এইটা মনে হয় জাতীয় কিংবা ক্যাডেটীয় বিবাহ মাস। একটার পর একটা বিয়ের না হলে সেমি-বিয়ের খবর পাচ্ছি। মাহমুদ ভাই আর আমিন ভাইয়ের পর পরই এবারে মঞ্চে নতুন নায়কের আবির্ভাব। আদনান ভাইকে তো সবার নিশ্চয় বেশ ভালোই মনে আছে। আরে হ্যাঁ, অসি-প্রবাসী সুদর্শন আদনান ভাইয়ের কথাই বলছি। এই লোকটাও অবশেষে জীবিতের তালিকা হতে নাম কাটিয়ে বিবাহিতের খাতায় নাম লিখিয়ে ফেলতে যাচ্ছেন। সম্ভবত, আজকেই ঘটনা ঘটতে চলেছে। একটু আগে ফেসবুকে গোপন তথ্য সূত্র মোতাবেক জানতে পারলাম, গতকাল নাকী বেচারার গায়ে হলুদ ছিলো। :awesome: :awesome:
আপাতত সিসিবিবাসীর পক্ষ থেকে বিশেষ অভিনন্দন রইলো নতুন জীবনের জন্য, সাথে না হয় ফয়েজ ভাইয়ের দোয়াও ফ্রি রইলো। তবে চুপিচুপি কাজ সারার ধান্ধা করায় আদনান ভাইয়ের আজীবন ব্যাঞ্চাই। বাকীটা না হয় আদনান ভাইয়ের মুখ/কিবোর্ড থেকেই জানতে পারব– এই আশায় এখানেই ক্ষ্যামা দিলাম।
অফটপিকঃ আজকাল অনেক তরুণ সিসিবিয়ানদের দেখি খোমাখাতায় নানা ধরনের বিবাহ-ফটুক সম্বন্ধিত গ্রুপে লাইকাইতেছেন। এট্টু খোলসা করেন তো ব্যাপারটা কী?? :-B
পেরথম B-)
🙁 ইয়ে ব্যাপার কিছু না রে ছুডুভাই,বুকের মধ্যে যে চিঞ্চিনে ব্যাথা,তা একটু অন্যের বউ দেখে কমানোর চেষ্টা করি।মুরুব্বীরা কহেন, ''দুধের স্বাদ ঘোলে মিটাও,দেখে দেখেই শখ মিটাও।'' :(( :(( :shy: =((
আদনান ভাই......এইভাবে সিসিবিবাসীদের ছেড়ে পলান্টিস বিবাহ করতে পারল? :-B :-B
তাকে সিসিবি-তে পা রাখতে দেয়া যাবে না,বাংলা ছিঃনেমার মত ,''বেরিয়ে যাও আমার বাড়ি থেকে,এই বাড়িতে তোমার কোন স্থান নেই।'' তবে একটা জিনিস অ্যাড হবে, ''শুধু বউ (ভাবী)-কে রেখে যাও'' :hug:
অবশ্য নতুন ভাবীরে দেখাইতে চাইলে দেখাতে পারেন :party:
হাজার হোক,ক্যাডেটের বউ তো 😡 :khekz:
গোপন সুত্রে খবর পাওয়া গেছে, কালকের হলুদের প্রোগ্রামে তুহিন, মাস্ফু, আহসান সহ আরো অনেককে দেখা গেছে। 😉
🙁 আমি গেছিলাম কিন্তু খাই নাই :(( বাসা খালি থাকায় না খাইয়াই চইলা আইতে হইছিলো :((
আমার পরীক্ষা বিধায় আসিতে পারিনাই :((
মাস্ফ্যু ভাই বলেছেন,
চোরের মন পুলিশ পুলিশ,
ইয়ে মানে আমিও খাইতে পারি নাই :((
মানে তাড়াতাড়ি ফিরতে হইছে, হাজার হোক রাইত ১১ টায় ঢাকা থিকা সাভার যাওয়া... বুঝতেই পারতাছেন 😛
গোপনে গোপনে সবাই খানাপিনা দিতাছে,আমরা ম্যাংগো ব্লগাররা কি ফাফ করছিলাম x-(
এই গোপন বডি টারমারিক ফাংশন মানি ন্যা,মাইনব না :(( :((
🙁 একের পর এক উইকেট পড়তাছে,কি যে হইলো দ্যাশটার 🙁
😡 কোনদিন আপনিও এসে বলবেন,
:grr: :grr: :grr:
কেউ কথা রাখেনি,................... :bash: :(( :((
x-( x-( x-( তোরে ইদানীং :just: রোগে পাইছে,জায়গায় বেজায়গায় খালি এইডা ইউজ করছ 😡
:just: :frontroll: লাগায়া দ্যান, :just: লাগাতার,
মাস্ফ্যু ভাই, সাংহাই ক্যাফের চিপা কিন্তু আমাগো ভার্সিটির সিড়ি দিয়া দ্যাখা যায়, খিয়াল কৈরা খুব খিয়াল কৈরা 😉 😉 😉
😮 কস্কি মমিন!
