অনুগল্প: ব্লক, অতঃপর……

পাশে বসে হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে ফেসবুক ওল্টাচ্ছিলো বন্ধুটি।
হঠাৎ লক্ষ করলাম, একখানা জরুরী জনগুরুত্বপূর্ন পাবলিক স্টাটাস এসেছে তোমার। ওর নিউজ ফীডে।
আর তা শেয়ার করার আকুতিতে ভরপুর।
অথচ কিসসুটি না করে উলটে গেল বন্ধু আমার।
আমি অবাক চোখে দেখলাম, স্ট্যাটাস দেবার ১৫ ঘন্টা পরেও একসময়ে শত শত লাইক আর ডজন ডজন কমেন্ট পাওয়া তোমার মত প্রায় ফেবু-সেলিব্রিটির এই পাবলিক পোস্টটি তে মাত্র দুইটা লাইক। আর কমেন্ট সাকুল্যে একখানা।

মনে পড়লো, বছর খানেক আগের এক স্মৃতি।
আমাকে ব্লক করার আগে দেয়া তোমার শেষ ইনবক্স বার্তা:
“আপনাকে আগেও বলেছি, আমার স্ট্যাটাসে ‘লাইক’ দেবেন না। ‘কমেন্ট’ করবেন না। আমি চাই না, আপনার লাইক কমেন্টগুলো নিয়ে আমার বন্ধুরা আপনার বিষয়ে আমাকে নিয়ে জাজমেন্টাল হোক। বুঝলাম, ভুল করে লাইক দিয়েছেন। কিন্তু বলার পরেও এমন ভুল হয় কেন? যান আপনি ব্লক!!!”

২৬ টি মন্তব্য : “অনুগল্প: ব্লক, অতঃপর……”

    • পারভেজ (৭৮-৮৪)

      যে কোন ধরনের সেলিব্রিটি হবারই একটা প্রধান শর্ত হলো, ফেইক হওয়া।
      সেটা লুকে হোক বা পার্সোনালিটিতে অথবা অন্য কিছুতে।
      যারা ফেবু সেলিব্রিটি হতে চায় বা চেষ্টা করে, তাদের জন্যেও তাই প্রকৃত নিঃসঙ্গতা লুকিয়ে ফেইক উচ্ছলতার একটা মুখোশ ধারন করার কোন বিকল্প থাকে না।
      যারা এমনিতেই উচ্ছল, তাদের তো ফেবুতে এসে সেটা দেখানোর কিছু থাকে না।
      তাই না?

      সমস্যা হলো, এই ফেইক পার্সোনালিটিটা দীর্ঘদিন বয়ে বেড়ানো কি আসলেই সম্ভব?
      আমার মনেহয় না।
      তাই "কুল" একটা ভাব নিয়ে ক্ষনিকের জনপ্রিয়তা তারা পায় ঠিকই কিন্তু পরে দেখা যায় যে তাদের সব কিছু ভেঙ্গে পড়ে।

      আমার খুবই হাস্যকর লাগে তাদের এই নিঃসঙ্গতা উৎসারিত অসুস্থ্য প্রচেষ্টাটা দেখলে।
      সবচেয়ে হাস্যকর হলো ভুলভাল তথ্য দিয়ে এওয়ারনেস জাগাতে গিয়ে যখন তারা প্যানিক ছড়ায় আর আশায় আশায় থাকে সেসব দিয়ে "ফাটিয়ে ফেলার"...
      পরে যখন সেসব তথ্যের অসারতা বেরুতে থাকে, ডিফেন্সের যে হাস্যকর ও অসংলগ্ন চেষ্টাটা তারা করে, তা হয়ে দাঁড়ায় বিনোদনে ভরপুর......


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
      • পারভেজ (৭৮-৮৪)

        বুক থেকেও যদি ব্লক করার কোন অপশন থাকতো?

        আছে কিনা, জানি না।
        তবে কাউকে কাউকে দেখে কিন্তু মনেহয়, সেরকমটা থাকতেও পারে।
        কী জানি???
        😀 😀 😀 😀 😀


        Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

        জবাব দিন
        • পারভেজ (৭৮-৮৪)

          "বুক থেকে ব্লক করা বড় কষ্টের..."
          সেটাই তো ভাবায়।
          আর সেই জন্যেই তো ভাবি, "কেন তবে বেছে নেয়া এই কষ্টের অপশনটাকে?

          স্বেচ্ছায় সুখ জলাঞ্জলি দিয়ে এই কষ্ট বেছে নেয়ার ঘোরে পাওয়াটাকেই কি কয়েকদিন আগে "ট্র্যাজেডির আনন্দ" - এই নামে ডেকেছিলাম?

          ছোট্ট এই জীবনের ততধিক ছোট্ট একটিভ অংশটাকে নিরানন্দে ঢেকে দেবার কি কি সব দুর্বার প্রচেষ্টায় যে সারাক্ষন থাকে মানুষ, ভাবলেই বিষাদে ভরে ওঠে মন!!!

