ভাই সকল (বোনদের কইতে সাহস হল না),
এই ছবিগুলো আমার এক বাংলাদেশী সিনিয়র ভাইয়ের কথা অনুযায়ী ইহজগতে শয়তানের আখড়া+পরকালে দোজখের স্যাম্পল “লাস ভেগাস” এ গিয়ে তোলা। সেই বড় ভাইয়ের মুক্তহস্ত স্পন্সরে আমরা চার বাংলাদেশী ভদ্রলোক B-) এবং এক ভদ্র মহিলা এক কাফেলায় সমবেত হয়ে বিস্তীর্ণ মরুভূমির বুক চিরে ফাইভ-সিটেড লেক্সাসে করে গিয়েছিলাম শয়তানের আখড়া জিয়ারতে। দুইদিন দুই রাত্রির সেই ভ্রমনের কিছু কিছু স্মৃতি তুলে রেখেছি আমার কাঁচা হাতে মোটামুটি মানের এক ক্যামেরায়। কাজেই, ছবির কোয়ালিটি’র কোন গ্যারান্টি নাই 😛 । ক্যাপসন দিলাম না, যার যার পছন্দ অনুযায়ী কল্পনা করে নেবার পরামর্শ দেওয়া হল। তাইলে আর কথা নয়, দেখা যাক ছবি গুলো।
ও হ্যাঁ, আরেকটা কথা। কয়েকটা ছবি ১৮+। কাজেই, এর থেকে ছোটোরা সময়মত চোখ বন্ধ করে নিবে, নিজ দায়িত্বে।
আমি বড়দের লাইনে না ছোটদেরটাতে বুঝতেছিলাম না। তাই দেক্ষাই লাইলাম। 😀 😀 😀 😀 😀 😀
ঐ 😀
আমার জীবনের একখান শখ হইল ,
আমি লাস ভেগাসে যামু :dreamy:
মাইনাস 😀
কি কন? এই জায়গায় যাইতে হইবো? :))
হুম,
পছন্দ হয় নাই? ছবিগুলা কিন্তু বিজ্ঞাপন, ভিতরে আসল "জিনিস" আছে। ;;;
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, এই ফটো-ব্লগটার জন্য অনেক ধন্যবাদ। :boss:
ইয়ে...মানে...ভাইয়া, বলছিলাম কি, মানুষের (পড়ুনঃ মানবীর) ছবি আরো কি দেয়া যেত না? ঐ যে এক চায়নিজ বেটার ছবি আছে যে, ঐরকম আর কি! 😛 😛
আপনাকে ঝাক্কাস লাগতেছে ভাইয়া! :thumbup: :thumbup:
লাস ভেগাস শুনিয়া নড়িয়া চড়িয়া বসিলাম।
মাহমুদ ভাই অভাগাদের প্রতি আরেকটু দয়া করিলেই পারিতেন। 😛
www.tareqnurulhasan.com
ছবি আসলে খুব বেশি তুলতে পারি নাই, বড়দের সাথে গেছিলাম বলে (তাই বলে কিন্তু চোখ বন্ধ করে ঘুরিনি 😛 )।
- এইখান থেকে শিক্ষা নিজে একটা পেয়েছি। জনগনের সাথে শেয়ার করিঃ ভুলেও মুরুব্বি-গোছের কারো সাথে লাস ভেগাস (আর দেশে হলে যাত্রা) দেখতে যেতে নেই :grr: । তাইলে আসল আনন্দের চোদ্দৌ আনাই মাটি... ~x( :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ছবিটা বেশ ভাল :-B :-B :-B
😕
কিছু ছবি দেখলাম না আমি কী দেখতে পারি??? :shy:
ধুর, কই ভাব্লাম ম্যালা গরম গরম কিছু দেখুম, পুরা ধরা...খিকয্ 😛
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
নাউজুবিল্লাহ......আস্তাগফিরুল্লাহ 😐 😐 ............আমি শরম পাইসি... 😐
মাহমুদ ভাই, ,...অইখানে আপনের শরম টরম লাগতাসিল না????? =))
কারসন সিটি যান নাই ?
মাহমুদ : তুমি তো লাস ভেগাসের বদনাম কইরা দিলা। আমি কুনুদিন যাই নাই। মাগার তুমি এইরকম ছবি দিয়া লাস ভেগাসরে যেইভাবে ভদ্রলোকের শহর বানাইয়া দিলা, যাওয়ার আর চেষ্টা করমু কিনা সন্দেহ!! নাকি তুমি নিজেই ডরাইছো?? :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup: :thumbup:
ওই রবিন, তোমার না পরীক্ষা ???
লেখাপড়া যদি বাদ দাও, তাইলে কমেন্টানোর বদলে লিখতে বস ...
ইমো দিয়া লিখমু? :))
যা দিয়া পারো .........
বস, মাইন্ড কইরেন না। আমি আসলে ক্যাডেটদের কল্পনাশক্তির উপর পূর্ণ আস্থাবান। তাই গোডাউনের বাইরের ছবি দিয়েছি এই আশায় যে জনগন ওটা দেখেই ভিতরের জিনিস কল্পনা করে নিবে।
বড়ভাইদের যন্ত্রনায় মনমতো ছবি তোলার যো ছিল না কি? :grr: তারা নিজেরা ছবি তোলা, ভিডিও করা- সবই করলো, আর আমি বেকুব সেজে সারাক্ষন 'দূরে দূরে' থেকে ভদ্রতা করলাম। তবে কোন স্যাক্রিফাইসই যে বৃথা যায় না, তা'র প্রমাণও পেলাম সেখানে থেকে আসার পর। সেই ভাবী অন্যদেরকে শুনিয়ে শুনিয়ে বলেছেন যে আমি ভীষণ ভদ্র ছেলে। আরেকজন আবার যোগ করলেন যে এটা তো স্বাভাবিকই, আমি যে ক্যাডেট B-) ।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
~x( 😮 😮 😮
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শিরোনাম দেখেই ঢুকে পড়লাম। কিছুটা আশাভঙ্গ হলো, তবে কল্পনাশক্তি ব্যবহার করছি।
পরকালের দোজখের স্যাম্পল দেখে দোজখ পছন্দ হয়েছে।