=)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
হুমম, ঘটনা সত্য। মাস্ফ্যু না খেয়েই চলে গেছিল! আরেকটা সত্য ঘটনা হল মাস্ফ্যু নাকি আগের চে অনেক শুকায়ে গেছে!! আমার কিঞ্চিৎ সন্দেহ ছিল এইটা নিয়ে, কিন্তু ডালিয়া যখন বলছে..... :-/ ;;)
ডালিয়া যখন বলছে তখন তো বিশ্বাস করাই উচিত, আবার নিজের চোখকেও তুমি অবিশ্বাস করতে পারনা! নাহ! দুনিয়া জুড়া প্রচুর গিয়াঞ্জাম!
মাস্ফ্যু, কই গেলি রে? আমার সাথে দেখা কইরা যাইস, জানস-ই তো সাথে কইরা কি নিয়া আসতে হবে! 😉
তান্স এর সাথে দেখা করার পর ওইটা নিয়াই আমার কাছে আসিস
রবিন ভাই কইছে আপনে নাকি জন্মের আইলসা-উত্তরা থিকা আপনেরে হাতি দিয়াও আনানো যায়না তাই আসেন নাই 😀
টুম্পাপুউউউউউউউউউউউউউউউউউউউউউ আপনেও আমার স্বাস্থ্য নিয়া ডাউট দেন-কুথায় বড় ভইন হইয়া আমারে খাওয়ায় খুয়ায় মোটাতাজা করবেন তা কই-দিন দিন শুকাই যাইতেছি :((
এইটা সত্য, মাস্ফ্যু ভাই এখন পুরোদস্তুর ভেজিটেরিয়ান, (শুধু বিফ বাদে বাকি সব কিছুই উনার কাছে সবজি 😀 )
=))
চ্যারিটি বিগিনস এট হোম
আমারে বাঁশ খাইতে দেখলেই আহমদ ভাই গিরগিরায়া হাসে-আইজ পরযন্ত এর কুনো ব্যতিক্রম হইতে দেখলামনা x-(
=)) =)) =)) =))
বাশ ও কি ভেজিটেবল??
:khekz: :pira: জ়ট্টিল :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
:khekz: :khekz:
ভাই, বাঁশের মধ্যে মাল-মশ্লা দিয়া চাকমারা যে কী সুন্দর রাঁধে,খালি যদি খাইতেন।বাঁশ পদ্ধতি আসলেই কার্যকর,সুস্বাদু ।বাঁশ রক্স
এরে কয় ব্যাম্বু শ্রুট।আমার এক বান্ধবী ছিল অনন্যা খীসা-ওদের বাসায় রান্না হইতো এইটা।সেই কত ছোটকালে একবার স্কুলে নিয়া আসছিল টিফিনে এখনো মনে আছে সেই স্বাদ... O:-)
"বাশ ও কি ভেজিটেবল??"