          কবে যে আমরা সংস্কার দূরে ঠেলে একটু একটু করে নিজেদেরকেও ভালবাসতে শিখবো?
          নিজেকে ভালবাসতে না পারলে অন্যকে ভালবাসা কি আসলেই সম্ভব???


          Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

          জবাব দিন
          • মোকাব্বির (৯৮-০৪)

            আমি ভাই নিজেকে ভুলে অন্যকে ভালবাসতে চেয়েছিলাম। ইন্দ্রাদিপ দাসগুপ্তের গানের মত, "মুঠো আজ দিলাম খুলে, যা আছে তাই নিয়ে নাও।" ব্যাপারটা সম্ভবত তার জন্য খুব একটা সুখকর ছিলো না। অথবা কুইনের গানের মত বললে বলতে হয়, Too Much Love Will Kill You! বছর তিনেকের নিরলস প্রচেষ্টায় মোটামুটি ব্লক করতে সক্ষম হয়েছি! 🙂


            \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
            অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

            জবাব দিন
            • পারভেজ (৭৮-৮৪)

              "বছর তিনেকের নিরলস প্রচেষ্টায় মোটামুটি ব্লক করতে সক্ষম হয়েছি!"
              অভিনন্দন!!! 🙂 🙂 🙂
              কিন্তু আমার থিওরি আবার ভিন্ন।
              আমার ধারনা ১ কোটি কোটি নিউরোনে গড়া আমাদের মনে জায়গা এতটাই বড় যে কোন কিছু ব্লকের চেষ্টা না করলেও খুব একটা কিছু আসে যায় না।
              যে সম্পর্ক উভয় পক্ষের অনীহায় নার্চারড হয় না, সেটা নিজে নিজেই এক সময় মনের ঐ বিশাল স্পেসে নিজে নিজেই উবে যাবে।
              আবার যে সম্পর্ক এক পক্ষের অনীহায় ঝুলে যায়, অন্য পক্ষের কি দায় তা টিকিয়ে রাখার?
              টিকিয়ে রাখার দায় যেমন নাই, তেমনই কোন বাধ্যবাধকতাও নাই ভুলে যাবার।
              আর তাই, আমার যদি ইচ্ছা হয় কোন এক অলস মুহুর্তে, সেই সব সুখ-স্মৃতিগুলো নাড়াচাড়া করে আনন্দ পেতে, কে বাঁধা দেবে তাতে?

              এমনি সময় ওগুলোকে নিজের মতই থাকতে দেয়ায় কোন ক্ষতি দেখি না।
              ভেবে দেখেছি, ভুলতে চাইলে সেগুলাকে ডাউনগ্রেড করা জরুরী হয়ে পড়ে।
              কত যত্নে যৌথভাবে গড়ে তোলা সুখ-স্মৃতিগুলিকে ডাউন গ্রেড করতেও তো মন সরে না। তাই না?
              বড়ই জটিল পরিস্থিতি...

              "Too Much Love Will Kill You!" - শুনলাম।
              মনে হলো অতিভালবাসায় মরে যাওয়া আসলে কতটা খারাপ?
              অন্ততঃ এটা তো বলা যাবে, মৃত্যুটা ভালবাসার মধ্যে বসবাস করা কালেই হয়েছে।
              ভালবাসাহীন নিরানন্দ পরিবেশে হয় নাই...
              😀 😀 😀 😀 😀


              Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

              জবাব দিন
              • মোকাব্বির (৯৮-০৪)

                অতীত নিয়া গবেষণা করতে চাইতেসিলাম উত্তর দিতে গিয়ে। পড়ে ভাবলাম চলেই তো গেল, আবার ফিরে দেখেই বা কি হবে।

                Queen আমার খুব পছন্দের একটি ব্যান্ড। কপাল খারাপ যে এরকম চমৎকার গায়কের এত তাড়াতাড়ি চলে যেতে হলো।


                \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
                অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

                জবাব দিন
                • পারভেজ (৭৮-৮৪)

                  "অতীত নিয়া গবেষণা করতে চাইতেসিলাম উত্তর দিতে গিয়ে। পড়ে ভাবলাম চলেই তো গেল, আবার ফিরে দেখেই বা কি হবে।"
                  - সেটাও তো ঠিক কথা। কান্ট এগ্রি মোর...

                  "পাল খারাপ যে এরকম চমৎকার গায়কের এত তাড়াতাড়ি চলে যেতে হলো" - হুম!!! 🙁 🙁 🙁


                  Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

                  জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      কোনো কোনো সেলিব্রিটি থাকে, যাদেরকে লাইক দিতেও অনুমতি লাগে।
      বিনা অনুমতিতে লাইক দিলে আমার মতো ব্লক খাবার সম্ভবনাও দেখা দেয়।

      এই গল্পটার নাম "লোম বাছতে কম্বল উজাড়" রাখতে চেয়েছিলাম।
      পরে মনে হলো ব্যপারটা বোধ হয় একটু বেশি হার্স হয়ে যাবে।
      কিন্তু ঘটনা তো মনে হচ্ছে তাইই।

      শত শত লাইক শেয়ার কমেন্ট পাওয়া ফেসবুকার যখন পাবলিক পোস্টে ২ লাইক আর ১ কমেন্ট পায়, মনে তো হতেই পারে যে এর পিছিনে নির্বিচারে ব্লক ও আনফ্রেন্ড করার ভুমিকা থাকতেই পারে!!!

