সিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিঃ ম্যানেজারদের হিসাবের খাতা

ক্রিকেট নিয়ে মনে হয় আমাদের আগ্রহ বা মাতামাতি অনেক কমই। ভেবেছিলাম টুর্নামেন্টের মাঝামাঝি জায়গায় এসে কেউ হয়তো ফলাফলের আপডেট নিয়ে একটা পোস্ট দিবে। যাই হোক শেষ পর্যন্ত আমাকেই লিখতে হল। ঈদে ছুটি না পাওয়ার কারনে একটা লাভ হয়েছে, সারাদিন শুয়েবসে আর খেলা দেখে কাটিয়েছি ছুটির দিনগুলি। ঈদের পরদিন থেকেই শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০৯। এখনো পর্যন্ত গ্রুপ পর্যায়ের ১২ টি খেলার মধ্যে ৮ টিই শেষ।

বিস্তারিত»

চ্যাম্পিয়ন ট্রফি ২০০৯, আর মাত্র ৩ দিন… (সিসিবি চ্যাম্পিয়ন’স লীগ)

চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে আর মাত্র ৩ দিন বাকী। ইতিমধ্যে কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে। ওয়ার্ম আপ ম্যাচেই নিজেদের শক্তিমাত্তার পরিচয় দিচ্ছে র‌্যাংকিং শীর্ষে থাকা দক্ষিন আফ্রিকা। অপরদিকে শ্রীলঙ্কার মত শক্তিশালি দলকে ১০৮ রানের ব্যবধানে হারিয়ে পাকিস্থানও নিজেদের অবস্থান জানান দিয়ে গেল। পাকিস্থানের কাছে হারলেও শ্রীলংকাকে খাটো করার উপায় নেই। তাদের বর্তমান দল যেকোন দলকে নাকানি চুবানি খাওয়ানোর যোগ্যতা রাখে। টানা ছয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দারুন ফর্মে আছে অস্ট্রেলিয়া।

বিস্তারিত»