সুন্দরের সান্নিধ্যে সিক্ত

ব্যাগে গুজে দেয়া ব্রেড আর
রাতে পাতে মাছ দুই পিস
মন ভালো হলে শ্রেয়া ঘোষ
খারাপের দিন ভায়োলিন

দীঘির পানিতে আলো খেলে
তোর চোখ দিয়ে দেখলাম
তোর স্নেহ থেকে শিখলাম
ভালোবাসা চেয়ে নিতে নেই
ভালোবাসা বেসে পেতে হয়

শুভ হোক তোর জন্মদিন

(আজ বিশ্ব পাই দিবস। মহান বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন। এই দিনে আমার বন্ধু নাজমুলও জন্মেছিল।

বিস্তারিত»