      ৫৭ ধারা শুধু অন্যের না, নিজের জন্যেও যে খারাপ, এটা তারই একটা উদাহরন...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  1. আমিন (১৯৯৬-২০০২)

    ভালো লাগলো আইডিয়াটা ভাইয়া।

    ফেসবুক লাইক সেলিব্রেটি ইত্যাদি ব্যাপারগুলো এড়িয়ে চলি। কেন এড়িয়ে চলি সেটার একটা যোগসূত্রও এই লেখায় পেলাম।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      ফেইসবুক জিনিষটা আসলেই ফেইকবুক।
      সাবিনা যেমনটা বলে।
      আজকাল তাই স্ট্যাটাস দিতে তেমন কোন উৎসাহই আর পাই না।
      মাঝে মধ্যে ছবি শেয়ার করা আর অন্যদের মিথ্যা প্রচারণা ব্লাস্ট করা ছাড়া এটার তেমন কোন ইউজ আজকাল খুজে পাই না।

      যা যা বলতে চাই সেইজন্য যখন এই সিসিবিটা আছেই, ফেবুতে গিয়ে স্ট্যাটাসবাজী করার কি দরকার?

      "ফেসবুক লাইক সেলিব্রেটি ইত্যাদি ব্যাপারগুলো এড়িয়ে চলি" - খুবই ভাল সিদ্ধান্ত...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    ফেইসবুক সেলিব্রেটি ব্যাপারটার মধ্যেই একটা ৫৭ গন্ধ আছে! :grr: :grr:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      একবার নিজেকে "ফেইসবুক সেলিব্রেটি" গন্য করা শুরু করলে কি যে মনে করে ওরা নিজেদের!!!
      এক্কেবারে ধরাকে সরা জ্ঞান করা আর কি।

      আর স্ব-আরোপিত ৫৭ ধারা যে "শুধু অন্যের না, নিজের জন্যেও যে খারাপ" - সেটা তো আগেই বলেছি.........


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      পড়ার ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ, স্যার।

      লোম বাছতে যারা নির্বিচারে ব্লক ও আনফ্রেন্ড করে, শীতের সময় তাদের সাফ হওয়া কম্বল দিয়ে উত্তাপ পাবার চেষ্টা দেখতে হাসিই পায়।
      কেউ যখন নিজেকে হাস্যকর ভাবে উপস্থাপন করতে চায়, না হেসে কি আর কোন উপায় থাকে?
      থাকে না.........


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  3. লুৎফুল (৭৮-৮৪)

    অনুগল্প তার হিরোশিমার চাইতে বড় বিস্তৃতি নিয়ে ছড়িয়েছে মন্তব্যে আর প্রতিমন্তব্যে।
    এখন পুরোটা একসঙ্গে জড়ো করলে একখানা প্রায়পোন্যাস।
    তার মধ্যে এসে পড়েছে ৫৭ ধারার অনুচ্ছেদও ।
    অবশ্য ফেবুতে দুটো ব্যাপার আছে। একটা হলো জাতীয় পর্যায় থেকে পূর্ব নির্ধারিত প্রক্রিয়ায় মানুষকে ফেবু সেলিব্রিটিতে রূপান্তর।
    আর অন্যটি হলো এই যে পাঠকের ধারাবাহিকতার অসংলগ্নতা।
    যাকগে, ফেবু কে ঘিরে অনেক কিছুর মতোন এই অনুগল্পটিতো আমরা পেলাম।
    🙂 🙂

    জবাব দিন
  4. মাহবুব (৭৮-৮৪)

    ফেসবুকে যাই, আর বেশিরভাগ সময় হাইড পোষ্ট, হাইড অল ফ্রম অমুক, কখনো আনফলো করে সময় পার হয়। মাঝে সাজে লাইক, আরো কম মন্তব্য, তারচেয়ে কম করি অই যাকে বলে স্ট্যাটাস দেয়া। ফেসবুকের আবেদন মনে হয় ফুরিয়ে আসছে। ফেসবুক সেলিব্রেটি বা পীর সাহেবগন অন্য কোন প্রযুক্তির কথা ভাবতে পারেন। তারচে এই ব্লগে একটা চ্যাট রুম থাকলে বেশ হতো। কিংবা বুলেটিন বোর্ড।

    জবাব দিন
  5. ইশহাদ (১৯৯৯-২০০৫)

    ইন দ্য ইয়ার অফ নাইন্টিন হান্ড্রেড এন্ড ফর্টি সিক্স, ব্লক ছিল মাত্র দুইটা। 🙂
    সিনিয়র ব্লক আর জুনিয়র ব্লক। কখনও অন্তর্বর্তীকালীন ক্যান্ডিডেট'স ব্লক। B-)
    ফেসবুক একটা আচানক জিনিস, এখন মানুষের হাতে হাতে ব্লকের ছড়াছড়ি! :bash:



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।