=)) =)) :khekz:
আহারে, মাস্ফ্যু দিন দিন শুকায়ে যাইতেছ? আমার বাসায় দাওয়াত থাকলো ভাইয়া, চলে আইসো যে কোন ছুটির দিনে ।
:shy: থেঙ্কু...এখন ইট্টূ ডায়েটে আছি কিনা...ডায়েট ভংগ আপনার ওখানেই করপো :shy:
আমাগো দাওয়াত না দিলে খারাপি আছে কিন্তুক :duel:
কিরে আমাদের এইখানে তো আজকে ২৪ তারিখ। তুই কোন গ্রহে?? :grr:
অর কোন দুষ নাই, অর ক্যালেন্ডার স্লো O:-) O:-) O:-)
ঘুমের ঘোরে উলটাপালটা লিইখা ফেলছিলাম 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এইটা মনে হয় জাতীয় বিবাহ মাস,গত সপ্তাহে বাসায় গিয়ে ৩ দিনে ৪ টা বিয়ে খাইলাম 😀
আদনান ভাইকে বিবাহ শুভেচ্ছা।
বিয়ে খাবো ... দাওাত দেন । 😀 😀 😀
মানুষ ক্যান যে বিয়া করে বুঝিনা!! :thumbdown:
আমার মনে হয় যখন অন্য কিছু করার থাকে না তখন বিয়া কইরা ফেলে। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হা হা ভালো বলসিস।
মানুষ যে ক্যান বিয়া করে, সেইটা কাইয়ুম ভাই ভালো বলতে পারবেন।
:khekz: :khekz: :khekz: সহমত :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
=)) =)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
নিজের হাতে সব কাজ সব সময় করা যায় না তাই।
😛 ;;; =)) =))
এইডা কি কইলেন ভাই :no: :no: :no:
ক্যান ভাই ... তুমিই কও ... সব সময় কি তোমার রান্নাবান্না, কাপড় ধোয়া রুম গোছানো ইত্যাদি সব কাজ করতে ইচ্ছে হয় ???
তুমি কি ভাবসিলা ???
ভাই আম্রা তো "থাকিতে নিজ হস্ত...কেন করিব নারী গেরস্থ"..নীতিতে বিশ্বাসী 😀
জীবনে তো ডাক্তার-ইঞ্জিনিয়ার কম মারলেন না বস,এখন জাতিরে কিছু মেধাবী মুখ দিয়ে যান মরনের আগে ;;; :khekz:
😮 😮 😮 😮
অভিনন্দন আদনান। আশা করি তোমাদের নতুন জীবন অনেক আনন্দময় হোক। যারা বিবাহিতদের বান্ধা গরু বা মৃত মানুষদের সাথে তুলনা করছে তাদের উদ্দেশ্যে কবি বলেছেন ------ অমরত্বের মূল্য মৃত্যু।
মইনুল ভাই, আপনে এতদূর থিকা আমার সাথে দেখা করতে চইলা আসছিলেন সেইজন্য থেঙ্কু দেইনাই বেহায়ার মত-মাপ কইরা দিয়েন।যেই খাওয়াটা দিছিলাম তারও কুনো তুলনা নাই :shy: ইকটু ফাঁক পাইলেই একটা আস্তা ব্লগ নামায় ফেলুম...ভাবী আর পিচ্চি ভাল আছে তো?
আরে ধুর ... তুমি তো আমারে লজ্জায় ফেইলা দিতেসো। আর খাওয়াইসে তো তোমার ভাবী। আমি তো ভাবসিলাম চাকরী পাওয়া উপলক্ষ্যে আরোও ভালো সিল দিতে পারবা তারে।
আর ওরা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে।
দাওয়াত চাই।। দাওয়াত চাই।। 😡 😡
হারাধনের দশটি ছেলে রইল বাকি.... 🙁
হোসেন ভাই অভিনন্দন ।
আমিন ভাই, নতুন ভাবীদের কে সিসিবির সাথে পরিচয় করিয়ে দেয়া উপলক্ষ্যে একটা গেটটুগেদার স্পন্সর করেন। 😀 😀 😀
অভিনন্দন 😀
অভিনন্দন 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আদনান ভাই আর ভাবির জন্যে অনেক শুভোকামনা .....আমার পোড়া কপাল জীবনে ভাই বোন কারো বিয়া , গায়ে হলুদ কিসুই খাইতে পারি নাই :(( :((
:shy: আমার বিয়ায় তুই বরযাত্রী হইছ-আমি থাকতে তোর এই আফসুস থাকব সেইটা হইতে দিমুনা :duel:
রাহাত (২০০০-২০০৬) কইছে,
তোরে নিয়া একটা মসলার দোকানে ছাইড়া দিমু, যত খুশি হলুদ খাইস মন ভইরা, সাথে আদা জিরা গুড়া মরিচ খাইতে চাইলেও না করুম না, বুফে সিস্টেম। 😀 😀 😀
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
তুহিন ভাই আপনে মানুষ ভালা না 🙁 আমার কিবোর্ড ভাইঙ্গা গেসে দেইখা ঠিকমত লিখতে পারতাসি না :((
মাস্ফু ভাই , :hug: আল্লার কাসে দওয়া করি আপনে শতশত বার বিয়া করেন :grr:
রাহাত কি মস্ফ্যু-রে দোয়া নাকি বদদোয়া দিলা? 😮
চ্যারিটি বিগিনস এট হোম
;;; ;;;
x-( এই জইন্যেই কয় মাইনষের ভালা করতে নাই x-(
=)) =)) =))
গত শীতে মনে হয় শীত বেশিই পরেছিল, উষ্ণতার অভাব বেশি বোধ করেছে.
