অনুঘটনা – ৪

আজ দুটি গল্প বলি একটি ইন্টারনেট থেকে পাওয়া আরেকটি আমার খালাত বোনের ।

এক ব্যস্ত চাকুরীজীবী অনেক রাত করে বাড়ি ফেরেন প্রতিদিন। ছোট্ট ছেলেটির সাথে তাঁর প্রায়ই দেখা হয়না। তিনি আসতে আসতে বাচ্চা ছেলেটি ঘুমিয়ে পড়ে। একদিন সে জেগে বসে আছে বাবার জন্য। বাসায় ফিরার পর ছেলে পাশে এসে একথা ওকথার পর জিজ্ঞেস করল ,” বাবা তোমার ঘন্টাপ্রতি বেতন কত?” । অবাক হলেও তিনি উত্তর দিলেন ২০ ডলার। পরেরদিন আবার দেখেন ছেলেটি জেগে বসে আছে। আজ ছেলেটি বাবাকে বলল , ” বাবা আমাকে তুমি ১০ ডলার দিবে”। রেগে গেলেন তিনি, “সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি তোদের জন্য ১০ ডলার কামাতে কষ্ট হয়না” আরো অনেক কিছু বললেন। ছলছল চোখে ছেলেটি নিজের রুমে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই লোকটির খুব মায়া হতে লাগল ছেলের জন্য। খুব কম জিনিসই চায় ছেলেটি তার। তাই ডাক দিয়ে ১০ ডলার হাতে ধরিয়ে দিলেন তিনি। উচ্ছল হয়ে ছেলেটি ফিরে গেল নিজের রুমে। কিছুক্ষণ পরেই ফিরে আসল বাবার কাছে। খুব কাছে এসে বাবার দিকে ২০ ডলার এগিয়ে দিল। অবাক হয়ে রেগে উঠতে যাবার মুহূর্তেই ছেলেটি বলল , ” বাবা আগামীকাল ১ ঘন্টা আগে বাসায় ফিরবে? কাল আমার জন্মদিন “।


আমার খালাত বোন থাকে চট্টগ্রামে। দুলাভাই হচ্ছে থানা শিক্ষা অফিসার। খালাত বোন প্রতিদিনই বাসায় (ঢাকায় ) ফোন করে খালার সাথে কথা বলে। হঠাৎ একদিন ভাইয়া আপুকে বলছে, ” এত কথা কি বল প্রতিদিন। এত কথা কিভাবে থাকে?” । আমার খালাত বোনটি বেশ শান্ত । হঠাৎ সেদিন তার কি হল মোবাইল খানা ভাইয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল,” দেখি তুমি তোমার বাবা মার সাথে কথা বল তো?পার কিনা ” । ভাইয়া পুরা অবাক কারণ ভাইয়ার বাবা-মা দুজনই মারা গেছেন অনেক আগেই। সেই থেকে ভাইয়া আর কোনদিন আপুকে ফোন করার কথা কিছু বলে না বরং আপু ফোন না করলে উনি নিজেই বলে কি ব্যাপার আজ যে ঢাকায় ফোন করলা না।

২৭ টি মন্তব্য : “অনুঘটনা – ৪”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    প্রথমটা আমি একটু অন্য ভাবে পেয়েছিলাম। কিন্তু মুল থিমটা একই ছিল।

    সত্যি বাবা-মা না থাকলেই বুঝা যায় কি নেই। যাদের আছে তারা কখনই বুঝবেনা, তাদের কি আছে, যেদিন ওনারা চলে যাবেন, সেদিন বুঝবে কি হারালো।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    দাত থাকতে দাতের মর্যাদা ...
    (দুইটা গল্প বর্ননাই অসাধারণ হইছে ...
    সাবাস ব্যাটা কামতপু)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আজকা হইলো ডা কি? সিসি্বি ছিড়তে পিরছি না!! যিই পোস্ট যাই খালি :)) :)) :)) :pira: । একদিনেই বহুত বছর আয়ু বাড়াইয়া ফালাইছি।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।