সিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিঃ ম্যানেজারদের হিসাবের খাতা

ক্রিকেট নিয়ে মনে হয় আমাদের আগ্রহ বা মাতামাতি অনেক কমই। ভেবেছিলাম টুর্নামেন্টের মাঝামাঝি জায়গায় এসে কেউ হয়তো ফলাফলের আপডেট নিয়ে একটা পোস্ট দিবে। যাই হোক শেষ পর্যন্ত আমাকেই লিখতে হল। ঈদে ছুটি না পাওয়ার কারনে একটা লাভ হয়েছে, সারাদিন শুয়েবসে আর খেলা দেখে কাটিয়েছি ছুটির দিনগুলি। ঈদের পরদিন থেকেই শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০৯। এখনো পর্যন্ত গ্রুপ পর্যায়ের ১২ টি খেলার মধ্যে ৮ টিই শেষ। এর মধ্যেই অনেক হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেছে। দক্ষিন আফ্রিকা আর শ্রীলংকা তাদের তিনটি খেলাই শেষ করে মাত্র ১ টি করে জিততে পেরেছে। আর পরপর দুটি ম্যাচে দুর্দান্ত খেলে শ্রীলংকা আর দক্ষিন আফ্রিকাকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এদিকে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিতে চলে যাবে বাজে ফর্মে থাকা নিউজিল্যান্ড। আর গ্রুপ “এ” এর খেলা এখনো ৩ টা বাকী, তাই তেমন কিছু বলা না গেলেও আজ ভারত-অস্ট্রেলিয়ার খেলার উপর অনেক কিছু নির্ভর করছে। ভারতকে হারিয়ে এবং টানা দুই খেলায় জিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাকিস্থান।
এদিকে মাত্র ১৫ টি দল নিয়ে শুরু হওয়া সিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাড্ডা-হাড্ডি লড়াই জমে উঠেছে। ব্যাটসম্যানদের মধ্যে স্মিথ(৩১২), দিলশান(২৯৬), জয়বর্ধনে(২৭১), কলিংউড(২৮৭), ওইয়েজ শাহ(২৫৯) ও মরগান(২৫৪); বোলারদের মধ্যে পার্নেল(৪৩৭), অ্যান্ডারসন(২৭৪), স্টেইন(২৫৫), কালুসেকরা(২৪৬) ও তং(ও.ইন্ডিজ)(২২৮); অলরাউন্ডারদের মধ্যে ভেট্টোরি(৩০৬), ম্যাথিউস(২৮৭), শোয়েব মালিক(২৩২) ও জনসন(২৩১) এবং উইকেটরক্ষকদের মধ্যে ম্যাককুলাম(১০২), বাউচার(৯৭) ও সাঙ্গারকারা(৮৬) শীর্ষ অবস্থান রয়েছে। এদেরকে দলে নিয়ে ম্যানেজাররা নিরাশ হননি। খেলার ফিক্সার আর প্লেয়ার পরিবর্তনের এবং ট্রাম্প প্লেয়ারের হিসাব নিকাশ করে ম্যানেজাররা খেলাচ্ছেন তাদের দলকে। তাই প্রতি খেলার পরেই লীগে ম্যানেজারদের অবস্থানের হিসাব নিকাশ পালটে যাচ্ছে।

