আসুন একটা তদন্ত কমিটি গঠন করি

বাংলাদেশে উপদেশ নাকি খুব সুলভ। ডাক্তারি থেকে আইনী, ছেলের বিয়ে থেকে দাদা’র কুলখানী, চায়ে ক’চামচ চিনি থেকে আমড়া গাছের ভূত না শেওড়া গাছের পেত্নী, এই দুর্মুল্যের বাজারে সব ব্যাপারেই উপদেশ খুব সুলভে মিলতো। এখন মনে হচ্ছে “’সুলভ’ এর তালিকায় আরো একটি নাম যুক্ত হলো- তদন্ত কমিটি !

পাড়ার ফুটবল খেলায় মারামারি, ছাদ থেকে চুরি হয়েছে গিন্নীর শখের শাড়ী, বাজারে আগুন অথবা রোজায় উচ্চমুল্যে বেগুন থেকে হালের পিলখানা হত্যাকান্ড এবং সবশেষ বসুন্ধরা অগ্নিকান্ড- সপ্তকান্ড রামায়ণের মতো একেকটি কান্ডের পর গঠিত হয় এই তদন্ত কমিটি।

বিস্তারিত»