ভাল থাকা

কতদিন হয়ে গেল –
তোমার কাছে জানতে চাওয়া হয়নি,
“কেমন আছো তুমি?”
অথবা, “সব ভাল তো?”

সেই যে শেষবার, কবে যেন,
জিজ্ঞাসা করেছিলাম,
আর তুমি বলেছিলে:
“খুবই ভাল আছি, আর হ্যা,
আপনার কি দরকার জেনে,
আমি কেমন থাকি বা না থাকি……”

সেই থেকে তোমাকে
আমি আর জিজ্ঞাসা করি না,
কারন, ঠিকই তো,
আমার কি দরকার জেনে,
কেমন আছো তুমি?
অথবা, কেমন নেই?

তবে জানো তো, আজকাল,
যুগটা অনেক এগিয়ে গেছে,
প্রাক-নব্বইয়ের সেই দিন আর নেই,
যে সময়ে এক একজনকে হারালে,
দেখা হতো না কুড়ি কুড়ি বছরের পর।
চাই বা না চাই, পথের ওপারে,
আজকাল, দেখাটা হয়ে যায়ই।

একান্তই যদি তা নাও হয়,
ফেসবুক, ভাইবার, হোয়াটসএপ……
আরও কতো কতো কি আছে না?
দেখা হয়ে যায়ই,
আর তা, ওসবের প্রোফাইলে,
অথবা অন্যের স্ট্যাটাসে-

তখন জিজ্ঞাসা না করেও,
বুঝে নিতে পারি,
ঠিক কতটা ভাল আছো,
কতটা উড়তে পারছো,
ডানা মেলে, মনের আনন্দে,
অথবা বসে আছো,
ডানা কেটে, নিরানন্দে!

৪,৬৮৮ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “ভাল থাকা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    খুব ভালো হয়েছে কবিতা এবং কবিতা পাঠ, দুটোই।
    “খুবই ভাল আছি, আর হ্যা,
    আপনার কি দরকার জেনে,
    আমি কেমন থাকি বা না থাকি...”
    -- একেবারে অপ্রস্তুত করে দেবার মত কথা, কিন্তু একথা প্রায়ই এমন প্রশ্নকারীরা মনে হয় শুনে থাকেন।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      খায়রুল ভাই, আপনার মন্তব্যগুলো পেয়ে খুবই আপ্লুত হই।

      জানি, আমার এই কাব্য-প্রচেষ্টাগুলো আসলে খুব কোনো শাস্ত্র-মানা কবিতা নয়, কাব্য-প্রয়াসও নয় বরং একধরনের স্বগতোক্তি, উপলব্ধিজাত স্বগতোক্তি যা গল্প-প্রবন্ধ-দিনলিপি - কোনো ফরমেটেই যায় না।
      এগুলো নিয়ে হয়ত কাব্য করা চলে তবে কাব্য করতে আবার যে ছাঁচে ফেলতে হয়, সেটাও পারি না।
      এই অবস্থায়, এই যেমন খুশি তেমন লিখা কাব্য-প্রচেষ্টাগুলি যে আপনি এতটা মনযোগ দিয়ে পড়েন, তা নিয়ে ভাবেন, এবং পরে মন্তব্য করেন - এসব দেখে আপ্লুত না হয়ে থাকি কিভাবে।
      আপনাকে শুধু ধন্যবাদ না, অনেক অনেক কৃতজ্ঞতাও জানাচ্ছি আপনার এই উৎসাহ দেবার সদিচ্ছার জন্য।
      :boss: :boss: :boss: :boss:

      বাই দ্যা ওয়ে, ইসিএফ-এর মুড়ি-চানাচুর পার্টিতে কি যাবেন? শুক্রবারে?
      এইখানে দেখেন...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      ক্ল্যাপগুলো দেখে খুশি হয়ে গেলাম।
      দেখা যে নাই সে তো তোমার গুনে। বুঝতে পারছি, দারুন ভাল কাটছে সময় তাই আর এদিকে মাড়ানোর ফুরসত পাচ্ছো না।
      এটা ভাল ও কাঙ্খিত তাই কোনো অভিযোগ নাই।
      আছে নিরন্তর শুভকামনা।
      ডানাকাটা নিরান্দন সুখও হয়তো একধরনের সুখ কিন্তু ওটায় আমার বেশ আপত্তি।
      একটাই তো জীবন। তাকে নিরানন্দ করার করার অধিকার কি আমাদের আছে?
      সুখের জন্যেও হলেও, আমার মনেহয় নাই।

      উড়ুক, সব্বাই উড়ুক।
      যার যেখানে খুশি,
      উড়ুক ডানা মেলে।
      যে যার সাথে খুশি,
      উড়তে থাকুক ডানা মেলে।


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
      • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

        :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

        সিসিবির জন্য অস্ট্রেলিয়ার কড়চা লিখতে শুরু করেছিলাম ভাইয়া, কিন্তু ঐ যে গাধা ছাত্রের গরু রচনা লেখার মত সদ্য দেখা ক্যাঙ্গারু কিংবা কোয়ালা বা কোরাল রিফের বর্ণচ্ছটার গল্পগুলো দেখছি আমাদের মধুচন্দ্রিমার গল্পে গিয়ে শেষ হচ্ছে, হায়! ফলাফল হলো, লেখা বাদ দিয়ে সিরিয়াস পাঠক হিসেবে আত্মপ্রকাশ। তবে তোমাদের লেখা পড়ছি হামেশাই।

        পাখনা মেইলা যাইবা কই?
        তারার আকাশ, নিঘুম ভোর
        রইল সবই তোমার পাখি
        কইরো পরখ ডানার জোর!

        জবাব দিন
        • পারভেজ (৭৮-৮৪)

          "ক্যাঙ্গারু কিংবা কোয়ালা বা কোরাল রিফের বর্ণচ্ছটার গল্পগুলো দেখছি আমাদের মধুচন্দ্রিমার গল্পে গিয়ে শেষ হচ্ছে" - এইটা হলেই তো ডবল লাভ। একসাথেই লাভস্টোরি আর ন্যাশেনাল জিওগ্রাফির ব্লেন্ড পাওয়া যেতো।
          কী সাংঘাতিক মিস!
          আহা!!


          Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

          জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।