২৪৫৫ পয়েন্ট নিয়ে গত দুইদিন ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন সামী ভাই, এরপর ২য় অবস্থানে আছে আমাদের আমিন (২৩৯৭ পয়েন্ট), ৩য় অবস্থানে ২১৪৫ পয়েন্ট নিয়ে আমি নিজেই এবং ২০২৪ ও ১৮৮৬ পয়ান্ট নিয়ে ৪র্থ ও ৫ম অবস্থানে আছে আমাদের আহসান আকাশ ও ৯৪ ব্যাচের আজাদ ভাই। আর আমাদের রবিন ভাই ৮ম এবং টিটো ভাই ১৪ তম অবস্থানে রয়েছে। প্রথম পাঁচের মধ্যে ৯৬ এর ৩ জন। ৯৬ ব্যাচ পাথরায় :awesome: । ক্রিকিনফোতে আইডি দেখে অনেককে চিনতে পারছিনা তাই সবার নাম উল্লেখ করা সম্ভব হলো না। যদি মন্তব্যতে আপনাদের আইডি ও পরিচয় জানিয়ে দিলে সুবিধা হত। ইনশাল্লাহ গ্রুপ পর্যায়ের খেলা শেষে আমাদের মধ্যে অন্যকেউ সর্বশেষ ফলাফল নিয়ে একটি পোস্ট দিবেন। চলুন দেখে আসি ৮টি খেলা শেষে ম্যানেজারদের হিসাবের খাতাঃ

Teams in this League

Position Manager Team Name Points
01

Samis_Dark_Horses Fear Factor 2455
02

Amin_shimul61 Iresistable Tigers 2397
03

mehedi1816 *LM The Royal Return 2145
04

akash954 The Bogus Boo 2024
05

azadcse azad_BoomBoom 1886
06

Zobayer1938 Abnormally Mads 1703
07

zahidul Khaisi_Tore 1667
08

robin757 Robins Team 1460
09

mainulbd2002 Amar_egaro 1449
10

MCC32ND tans guys 1401
11

dream_hunter Dream Hunt 1306
12

zahid34 the rockers 1230
13

Tanjeena Harry Potter XI 1220
14

t2rahman danguli 913
15

hit-wicket hulkz 832

গ্রুপ পর্যায়ে এখনো ৪ টি খেলা বাকী, এর মধ্যে অস্ট্রেলিয়া ও ভারতের ২ টি করে খেলা আছে এবং শ্রীলংকা ও দক্ষিন আফ্রিকার কোন খেলা নেই। সুতরাং যারা এখনও প্লেয়ার পরিবর্তন করেননি তারা দ্রুত পরিবর্তন করে নিন।

(অঃ টঃ আমার মন খারাপ। দক্ষিন আফ্রিকা সেমিতেই যেতে পারলো না। 😐 )

৩১ টি মন্তব্য : “সিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিঃ ম্যানেজারদের হিসাবের খাতা”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ছুটিতে যাবার পর টুর্নামেন্টের ১ম ৩/৪ দিন কিছুই করা হয় নি, তারপর থেকে প্লেয়ার বদল ইত্যাদি ইত্যাদি শুরু করছি, সে অনুযায়ী অবস্থান খারাপ না। দেখা যাক এখন কত দূর আগাতে পারি।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মইনুল (১৯৯২-১৯৯৮)

    আমার আইডি mainulbd2002। ক্রিকেট খেলা দেখলে পোস্ট দিতাম। কিন্তু প্রোভাইডার জানিয়েছে এই ট্রফি দেখতে হলে ৫৫০০ এর মতন বাংলাদেশি টাকা খরচ করতে হবে। তাই নেট এ যতদুর পারি ফলো করছি। শনিবারে নেট লাইন না থাকাতে প্লেয়ার বদলাতে পারিনি। দেখা যাক পরের পর্বে ভালো করতে পারি কিনা ......
    দুয়েকটা খেলার টার্নিং পয়েন্ট বা গুরুত্বপুর্ন মুহুর্তগুলো নিয়ে আলোচনা করলে চমৎকার হতো। কি বলো মেহেদি ...... ??

    জবাব দিন
    • মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

      গত কাল রাত ৪ টা পর্যন্ত জেগে খেলা দেখলাম, দক্ষিন আফ্রিকা হারলো। স্মিথ আর ডি ভিলিয়ার্স এবং পরে ডুমিনি যখন ব্যাট করছিল মনে হচ্ছিল হারবে না। তবে অ্যান্ডারসন আসলেই ভাল বল করেছে। শেষের দিকে বাউচার আর মরকেলের কাছ থেকে অনেক ভাল কিছু আশা করেছিলাম।

      বেচারা স্মিথকে রানার নিতে দিল না......

      জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    কয়েকটা নাম দেখে চিনতে পারছি কার টিম।
    ৫ এ আজাদ- পকক, '৯৪
    ৭ এ জাহিদুল- মকক, '৯৪
    ১০ এ তানভীর- মকক, '৯৪

    ক্রিকেটের প্রতি আকর্ষণ অনেক কমে গেছে আমার। তারউপর টুর্নামেন্টে বাংলাদেশ না থাকায় আগ্রহ একদম নাই বললেই চলে। এজন্য টিমও দেইনি। টিম দিলেও মনে হয় খারাপ করতাম- প্লেয়ারদের ফর্ম কিরকম সেই ব্যাপারে আইডিয়া এখন কম আমার।

    জবাব দিন
    • মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

      ধন্যবাদ তানভীর ভাই...

      হ্যা, বাংলাদেশ থাকলে আসলেই ভাল হত। মজা করে খেলা দেখা যেত। আর ক্রিকেটের এখন দুঃসময়। ওয়ানডে ক্রিকেট থাকবে কিনা অথবা নিয়মকানুনের পরিবর্তন হবে কিনা এবং হলে কি কি পরিবর্তন হবে সেটা নিয়েই সরগরম ক্রিকেট বিশ্ব। এখন তো মনে হচ্ছে দিন বদলের সময়।

      টিম দিলে খারাপ করতেন না। তবে আমিও এবার বেশ কয়েকজন নতুন প্লেয়ার দেখলাম যাদেরকে আগে দেখিনি। ভালই খেলছে।

      জবাব দিন
  4. আমিন (১৯৯৬-২০০২)

    হুমম।
    আমি ব্লগে কিছুদিন ধইরাই নাই। ব্যাক্তিগত কারণে একটু মন খারাপ আর তার সাথে সামনে জিআরই এই দুয়ে নেট দুনিয়ার প্রায় বাইরে। এর মাঝে টিম আপডেট করি। প্রথম টিম না দেইখা বানাইছিলাম। যা হোক সমস্যা হয় নাই।
    টুর্নামেন্ট জমতেসে। তয় এখন আজকের ম্যাচে সবার প্লায়ার প্রায় সেম মাঝখান থেকে আমার টিপি ওয়াটসন গোল্লা খাইয়া বিপদে ফালায়া দিলো।

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    চিটাগং থাকার কারণে নেট বিহনে টিম নামাইতে পারিনাই। বেলাডি মেহেদীরে কইসিলাম একটা টিম রেডি করতে, ফাকিবাজ টা তাও করেনাই x-( দাড়া শেষ হোক লীগটা, তারপর লীগ টেবিলের লগে লঙ্গাপ করায়া রাখা লাগবো


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    নিয়ম ঠিক মতন না জেনেই টিম করেছিলাম...
    আমি জানতাম না, ট্রাম কার্ড চেঞ্জ করা যায়... :((

    তাছাড়া বাড়িতে নেট ছিল না বলে কে কে ইঞ্জুরিতে পড়ছিল তাও জানতাম্না...পেপারও তো তখন ঈদের ছুটিতে ছিল... :chup:
    যাই হোক, স্লোলি বাট গ্রাজুয়ালি আমি আগাচ্ছি... B-)
    আজ টিমেও লীগেও জয়েন করলাম... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. কামরুলতপু (৯৬-০২)

    আমি একটা টিম বানাইছিলাম মনে মনে কিন্তু কেন জানি নেটে বানানো হইল না। পরে দেখি আমার টিমটা দুর্দান্ত খেলতেছে। পরে মনে হইল এই টিম বানানো যাইত না পয়েন্টে কুলাইত না। ম্যানেজার হিসেবে আমারে দিয়ে হবে না।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।