শিখবো সাঁতার
নদীর জলে যেই দিয়েছি ঝাপ
ভয় ছিল মা’র
ডুবে যাবি থামরে বাপু থাম।
নামবো বলে
গাছের থেকে যেই দিয়েছি লাফ
মরবি ছোরা
ঝোপের মাঝে কাল কেউটে সাপ।
পড়বো বলে
গুরু মশায় যেই দিয়েছে পাঠ
পালিয়ে গেছি
ডাক দিয়েছে পুকুর বাগান মাঠ।
গল্প কথা
তের নদী সাত সাগরের পাড়
দারুন ভয়
রাক্ষুসী আর ভুত পেত্নীর ঝাড়।