আজ দুটি গল্প বলি একটি ইন্টারনেট থেকে পাওয়া আরেকটি আমার খালাত বোনের ।
১
এক ব্যস্ত চাকুরীজীবী অনেক রাত করে বাড়ি ফেরেন প্রতিদিন। ছোট্ট ছেলেটির সাথে তাঁর প্রায়ই দেখা হয়না। তিনি আসতে আসতে বাচ্চা ছেলেটি ঘুমিয়ে পড়ে। একদিন সে জেগে বসে আছে বাবার জন্য। বাসায় ফিরার পর ছেলে পাশে এসে একথা ওকথার পর জিজ্ঞেস করল ,” বাবা তোমার ঘন্টাপ্রতি বেতন কত?” । অবাক হলেও তিনি উত্তর দিলেন ২০ ডলার।
অণুঘটনা-৩
(১)
পরিচিত এক পিচ্চির বাবা মা গেছে হজ্বে। তো পিচ্চিকে যাওয়ার সময় বুঝিয়ে গিয়েছে যে আব্বু আম্মু আল্লাহর ঘরে যাচ্ছি। সেই বাবা মা একদিন ফোন দিলেন হজ্ব থেকে। পিচ্চির সাথে কথা বলার পর পিচ্চি বলছে ,”এইবার আল্লাহকে দাও আল্লাহর সাথে কথা বলব “।
(২)
আমার মা একদিন গুনগুন করে গান গাইছে কাজ করতে করতে। আমার ছোট ভাই (কনক) আম্মুর পাশে ছিল অনেকক্ষণ ধরে শোনার পর আম্মুকে বলতেছে,”