অভিনন্দন আদনান
(প্রচন্ড রকম অফটপিকঃ
বান্ধা গরু
লওওওম্বা দড়ি
দূরে গিয়াও ঘাস খায়
পুলাপাইন কি বুঝলি ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা,বুঝলাম যে এইটা আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত দন্ত'স তাইফুর মামার অনুকাব্য 😛
হে হে হে, মাস্ফ্যু ভাই বুঝে নাই, :-B :-B :-B
বুঝলাম ড়্যাবমামা আজকাল দূরের ঘাসও খায় 😉 ..যাই ভাবীরে কল্দিয়া জিনিস্টাবোলি... 😀
রেব্বাই এর ঘাস খাওনের দিন শেষ... :grr:
এপেনডিক্স নাইক্ক্যা...হজম হবে না... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) যথারীতি জুনাদার কমেন্টে বিপ্লব!
ভাই বুঝলাম, বান্ধা গরু মানেই ডাবল প্রফিট 😀 :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আদনান ভাই তাইলে শহীদ হয়েই গেল 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
শহীদ ভাই বোধহয় তাইলে আদনান হইয়া গেছে 😀 😀 😀 (বেশি ফ্লপ :goragori: )
ভাই ইদানিং দেখি পুরা ফ্লপ এর উপর এ আছেন!
গতকাল্কে তোর ফেসবুক স্ট্যাটাস 'ভাল্লাগে না...:(' এর কারন কিলিয়ার হইল... ;))
***গেট-টু-গ্যাদার এ নাম্বার আদান-প্রদান করলি, বাকিটা কতদূর??? ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy: :shy:
যাহা রটে, তার কিছুই ঘটে নাই। চারাগাছে ঢিল মারেন ক্যান!!! :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঘটনা যে ঘটছে তা তো তোর ব্রীড়াময় মুখ( :shy: ) দেখেই বুঝে ফেলেছি রে পাগল ;;;
শুভকামনা আদনান
চ্যারিটি বিগিনস এট হোম
কি রে রকিব আজ কাল নাকি ভুল বাসে উইঠা কই কই যাস?? উদাস উদাস থাকস??
গলায় কি রশি লাগবো??
আপনারে এইসব চাপা ক্যাডায় মারলো। বাসে উইঠা ঘুমায় গেলে ঐরকমই হয়। :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরও কি কি করোস দেই কইয়া ?? আমার কামডা করসোস ??
