(১)
পরিচিত এক পিচ্চির বাবা মা গেছে হজ্বে। তো পিচ্চিকে যাওয়ার সময় বুঝিয়ে গিয়েছে যে আব্বু আম্মু আল্লাহর ঘরে যাচ্ছি। সেই বাবা মা একদিন ফোন দিলেন হজ্ব থেকে। পিচ্চির সাথে কথা বলার পর পিচ্চি বলছে ,”এইবার আল্লাহকে দাও আল্লাহর সাথে কথা বলব “।
(২)
আমার মা একদিন গুনগুন করে গান গাইছে কাজ করতে করতে। আমার ছোট ভাই (কনক) আম্মুর পাশে ছিল অনেকক্ষণ ধরে শোনার পর আম্মুকে বলতেছে,” এতদিনে বুঝতে পারলাম আমাদের ৩ ভাই এর গানের গলা এইরকম কেন”। প্রসঙ্গত আমাদের ৩ ভাই এর গানের প্রতিভা সম্বন্ধে ওর আরেকটা উক্তি হল , ” তপু ভাইয়া গানের কথা ভালই পারে কিন্তু ওর গলায় সুর নাই, সুর ছাড়া কথা গুলা বলে যায়, আমাকে ( কনক ) আল্লাহ সুর দিছে কিন্তু গানের কথা মনে থাকে না সুর দিয়ে ভুল গান গাই আর মাশাআল্লাহ বড়ভাইয়ার কথাও মনে থাকে না সুর তো নাই, বেসুরো গলায় ভুল কথা চালায়”।
(৩)
তখন মনে হয় ক্লাস ৩ কিংবা ৪ এ পড়তাম। অঙ্ক পরীক্ষায় বেশ খারাপ করলাম ওইবার। একটা অঙ্ক ছিল ৩ জন ছেলের মধ্যে আম না লিচু ভাগ করে দিতে হবে কতটা করে পড়বে সবার ভাগে । আমি ভাগ করেছি একজন বেশি দিয়ে স্বাভাবিক ভাবেই সবার ভাগে কম পড়েছে । বাসায় খাতা দেখে আব্বু বলছে তুই কি মনে করে একজন বেশি হিসাব করলি? আমার বড়ভাই বলছে “ওর নিজের ও মনে হয় খেতে ইচ্ছে করেছে সেই জন্য একভাগ নিজের জন্য করছে”।
(৪)
গতকাল স্বপ্নে দেখলাম আমাদের এইচ,এস,সি পরীক্ষা চলছে তাও কেন যেন আমাদের সকালের ফলইন করতে হচ্ছে। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা লাইন ধরে। হঠাৎ করে সোহরাব আলী (আমাদের একসময়ের বিখ্যাত প্রিন্সিপ্যাল ) এসে এক ছেলেকে ধরে মারা শুরু করল। আমি ভাবছি আমাকে তো আর মারবে না তখনই স্যার আমার দিকে এগিয়ে এসে স্টাফ কে বলছে ওরে ধরে আনেন আমার কাছে এরপর আমাকে একটা বিশাল চড় মারার মুহূর্তে আমার ঘুম ভেঙ্গে গেল। সাথে সাথে মনে হল ভাগ্যিস অল্পের জন্য বাঁচলাম।
(৫)
গত ঈদে রান্না করছিলাম। এমনিতেই মন ভাল না বিদেশে বসে ঈদ হলে যা হয় আর কি। রান্না করতে করতে হঠাৎ করে মোবাইলে একটা এস,এম,এস আসল। মোবাইল খুলে দেখি বাংলাদেশের নম্বর। যারাই বিদেশে থাকেন তারাই জানে যে দেশের একটা এস,এম,এস কতটা বিশাল বস্তু। অচেনা নম্বর , এসএমএস পড়ে দেখি আলিমুজ্জামান স্যারের এসএমএস। (স্যার এখন ঝিনাইদহ তে আছেন)। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ক্যাডেট কলেজে আমার সবচেয়ে প্রিয় স্যার। এসএমএস পড়তে পড়তে চোখে পানি চলে এসেছিল।
আমি ফেরাস্ট 😀
মনে মনে তোর কথাই ভাবতেছিলাম। তুই মনে হয় বহুদিন ছিলি না ? অনেকদিন তোর নাম দেখিনা। আর লগইন করস না কেন? কেমন আছিস।
১. জটিল পিচ্চি!
