষয়ে ভারতের বিরুদ্ধে বাঙলাদেশের সালিশে বিজয়ের খবরটি পড়ছিলাম। মোটামুটি রায়টি পড়া হয়ে গিয়েছে তারপরেও দেখছিলাম সংবাদপত্রগুলো কিভাবে খবরটি পত্রিকায় আনছে। বলাবাহুল্য বিশ্বকাপের ডামাডোলে শব্দ করার আগেই চাপা পড়ে গিয়েছে এই খবরটি। পড়া শেষ করে মন্তব্যের ঘরে দুটো মন্তব্য দেখলাম। একটি সরকারকে সাধুবাদ জানিয়ে অপরটি তালপট্টী হারানোর শোকে বিহ্বল ও আহাজারিরত। সাবলীল ইংরেজী লিখা দেখে ধারণা করলাম পড়াশোনা জানা মানুষ।
বিস্তারিত»