শিশুদের শিখানোর সময় সাবধানতা অবলম্বন করুন

যখনই আমি কোন কাজ করি আমার মেয়ে খুব আগ্রহ নিয়ে আমার সব কাজ দেখে। রান্নার বেলায়ও এর ব্যাতিক্রম না- যদিও আমার মায়ের এতে প্রচন্ড আপত্তি, মেয়ে কে নাকি আমি ঘরকন্নায় পারদর্শী করার ট্রেইনিং দিচ্ছি- এই মেয়ের আর পড়াশুনা হয়েছে আর কি! আমি আমার মাকে বোঝাতে ব্যর্থ হই যে আশপাশের সবকিছুর মধ্যেই শিক্ষনীয় কিছু না কিছু আছেই। রান্নাঘর থেকে একটা শিশু শাক-সবজি, ফলমূল, স্বাদ, রসায়ন, পুষ্টিজ্ঞ্যান,

বিস্তারিত»