২. তোর গানের গলা কিরাম, সেটা টের পাইছিলাম মির্জাপুরে পুরস্কার নিতে গিয়ে। সারা-রাত ধরে আন্তাক্ষরীতে একদিকে তুই আরেকদিকে ফাহাদ গান গাইছিলি। শালারা ঘুমাইতে দিলি না!! x-( x-(
:khekz: :khekz: :khekz:
মির্জাপুরে না, এমজিসিসিতে।আমি পুরষ্কার পাই নাই কিন্তু ফরিদ ভাইয়ের কাছে এমজিসিসির অনেএএএএএএএএএএএএএএএএএএক গল্প শুনসি :shy: :shy: :shy:
নারে মির্জাপুরেই। এমজিসিসিতে গেছিলাম এসএসসির পর । আর আন্দালিব যেটা বলছে সেটা এইচএসসির পরে মির্জাপুরে।
ব্যিপক মিজা পিলাম... =))
ঐ কথাটাও ফাঁস করে দিবো নাকি... :grr:
আর আন্টির গানের গলা নিয়া পচানি দিলা; উনার রান্নার হাত নিয়ে আলাদা ব্লগ না দিলে কিন্তু নেক্সট ছুটিতে সিসিবির সবাইরে তোমার বাসায় স্পেশাল ডিনার ইস্যু কইরা দিমু...
আন্টির রান্না পুরা পাংখা :boss: !
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দেখছেন ভাইয়া পোলা এইটা কত খারাপ মায়ের গানের গলা নিয়ে পচান দিতেছে। 😡
আর আমার আম্মু কিনা এই পোলারে সবচাইতে বেশি আদর করে... :bash:
হ ঠিক কইসস-এই ছুটিতে জাপান থিকা আসার পর উনি আমার সাথে ফুনে কথা কওনের সোময় আন্টি ফোন কাইড়া নিয়া খালি উনার বিয়ার ব্যাপারেই আলাপ পাড়ছে।ক্যান,কনক আর তার সবচেয়ে বড় ভাই ছিলনা?????
শালার ইনসাফ...
সাকেব ভাই আমি আপনাকে নিয়ে একটা ঘটনা দিতে গিয়েও দিলাম না এখন মনে হচ্ছে দিলেই ভাল হত।
খিয়াল কিরা...খিব খিয়াল কিরা :chup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
মিজা পাইলাম =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুসতাকীম,
"পাইলাম" বানান ভুল হইসে... x-(
পিরা ভাষার ছোট্ট একটা কোর্স নেওয়ার জন্য রবিনের সাথে আফটার থার্ড প্রেপ দেখা করবা :frontroll:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
তুই দেখি আমার মতো স্বপ্ন দেখা শুরু করছিস!!! আমি তো আগে প্রায়ই স্বপ্নে দেখতাম ৩/৪জন স্টাফ মিল্লা আমারে পাঙ্গাইতেছে। তোর তো চড় খাওয়ার আগেই স্বপ্ন ভাইনা গেছিলো, আমার পুরা পাঙ্গানি শেষ না হইলে স্বপ্ন ভাংতো না। 😀 😀 😀 😀 😀
লেখা মজা হইছে। বেশি বেশি লিখ। বরিশালরে ধরতে হবে। 😀 😀
:gulli: জটিল হইছে :pira:
এক নাম্বার পুরা ঝাকানি। :khekz: :khekz:
:just: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
জটিল জটিল 😀
বিপিক মিজা পিলাম :pira:
পিচ্চির ঘটনাটা সেরোকম =)) =))
কলেজ নিয়া একখান স্বপ্ন দেখছিলাম দিন কয় আগে ;)) কমু না 😀 এডু বস্ ইডি দিবো শুনলে ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
বুজসি।ওই যে নতুন কোন ব্রীড়াময়ী তন্বী যানি এফ সি সি তে বদলি হইছিল উনারে নিয়া???
😀 😀 😀
ব্রীড়া জানি কি......মনে করতে পারতাছিনা :bash: ~x(
ব্রীড়া=লিজ্জা(পিরা-বাংলা অভিধান দ্রষ্টব্য)
তাও ভালো...
