নয়া বান্ধা গরু (সাময়িক পোষ্ট)

এইটা মনে হয় জাতীয় কিংবা ক্যাডেটীয় বিবাহ মাস। একটার পর একটা বিয়ের না হলে সেমি-বিয়ের খবর পাচ্ছি। মাহমুদ ভাই আর আমিন ভাইয়ের পর পরই এবারে মঞ্চে নতুন নায়কের আবির্ভাব। আদনান ভাইকে তো সবার নিশ্চয় বেশ ভালোই মনে আছে। আরে হ্যাঁ, অসি-প্রবাসী সুদর্শন আদনান ভাইয়ের কথাই বলছি। এই লোকটাও অবশেষে জীবিতের তালিকা হতে নাম কাটিয়ে বিবাহিতের খাতায় নাম লিখিয়ে ফেলতে যাচ্ছেন। সম্ভবত, আজকেই ঘটনা ঘটতে চলেছে।

বিস্তারিত»