কাল রাতে একখান ভয়াবহ দুঃস্বপ্ন দেখছি। রিবিনভির সাথে রিবিবি আন্টির বিয়ে হচ্ছে। 😐 আর আমি বিয়ের আসরে চা দিয়ে বেড়াচ্ছি :no:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রবিন ভাইরে আইজ্কার্দিন্থিকা মতিন ভাই কইয়া ডাকনের তীব্র দাবি জানাই। :grr: :grr: :grr:
রকিব আর তুহিন, তোরা দুইটা এখনি লং আপ। এক সাথে। মাস্ফু তুই হ্যাংগার নিয়া আয় কয়েকটা। যেইটা নামবো একটা কইরা ভাংবি। x-(
:bash: :bash: :bash: :bash: :bash:
আম্মা.......... :no: :no: :no: :no:
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
মতিন ভাই, উবামা চাচার বাসায় আজকে চা পাঠাইতে হবে। আমি এখন উঠি?? 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আবার কথা কস? এক হাত এ লং আপ হইয়া থাক। x-( x-( x-(
ইয়ে মতিন ভাই,সাদা বাড়ি থিকা কালা উবামা চাচার কল আসছে যে চাওয়ালারে ছাইড়া দিতে হইবো-সে ওইখানে কিলিন্টন আর মনিকা আন্টির সম্মানে চা দিবো :))
ওর জায়গায় যদি তুই লং আপ হোস তাইলে আপত্তি নাই
কিরে কান্দোস ক্যানে? মতিন ভাই পিডাইছে? :grr:
হ্যাংগার দিয়ে জীবনের প্রথম মাইরটা কলেজেই খাইসি। সেই সাথে লকার স্টিকের বাড়ি। উফ ... অসহ্য। 😡
চ্যারিটি বিগিনস এট হোম
🙁 আমিও।নিজেও দিছি-কিন্তু এখন বুঝি কতটা অমানবিক ছিল এই "ট্রেডিশান"।আই এম আশ্যেমড।
আমি জুনিয়রদের পানিশমেন্ট দিসি। হয়তো আনকবারই। কিন্তু কাউকে পিটাইসি বলে মনে পড়ে না। এইটা আমার কাছে অমানবিক মনে হয়। এমনকি প্রিফেক্ট থাকাকালীন সময়ও কোন জুনিয়র কে পিটাইনাই।
চ্যারিটি বিগিনস এট হোম
আমি কখনো দেইও নাই খাইও নাই 😀 । প্রিফেক্ট থাকা অবস্থায় একবার খালি একটা জুনিয়রকে হ্যান্ডস ডাউন করাইয়া হ্যাংগার বাইর করসিলাম, বিশাল বেয়াদপী করসিলো পোলাটা, মাগার জীবনে আমার হাতে হ্যাংগার কেউ দেখে নাই, তাই ওইটা আমারে বাইর করতে দেইখাই পোলা এমুন ভয় পাইসে যে ওর চেহারাটা দেইখা আর হাত উঠে নাই আমার মারার লাইগা 🙁 ।
আপনের মত হইতে পারলে মাঝে মাঝে পুরানো কথা মনে কইরা নিজেরে এইরকম অমানুষ টাইপ মনে হইতোনা 🙁
:boss:
চ্যারিটি বিগিনস এট হোম
ম্যান হ্যান্ডলিংটা আসলেই অমানবিক।ফিজিকাল পানিশমেন্ট ঠিকাছে-এইটা ট্রেনিং এর অন্তর্ভুক্ত বলা যায়।ছোটভাইদের সাথে দেখা হলে এখনো মাঝে মাঝে ক্ষমা চেয়ে নেই ভুলগুলোর জন্য-অবাক ব্যাপার,ওরা সেগুলো মনে রাখেনি-মনে রেখেছে সুন্দর মুহূর্তগুলো।এই কারণে নিজে কিছুটা হলেও সান্ত্বনা পাই।
আমারো তাই মনে হয় বস
:khekz: :khekz:
:))
চ্যারিটি বিগিনস এট হোম
অভিনন্দন 🙂
১০০ সেঞ্চুরি শতক হান্ড্রেড
এই কমেন্টটা তো আমি আহমদ ভাইয়ার পোস্ট এ করছিলাম,এইটা এইখানে আসলো কেমনে??? 😕 😕
সরি সিসিবিয়ানস সবাইকে দাওয়াত দিতে পারিনাই । আমি যাকে জাকে পাইছি ফোনে দাওয়াত দিছি । যারা মিস হয়ে গেছেন তার পুরা দোষ আমার । আর যারা যারা আসছেন তাদের অনেক ধন্যবাদ । ভাবীদের পরিচিতিমূলক পাটির আইডিয়াটা ভালো । হলে আমাকে জানিও । সবাইকে ধন্যবাদ ।