ব্রীড়াময়ী তন্বী কে নিয়ে স্বপ্ন তো যেকোন জায়গার ব্যাকগ্রাউন্ডেই দেখা যায়...
যেহেতু, বসে কলেজের ব্যাকগ্রাউন্ডে দেখসে, তাইলে নির্ঘাত :dreamy: ...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
তপুর গানের গলা নিয়ে একটা মজার ঘটনা মনে পড়ল।দোস্ত মাইন্ড নিস না।
তখন আমরা ১ -১ এ। তপু আর জাহিদ (সিলেট) একবার এটিএন বাংলায় শেষ অক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে এল। তো তার কিছুদিন পর আমরা ক্যাফেতে বসে আড্ডা দিতেসি। এমন সময় দেখি,ক্যাফের এক বয় মনযোগ দিয়া তপু আর জাহিদরে দেখতাসে। তো ব্যাপরটা নিয়া আমরা কৌতুহলী হয়ে উঠি।এমন সময় ঐ ছেলে এসে বলে, স্যার আপনেরাই কি গানের অনুষ্ঠানে গেছিলেন। তপু একটু ভয়ে একটু হাসি দিয়ে বলল হ্যা। তার হাসি থেমে গেল ছোকরার পরের কথায়।
"বুয়েটের মানসম্মান আর কিছু রাখলেন না।"
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
=)) :khekz: :goragori: :khekz: =)) :goragori: :khekz: :just: :pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিন পুরা ঘটনা ভুল বলেছিস। আমারে ঐটা কয়নাই। কইছে মামা আপনি তো তাও কিছু গান কইতে পারছেন কিন্তু আরেক মামা যে গেছিল উনি তো বুয়েটের ইজ্জত রাখল না একটাও গান গাইতে পারে নাই।
সরি দোস্ত, একটু রং চড়ানোর জন্য...........। 🙂 😀 🙂
:khekz: :khekz: :khekz: :khekz:
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:chup:
আমি একবার রুমে গান গাইতেছিলাম ।এমন সময় আমাদের হাউস বেয়ারা বেলাল ভাই এসে বেশ সিরিয়াসলি বলতেছে.."রায়হান তোমার রুমে কি হইছে,কান্দে কে??.... :((
আমার গান সম্পর্কে এক বন্ধুর কমেন্ট..."দোস্ত সবাই তোর গান নিয়ে টিজ করে কিন্তু আমার
কাছে তোর গান খুব ভালো লাগে কারন তুইতো গলা দিয়ে গাস না,গাস তো অন্তর দিয়ে.. 😛
:khekz: :khekz: :khekz: :just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমিও অন্তর দিয়া গাই 😀 😀 😀 😀
:khekz: :khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পিচ্চিটা তো দূর্দান্ত :awesome: :awesome: :awesome: :awesome: ।
খুব ভালো হইছে :clap: :clap: :clap: :clap: ।
Life is Mad.
সবই ভাইয়া আপনার টুশকির নকল। টুশকির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হইয়া...
তপু খুব ভাল হইছে, হাস্তেই আছি :khekz: :khekz: :just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামরুল ভাই রাত ৪ টায় আপনেকে একটা এস এম এস পাঠাইছিলাম...পাইসেন?
আমার তখন সকাল ৭টা হঠাৎ করে এসএমএসের আওয়াজে ঘুম ভাঙল। দেখি তোর এসএমএস। খুউউউব খুশি লাগছে। অনেক অনেক ধন্যবাদ। তবে আমার গান শুনতে চাইলি সেটা বিশাল ভুল কাজ করছিস। দেখস নাই সাকেব ভাই কি লিখছে মানুষজন আমারে গান গাইতে বলে না , গান কইতে কয়।
🙂 মজা পাইছি
নেন একটা গান শুনেন :guitar:
বুয়েটের মানসম্মান আর কিছু রাখলা না 😛 😛 😛 😛
তপু, খুব ভালো। :clap: :clap: :clap:
পিচ্চিটা দারুন স্মার্ট, খুব মজা পাইলাম। 😀 😀 😀
এইরকম অণুঘটনা আরো চাই।
পুরা পাংখা হইছে। :tuski:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হাসতে হাসতে পিরা :khekz: :khekz: