পড়ছি এক মাইনক্যা চিপায়ঃ উদ্ধার পাবার উপায় আছে কি? (সাময়িক পোষ্ট)

৩,৮৯৭ বার দেখা হয়েছে

৪৫ টি মন্তব্য : “পড়ছি এক মাইনক্যা চিপায়ঃ উদ্ধার পাবার উপায় আছে কি? (সাময়িক পোষ্ট)”

  1. তৌফিক

    আমিও দেশে যাব। লোকজন ল্যাপটপ নিয়ে যাওয়ার অনুরোধ জানাইতেছে। নিজেরটা নিয়ে যাইতেই হবে কাজ আছে। আমি যতোদূর জানি, একটার বেশি নিলে ট্যাক্স দিতে হয়। বাপে কাস্টমসে আছে, কাল সকালে ফোন দিয়া আপনারে মেইল দিব।

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      হুম,
      কিন্তু যন্ত্রনা হইলো ঐ সার্কুলারে প্রায় সব কিছুরই শুল্ক কত হবে তা উল্লেখ থাকলেও ল্যাপটপের বিষয়ে কোনো নির্দেশনা নাই ~x(

      খুব ভালো হবে আঙ্কেলের কাছ থেকে জানতে পারলে।

      তুমি কবে যাচ্ছো দেশে? ময়মনসিং এ থাকবে, নাকি ঢাকায়?


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  2. ভাই, সমস্যা শুনলাম। কী আর করুম 😛 😛
    উপরের আশ্বাস শুনলাম সমস্যা সমাধানের। আর আমার কাজ হইলো আপনার সাথে একটু চান্সে দেখা-সাক্ষাত করা 😉

    কেমুন আছেন??
    যাত্রা শুভ হোক 🙂

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)

    ভাইয়া, আমি যতোটুকু জানি একটার বেশি আনলে ট্যাক্স দিতে হয়। আমি মালয়েশিয়া থেকে আসার সময় এক ব্যাগে দুইটা আনছিলাম। বাপে কাস্টমসে ছিলো। কথা বইলা জানাইতেছি।

    জবাব দিন
  4. সামি হক (৯০-৯৬)

    ল্যাপটপ ইদানিং কালে দুইটা নেওয়া যায়, আমি নিজেই দুইবার দুইটা করে নিয়ে গেছি আমার কয়েকজন পরিচিত ও নিয়েছে, ধরলে বললেই হয় যে একটা আমার পারসোনাল ল্যাপটপ আর অন্যটা কোম্পানী থেকে দেওয়া। আরেকটা জিনিস খেয়াল করছি এয়ারপোর্ট এ যখন শুনছে ইংল্যান্ডের ফ্লাইটে আসছি তখন ওই সিকিউরিটি বেল্ট দিয়ে চেক ও করে নাই।

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    বেল পাকলে কাকের কি ?? 😕
    আপনে দুইটা আনলেই কি ... চাইরটা আনলেই কি ...
    কাস্টমস ধরলেই কি ... আর ছাড়লেই কি ...
    আমার কি ?? 🙁

    (নিশ্চিন্তে চইলা আসেন ... ঝামেলা হবে না ...
    আপনার ফ্লাইট নম্বর আর তারিখ টা দিয়া রাখেন ...
    দেখি ... যদি মনকে প্রবোধ দিয়া কিছু একটা করা যায় ... 😕 )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      ধন্যবাদ তাইফুর।

      ঢাকায় ল্যান্ড করবো (১০ তারিখ দিবাগত) ১১ তারিখ রাত ১ টা ১০ এ, মালয়েশিয়ান এয়ার এ।

      মনকে প্রবোধ দিয়া

      মনে কষ্ট রাইখো না ভাইডি। আমিও নিজের মনকে প্রবোধ দিয়েই চলেছি,- ভারবাহী গাধার মতো দুই দুইটা নতুন ল্যাপটপ বয়ে নিয়ে অন্যদেরকে দিয়ে দিতে হবে :((


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  6. আজাদ (৯৪-০০)

    আমি ২ মাস আগে গেছিলাম। আমার সাথে ২ টা লাপটপ ছিল। ঢাকা বিমানবন্দরে বলল কই থেকে আইছেন ? আমেরিকা বলার পরে আর কিছু দেখে নাই। এইটাই কমন কেজ (আরো অনেকেরি একই ঘটনা ঘটছে)। একটু ভাবয দেখাতে পারলেই কনো সমস্যা হবে নাহ ।

    জবাব দিন
  7. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    আমি যতদুর জানি, দুইটা নেওয়া যায়। আমি নিজেও দুইটা বহন করেছি। তবে আরও বেশি নিতে হলে তুমি এক কাজ করতে পার। মেইন লাগেজের ভিতরে সুন্দর করে প্যাক করে দিতে পার। এটা নিয়ে তেমন ঝামেলা করে না মনে হয়।

    জবাব দিন
  8. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    আমি যতদুর জানি, দুইটা নেওয়া যায়। আমি নিজেও দুইটা বহন করেছি। তবে আরও বেশি নিতে হলে তুমি এক কাজ করতে পার। মেইন লাগেজের ভিতরে সুন্দর করে প্যাক করে দিতে পার। এটা নিয়ে তেমন ঝামেলা করে না মনে হয়।

    এই পোলাডা দেখি আদব লেহাজের বালাই নাই। 😮 😮 😮
    ঐ কালা কোর্তা কই B-) এখনি এইটারে লাগা :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: লাগাতার !

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।